![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়!
ধ্বংসস্তূপের মাঝে উড়ে যায় পতাকা,
বাংলাদেশের হৃদয় বলে, 'হতে হবে একসাথে থাকা।'
বিভেদের দেয়াল ভেঙে, আমরা একজোট,
তোমার হাত ধরে, এগিয়ে চলি অটুট।
.
একতার শপথ নিলাম আজ,
সব দল, সব পথ, একটাই কাজ।
বাংলার মাটিতে, ঐক্যের তলে,
জয় হবে আমাদের, সব বিভেদ ভুলে।
.
ধর্ম, দল, ভেদাভেদ ছেড়ে,
একসূত্রে গাঁথি দেশের ফুলে।
মুহাম্মদ Yunus এর আহ্বান শুনে,
সত্যের পথ ধরি, একতার গুণে।
.
একতার শপথ নিলাম আজ,
সব দল, সব পথ, একটাই কাজ।
বাংলার মাটিতে, ঐক্যের তলে,
জয় হবে আমাদের, সব বিভেদ ভুলে।
.
সকল আঘাতের পরও দাঁড়াই শক্তি হয়ে,
বাংলাদেশের গল্প লিখি, একতার মালা গেঁথে।
আকাশে উড়ুক পতাকা, রক্তে রাঙা,
একতার পথে এগোই, দিন বদলের অঙ্গীকার জানা।
০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সময়ই বলে দিবে কতটা দেরী হয়েছে, ভাইয়া।
শুভেচ্ছা নিরন্তর।
২| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১৫
রাজীব নুর বলেছেন: চমৎকার।
শ্যাইয়ান ভাই গ্রেট।
০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, প্রিয় রাজীব ভাই।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৮
জেনারেশন৭১ বলেছেন:
জাতীয় ঐক্যের ডাক দেয়ার দরকার ছিলো সরকার গঠনের ১ম দিন; এখন দেরী হয়ে গেছে।