![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
একটা কুকুরের দিকে তাকিয়ে আছি অনেকক্ষণ ধরে। কুকুরটা রাস্তার কোণে দাঁড়িয়ে আছে। পাশ দিয়ে মানুষজন হেঁটে চলে যাচ্ছে। কোন ভ্রুক্ষেপ নেই। মাথা একবার ডান দিকে ঘোরায়, আবার বাম দিকে। একবার সামনে রাস্তার ওপারেও চেয়ে দেখলো। হঠাৎ একটা প্রশ্ন জাগলো মনে। এই যে সে তাকিয়ে তাকিয়ে মানুষ দেখছে, তার মনে কি কোন ভাবোদয় হয়? ন্যাশনাল জিওগ্রাফিতে কুকুরের মনোস্তত্ব বা জীবন নিয়ে কোন এপিসোড দেখেছি বলে মনে পড়ে না।
কুকুরটা কি আজ সকালে কিছু খেয়েছে? তার কপালে কি জুটেছে আজ? রাস্তার পাশের কোন ডাস্টবিনে হয়তো মানুষের ফেলে দেওয়া পাউরুটির বাইরের অংশ তার অপেক্ষায় ছিলো। আমার ছোট ভাই পাউরুটির বাইরের অংশ ফেলে দেয়।
এই রকম শত মানুষের ফেলে দেওয়া পাঊরুটির অংশ হয়তো কুকুরের ভাগ্যে জোটে প্রতিদিন। সকালবেলা কোন রেস্টুরেন্টের আশে-পাশে গিয়ে থাকলে মানুষের ফেলে দেওয়া নেহারীর হাড্ডিও জুটতে পারে। আহা, নেহারী! অনেক দিন খাওয়া হয়নি! বাসার বাবুর্চিকে বলে দিলে সে হয়তো বানিয়ে নিতো। দিবো নাকি নেহারী'র অর্ডার? নাহ, থাক। আজ বেশি দেরী হয়ে গেছে। একটু আগেই মাত্র বেশ করে হালিম খেয়েছি।
একটু আনমনা হয়ে গিয়েছিলাম। আবারো, জানালার বাইরে দিয়ে তাকালাম। ইচ্ছে ছিলো কুকুরের পেটের দিকে তাকিয়ে আন্দাজ করা আজ সকালে সে খেয়েছে কি খায়নি। ব্যাটাকে আগের জায়গায় দেখতে পেলাম না। নিশ্চয় রাস্তা পার হয়ে অপরদিকে কোন অজানা পথে হেঁটে চলে গেছে।
আজ দুপুরের ঘুম ভাঙতে ভাঙতে সন্ধ্যা হয়ে গিয়েছিলো। আমার স্টাডি রুমের বড় জানালা দিয়ে রাস্তা দেখতে পাওয়া যায়। আমাদের বিল্ডিংটার পাশেই একটা বিরাট মাঠ। মাঠ আর বিল্ডিঙ্গের মাঝে একটা রাস্তা। সেই রাস্তার দু'পাশে ফুটপাত। ঐ ফুটপাথের মাথাতেই দাঁড়িয়ে থাকা কুকুরটাকে এতোক্ষণ ধরে পর্যবেক্ষণ করছিলাম।
২০ শে জুন, ২০২৫ রাত ১০:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি এসব কোন কোম্পানীর সাথে নেই!!!
ধন্যবাদ।
২| ২০ শে জুন, ২০২৫ রাত ১০:১৬
এইচ এন নার্গিস বলেছেন: আমাদের দেশে কুকুরের আবাস্থার শেষ নাই। মানুষই মানুষ হিসেবে গণ্য হয় না। রাস্তায় রাস্তায় কত অনাথ ঘুরে বেড়ায় ।
২০ শে জুন, ২০২৫ রাত ১০:৫৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
যেসব মানুষ কুকুরদের লক্ষ্য রাখে, তাদেরই খাদ্যের যোগান নাই, তাই, কুকুর খাদ্য পাবে কোথা থেকে!!!
