|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সত্যপথিক শাইয়্যান
সত্যপথিক শাইয়্যান
	আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
ব্লগের প্রিয় ছোট ভাই-বোনেরা,
আমি আজ এমন এক মহান সত্ত্বার সাথে আপনাদের বন্ধুত্ব করার কথা বলবো, যিনি আপনার সাথে বন্ধুত্ব করার জন্যে হাত বাড়িয়ে  রয়েছেন। আপনার কাছের বন্ধু, আপনার পরিবার, এমনকি আপনার পিতা-মাতারা যখন আপনার উপর থেকে আশা ছেড়ে দেন, কিন্তু, তিনি তখন আপনার অপেক্ষায় থাকেন - আপনার ডাকে সাড়া দেওয়ার জন্যে! 
তিনি তো তাদের প্রেমিক যাদেরকে অন্য কেউ ভালোবাসে না! 
তিনি তো তাদের সাথী যাদের অন্য কোন সঙ্গী নেই! 
তিনি সব সমসময়ই আপনাদের কাছ থেকে আপনার মনের কথা শোনার অপেক্ষায় রয়েছেন! তাঁর বাড়িয়ে দেওয়া হাতটা ধরুন, হে বন্ধুরা। তাঁর সাথে সম্পর্ক তৈরী করুন! তাঁর সাথে কথা বলুন - যত ইচ্ছা! যখনই আপনার হাতে একটু সময় থাকবে, পৃথিবীর যেখানেই থাকুন না কেন, তাঁর কাছে আপনার মনের কথা খুলে বলুন - হৃদয়কে খালি করে!
আপনার আর তাঁর এই সম্পর্ক তৈরির মাঝে কোন দেয়াল নেই, কোন বাঁধা নেই! 
কারণ, তিনি আমাদের খোদা - সর্বশক্তিমান আল্লাহ্! 
 ১৪ টি
    	১৪ টি    	 +০/-০
    	+০/-০  ২৯ শে মে, ২০২৫  রাত ৯:০৫
২৯ শে মে, ২০২৫  রাত ৯:০৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
গাজার ও মিয়ানমারের রোহিঙ্গাদের সাথে খোদার যোগাযোগ নেই, এমন কোন আলামত আপনি পেয়েছেন কি? 
পাইলে জানান। 
ধন্যবাদ। 
  ২৯ শে মে, ২০২৫  রাত ৯:০৬
২৯ শে মে, ২০২৫  রাত ৯:০৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আমি রবোটিক এবং আলুর সাথে সাথে পটলের আইডিয়া নিয়াও কাজ করতে পারি, আপনি চাইলে।  
 
ধন্যবাদ।
২|  ২৯ শে মে, ২০২৫  রাত ১০:১৪
২৯ শে মে, ২০২৫  রাত ১০:১৪
ফেনিক্স বলেছেন: 
আপনি বলেছেন, "গাজার ও মিয়ানমারের রোহিঙ্গাদের সাথে খোদার যোগাযোগ নেই, এমন কোন আলামত আপনি পেয়েছেন কি? 
পাইলে জানান। " 
-১৬ লাখ রোহিংগার জীবন রক্ষা করেছে বাংগালী জাতি।
৫০ হাজার গাজার শিশুকে আল্লাহ রক্ষা করতে পারেনি।
আপনার সব আইডিয়াগুলো হচ্ছে গার্বেজ।
  ২৯ শে মে, ২০২৫  রাত ১১:২৩
২৯ শে মে, ২০২৫  রাত ১১:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
গাজার শিশুদের রক্ষা করতে অনেকে যুদ্ধ করতে গিয়েছেন বলে শুনেছি। 
আপনি এখনো ব্লগে পড়ে রয়েছেন? যুদ্ধ এখানে করছেন?
  ২৯ শে মে, ২০২৫  রাত ১১:২৬
২৯ শে মে, ২০২৫  রাত ১১:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
ফেনিক্স বলেছেন: আপনার সব আইডিয়াগুলো হচ্ছে গার্বেজ।
আপনি আমার আইডিয়া পড়ছেন!!! ওগুলো গার্বেজ টুকানেওয়ালাদের জন্যেই!  
৩|  ৩০ শে মে, ২০২৫  সকাল ৯:২৩
৩০ শে মে, ২০২৫  সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: পড়লাম। 
ধন্যবাদ। ভালো থাকুন।
  ৩০ শে মে, ২০২৫  রাত ৮:১৮
৩০ শে মে, ২০২৫  রাত ৮:১৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আপনাকেও ধন্যবাদ। 
শুভেচ্ছা নিরন্তর।
৪|  ৩০ শে মে, ২০২৫  রাত ৯:১৪
৩০ শে মে, ২০২৫  রাত ৯:১৪
নতুন বলেছেন: আমি আজ এমন এক মহান সত্ত্বার সাথে আপনাদের বন্ধুত্ব করার কথা বলবো, যিনি আপনার সাথে বন্ধুত্ব করার জন্যে হাত বাড়িয়ে রয়েছেন। আপনার কাছের বন্ধু, আপনার পরিবার, এমনকি আপনার পিতা-মাতারা যখন আপনার উপর থেকে আশা ছেড়ে দেন, কিন্তু, তিনি তখন আপনার অপেক্ষায় থাকেন - আপনার ডাকে সাড়া দেওয়ার জন্যে! 
