![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
সিলেটে আমাদের স্বপ্নপুরী - কানিজ ফাতেমা জায়গীরদার শিশু - কিশোর পাঠাগারে বাচ্চাদের নিয়ে প্রায়ই প্রতিযোগিতার আয়োজন করি। এই যেমন সেদিন বাচ্চাদের বললাম যে, একজন সৎ মানুষের ছবি আঁকো। এই প্রতিযোগিতা নিয়ে একটা মজার তথ্য দেই।
২ সপ্তাহ আগে, আমাদের লাইব্রেরীর শিশুদের এই চ্যালেঞ্জটি দিয়েছিলাম। তাদেরকে বলেছিলাম যে – ‘একজন সৎ মানুষের ছবি আঁকতে হবে’। বেশ ভালোই সাড়া পড়লো। এরকম প্রতিযোগিতা সিলেটে আগে হয় নাই!
তারপরে, বললাম, নিজেদের আঁকা ছবির ক্যানভাসের পিছনে লেখো – কি এঁকেছো। সবশেষে বললাম – যা এঁকেছো, আর লিখেছো, তা মুখে প্রেজেন্টেশন করো!
আমরা জাজরা ছবিগুলো দেখে বুঝতে পারলাম , শিশুরা কেউ এঁকেছে নিজেদের টিচারের ছবি, কেউবা, কাজী নজরুল ইসলামের ছবি। আবার কেউবা গরমে রোঁদে ভেজা পিঁয়াজ বিক্রেতা বা অন্ধলোককে রাস্তা পারাপারকারীকে!
কিন্তু, কেউই তাদের পিতা-মাতাকে আঁকলো না!!! অদ্ভুত না?!!!
যাহোক, আমরা ছবি বাছাই করে সিদ্ধান্ত নিলাম সবাইকেই পুরস্কার দিবো। ৩য় যারা হলো, তারা লাইব্রেরী থেকে নিজের ইচ্ছা মতো ২টি করে বই বাছাই করে নিয়ে আসলো। ২য় যারা হলো, তারা ৫টি করে বই বাছাই করলো।
আর ১ম যে মেয়েটি হলো, সে পেলো, যত ইচ্ছা তত বই নেওয়ার সুযোগ!
সব শেষে, তাদের একাংশের সাথে ছবি তোলার পালা! আমাদের কোওর্ডিনেটর ক্লিক করতে ভুললো না!
এবারে বড় আকারে প্রতিযোগিতাটি আয়োজনের পালা!!!
©somewhere in net ltd.