নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
গত ১ বছর ধরে আমি দৈনিক কালবেলা পত্রিকায় নিয়মিত লিখি। কয়েক দিন আগে, আমার এক আত্মীয় আমার খালাকে ফোন করে জানালেন যে, এই পত্রিকায় লিখলে আমাকে পুলিশে ধরে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ, দৈনিক কালবেলা এক আওয়ামী লীগ নেতার পত্রিকা।
আমার সেই আত্মীয় সম্পর্কে আমার নানা হোন। লেফটিস্ট ঘরানার। তাঁর উপদেশ আমি সিরিয়াসলি নিলাম। একজন সুপরিচিত ব্লগারকে জিজ্ঞাসা করলা যে, পত্রিকাটি মালিক কে। তিনি জানালেন, পত্রিকার মালিক ডঃ হাছান মাহমুদ।
আমি মালিকানা নিয়ে আগে চিন্তা করি নাই। কারণ, এই পত্রিকার একজন সিনিয়র সম্পাদক আমার পরিচিত। আমার এক স্যারের মাধ্যমে পরিচয়। খুব ভালো মানুষ। তাঁর অনূরোধেই লেখা। আমার লেখা ভালো লাগায় এখন পর্যন্ত ৭টা লেখা ছাপিয়েছেন।
কিন্তু, আমার আত্মীয়ের কথায় কিছুটা থমকে গিয়েছি।
১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:৪৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার তা মনে হয় না।
উনারা জামায়াতের অনেক খবর গুরুত্বের সাথে প্রকাশ করেন।
২| ১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:২১
এ পথের পথিক বলেছেন: দৈনিক বালবেলা ২
ভাড়তের উচ্ছিষ্ট
১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনাকে চিনলাম না!!!
নতুন এসেছেন?
৩| ১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:৩৪
সোনাগাজী বলেছেন:
ক্রিমিনাল হাছান মঝমুদ ও তার মতো ২/৩ লাখ বাংগালী পুরোদেশের সব সম্পদ দখল করে রেখেছে।
১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:৪৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হাছান মাহমুদের হয়ে থাকলে জামায়াতের গুণগান করবে কেন এই পত্রিকা?!!!
শুভেচ্ছা।
৪| ১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:৫৮
2048 cupcakes বলেছেন: This is the wisdom I spent my thirties searching for! https://cupcakes2048.io If only I could have learned it sooner!
৫| ১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:১৮
আহরণ বলেছেন: এই সময়ে হবুচন্দ্রের দেশ সব সম্ভব......... ভাইয়া?
৬| ১৯ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫৩
বাকপ্রবাস বলেছেন: কালবেলার দুইটা চরিত্র। রিপোর্ট বেশ ভাল করছে, অনলাইতে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আবার ওদিকে ভারত কানেকশান আছে বলে শোনা যায়...............
৭| ১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৯
এ পথের পথিক বলেছেন: ব্লগে নতুন । তবে এখন থেকে নিয়মিত দেখতে পাবেন ।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০২৪ ভোর ৬:৩৬
কাঁউটাল বলেছেন: দৈনিক বালবেলা