তিনি তো তাদের প্রেমিক যাদেরকে অন্য কেউ ভালোবাসে না!
তিনি তো তাদের সাথী যাদের অন্য কোন সঙ্গী নেই! 
তিনি সব সমসময়ই আপনাদের কাছ থেকে আপনার মনের কথা শোনার অপেক্ষায় রয়েছেন! তাঁর বাড়িয়ে দেওয়া হাতটা ধরুন, হে বন্ধুরা। তাঁর সাথে সম্পর্ক তৈরী করুন! তাঁর সাথে কথা বলুন - যত ইচ্ছা! যখনই আপনার হাতে একটু সময় থাকবে, পৃথিবীর যেখানেই থাকুন না কেন, তাঁর কাছে আপনার মনের কথা খুলে বলুন - হৃদয়কে খালি করে!
আপনার আর তাঁর এই সম্পর্ক তৈরির মাঝে কোন দেয়াল নেই, কোন বাঁধা নেই! 
আপনার এই বন্ধু গাজায় এই পযন্ত এক লক্ষের উপরে মানুষ মারা গেছে সেটা দেখেছে। তাদের মাঝে বেশির ভাগই নারী শিশু। 
প্রতিদিন ১৩০০০ এর মতন ৫ বছরের নিচের শিশু মারা যায় দুনিয়াতে। বছরে সংখ্যাটা প্রায় ৫ লক্ষ। 
এই বন্ধু সব দেখে, বন্ধু দেখে যে একটা বাচ্চা পানির দিকে যাচ্ছে। আশে পাশে কেউ নাই। কিন্তু সে ফেরেস্তা পাঠায় না ঐ শিশুটিকে বাচাতে।   
  
  ৩১ শে মে, ২০২৫  রাত ১২:৪২
৩১ শে মে, ২০২৫  রাত ১২:৪২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আমি মনে করি, এই বন্ধুর বন্ধুরা ঠিক মতো শিশুদের রক্ষায় কাজ করতে পারছেন না। কোন একটা গোলমাল আছে। 
ধন্যবাদ।
৫|  ৩১ শে মে, ২০২৫  সকাল ১১:৪০
৩১ শে মে, ২০২৫  সকাল ১১:৪০
নতুন বলেছেন: আমি মনে করি, এই বন্ধুর বন্ধুরা ঠিক মতো শিশুদের রক্ষায় কাজ করতে পারছেন না। কোন একটা গোলমাল আছে।ধন্যবাদ। 
অবশ্যই গোলমাল আছে। সৃস্টিকর্তার আইডিয়াতেই গোলমাল। 
সৃস্টিকর্তা যে কুন বললেই হয়ে যায়। সে দেখে একটা ২-৪ বছরের একটা শিশু পুকুরের দিকে একা যাচ্ছে, পানিতে পড়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে কিন্তু সে ফেরেস্তাদের তাকে উদ্ধারে পাঠায় না। এমন র্মমান্তিক কিছু হতে পারেনা। 
একটা মানুষের সামনে একটা শিশুর মৃত্যু হতে দেবে না, সে চেস্টা করবেই কিভাবে শিশুটিকে বাচানো যায়, নিজের জীবনের ঝুকি নিয়ে শিশুকে উদ্ধার করতে গিয়ে অনেক মানুষ মারাও যায়। 
কিন্তু এই মহাবিশ্বের সৃস্টিকর্ত যে সব দেখে, সব শোনে, কুন বললেই সব হয়ে যায়, সে দেখে একটা ২-৪ বছরের শিশু কস্ট পেয়ে মারা যাচ্ছে কিন্তু কিছুই করছে না??????????????????????????? 
কারন কি????? 
কারন হইলো, এই পৃথিবিতে সৃস্টিকর্তা বলে কেউ কোন কিছুতে হস্থক্ষেপ করেনা। 
তাই সৃস্টকর্তা দুনিয়াতে এই করে সেই করে এটা একটা ভ্রান্ত ধারনা ধামিকদের মাঝে আছে।
  ০৫ ই জুন, ২০২৫  ভোর ৬:১৯
০৫ ই জুন, ২০২৫  ভোর ৬:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আমরা সৃষ্টিকর্তার হয়ে ভাবতে পারি কি? 
ধন্যবাদ।
৬|  ০২ রা জুন, ২০২৫  বিকাল ৩:৩০
০২ রা জুন, ২০২৫  বিকাল ৩:৩০
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
  ০৫ ই জুন, ২০২৫  ভোর ৬:১৯
০৫ ই জুন, ২০২৫  ভোর ৬:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০২৫  রাত ৮:৫৮
২৯ শে মে, ২০২৫  রাত ৮:৫৮
ফেনিক্স বলেছেন:
আপনার আইডিয়াগুলো বিরাট বিরাট।
গাজার শিশুরা যখন বোমায় টুকরো টুকরো হচ্ছিলো, ঈ বিশাল বন্ধু কি মিসাইলের ভয়ে পালিয়েছিলো?
আপনার রোবোটিক ব্যবসা ও আলু ব্যবসা থেকে অনেক ব্লগার কয়েক মিলিয়ন ডলার আয় করেছেন।