নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
ধ্বংসস্তূপের মাঝে উড়ে যায় পতাকা,
বাংলাদেশের হৃদয় বলে, 'হতে হবে একসাথে থাকা।'
বিভেদের দেয়াল ভেঙে, আমরা একজোট,
তোমার হাত ধরে, এগিয়ে চলি অটুট।
.
একতার শপথ নিলাম আজ,
সব দল, সব পথ, একটাই কাজ।
বাংলার মাটিতে, ঐক্যের তলে,
জয় হবে আমাদের, সব বিভেদ ভুলে।
.
ধর্ম, দল, ভেদাভেদ ছেড়ে,
একসূত্রে গাঁথি দেশের ফুলে।
মুহাম্মদ Yunus এর আহ্বান শুনে,
সত্যের পথ ধরি, একতার গুণে।
.
একতার শপথ নিলাম আজ,
সব দল, সব পথ, একটাই কাজ।
বাংলার মাটিতে, ঐক্যের তলে,
জয় হবে আমাদের, সব বিভেদ ভুলে।
.
সকল আঘাতের পরও দাঁড়াই শক্তি হয়ে,
বাংলাদেশের গল্প লিখি, একতার মালা গেঁথে।
আকাশে উড়ুক পতাকা, রক্তে রাঙা,
একতার পথে এগোই, দিন বদলের অঙ্গীকার জানা।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৮
জেনারেশন৭১ বলেছেন:
জাতীয় ঐক্যের ডাক দেয়ার দরকার ছিলো সরকার গঠনের ১ম দিন; এখন দেরী হয়ে গেছে।