নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আজ সন্ধ্যায় সৌদি আরবের হাইল শহরে বেশ ঠান্ডা পড়েছে। প্রায় ৭ ডিগ্রী সেলসিয়াস। এই শীতের সন্ধ্যায় আমরা সিদ্ধান্ত নিলাম যে, আল সামরা পর্বতের উপরে উঠবো। আল-সামরা হচ্ছে শাম্মার পর্বতমালার একটি অংশ। এই আল-সামরা পর্বতেই আলো জ্বালিয়ে হাতিম আল তাই তাঁর বাসায় যারা আসতেন তাঁদেরকে পথ দেখাতেন। সেই আলো অনেক পথ হারিয়ে ফেলা পথিককেও পথ দেখিয়েছে।
আমার ছোট ভাইয়ের গাড়ি করে সন্ধ্যাবেলা পর্বতের উপরে উঠছি। বাইরে প্রচন্ড রকম ঠান্ডা হাওয়া বইছে। এর মাঝেই পর্বত কেটে তৈরী করা আঁকা-বাকা পথ পেরিয়ে উপরের দিকে চলছে গাড়ি। পর্বত শৃঙ্গে এখন এক্টী ইটালিয়ান রেস্তোরাঁ। সেখানেই যাচ্ছি আমরা।
রাস্তার দু'পাশে লাইট। বেশ খাড়া পথ। সেই পথ বেয়ে আমার ভাই যখন পর্বতের উপরে গাড়ি উঠালো, উপরের দৃশ্য দেখে প্রান জুড়িয়ে গেলো! পুরো হাইল শহর দেখা যাচ্ছে! তখন সন্ধ্যা হয় হয়! আলোয় আলোকিতো পুরো শহর!
রেস্তোরাঁটাও অসাধারন সুন্দর। আমরা ইটালিয়ান পিজ্জা-সহ আরো কিছু খাবারের অর্ডার দিলাম। ঠান্ডায় কাঁপতে কাঁপতে হঠাত দেখি গরম হাওয়ার ছোঁয়া গায়ে লাগছে। পাশে ফিরে দেখি রেস্তোরাঁর বেয়ারারা গ্যাস সিলিন্ডারের হিটারের ব্যবস্থা করেছেন। উপরে স্ট্যান্ডের উপর থেকে গরম হাওয়া পাওয়ার ব্যাবস্থা! বেশ ভালো লাগলো। সেই গরম হাওয়া গায়ে লাগাতে লাগাতে আমরা খাবারে হাত দিলাম।
১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জী, সুজন ভাই। আমার কাছে বেশ ভালো লেগেছে।
শুভেচ্ছা নিরন্তর।
২| ১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৩২
অধীতি বলেছেন: আল্লাহ আপনাকে কবুল করুন।
১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ।
সৌদি আরব ভ্রমনে খুব ভালো অভিজ্ঞতা হচ্ছে।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৩:০৩
এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার বর্ণনা ।
১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।
৪| ১৫ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৩৬
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আপনার লেখার ভাষা এবং বর্ণনাভঙ্গি খুবই চমৎকার। আপনার লেখা পড়লে মনে হয় যেন চোখের সামনে সবকিছু জীবন্ত হয়ে ওঠে। সৌদি আরব সম্পর্কে এমন সুন্দর এবং তথ্যপূর্ণ লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ।
এই ভ্রমণটা খুব এনজয় করছি। তাই হয়তো ভালো লিখতে পারছি।
শুভেচ্ছা নিরন্তর।
৫| ১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৮
রাজীব নুর বলেছেন: সৌদি আমুল বদলে গেছে!!
১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
খুব সুন্দর সুন্দর এলাকা আছে এখানে।
ধন্যবাদ নিরন্তর।
৬| ১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর ভ্রমণ বর্ননা।
আচ্ছা এই হাতেম তাঈ কি ছোট বেলায় যার অনেক গল্প পড়েছিলাম সে দানবির হাতেম তাঈ?
১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ।
জী, তিনিই। ছোটবেলা থেকে তাঁর কথা শুনে এসেছি। হাতিম তাইয়ের এলাকায় আসতে পারাটা বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা!
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৩১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেশ সুন্দর যায়গাটা।