ধন্যবাদ,
৩| ২০ শে জুন, ২০২৫ রাত ১০:৪৩
ফারমার২ বলেছেন:
আপনি তো নিশ্চয় পশুপাখীদের ভাষা বুঝেন!
২০ শে জুন, ২০২৫ রাত ১১:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ব্লগে একসময়ে অনেক পশুপাখীর কলকাকলি ছিলো। তাদের কথা বলছেন?
হ্যাঁ!!! তাদের ভাষা বুঝতাম!!! তাদের ভাষাতেই উত্তর দিতাম!!!!
এখন সেরকম আর পারি না!!!! মানুষ হয়ে গেছি তো!!!
৪| ২০ শে জুন, ২০২৫ রাত ১১:১২
ফারমার২ বলেছেন:
এখন মানুষ হয়ে গেছেন? আগের কিছু মনে আছে, কি ছিলেন?
২০ শে জুন, ২০২৫ রাত ১১:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ব্লগের পশু-পাখীদের সাথে কথা বলতে যা হওয়া লাগতো, তা-ই হতাম!!!
অনেকটা মেনিম্যালের মতো!!!!
ধন্যবাদ।
৫| ২১ শে জুন, ২০২৫ রাত ১:১৭
আঁধারের যুবরাজ বলেছেন: আপনার কুকুরের গল্প পড়ে মধ্যপ্রাচ্যের সেই এক বিশেষ পাগলা কুকুরটার কথা মনে পড়ে গেল—যে চারপাশে যাকে পায়, তাকেই কামড়ে বেড়ায়। আর এখন নিজেই মাথায় মুগুর খেয়ে কু কু করে ফিরছে, বাবার কাছে দৌড়ে গিয়ে সাহায্যের জন্য হাঁকডাক করছে!
২১ শে জুন, ২০২৫ দুপুর ১:১৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মানুষ তার বদগুণের কারণে অনেক সময়ে পশুরও অধম হয়ে যায়।
৬| ২১ শে জুন, ২০২৫ সকাল ৮:৪৩
রাসেল বলেছেন: ব্লগার আঁধারের যুবরাজ কুকুরকে অপমান করেছেন, যা কোনো ক্রমেই কাম্য নয়। আমরা কুকুরের সাথে তুলনা করি, এমন প্রাণী এই ব্লগেও আছে।
মানুষ সৃষ্টির সেরা জীব, তবে তার আচরণের কারণে নিকৃষ্ট জীবে পরিণত হয়।
২১ শে জুন, ২০২৫ দুপুর ১:১৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমিও তা-ই মনে করি।
৭| ২১ শে জুন, ২০২৫ সকাল ৯:৪৬
শায়মা বলেছেন: প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে প্রভু নীরজনে .....
আমার ছোটবেলায় এই গান গাইবার সময় আমি ভাবতাম আমরা পুতুল সব ছোট ছোট আর সৃষ্টিকর্তা অনেক বড় একজন আকাশের সমান আর তিনি আমাদেরকে নিয়ে খেলা করছেন ....
পৃথিবীটাকে ভাবতাম তার কাছে এক জুতার বাক্স..... যেমন আমি আমার জুতার বাক্সে আমার কাপড়ের পুতুলগুলি নিয়ে খেলি...
যাইহোক রাস্তার কুকুরদের কিন্তু জঙ্গলের জীবজন্তুদের চাইতেও বেশি কষ্ট। তাদের কারো কারো হাড় জিরজিরে শরীর দেখলে আসলেও কিন্তু কষ্ট লাগে। পেট লাভার যারা বা যাদের বাড়িতে পোষা প্রাণী থাকে তারা মনে হয় বুঝবে এই কষ্টটা.....
২১ শে জুন, ২০২৫ দুপুর ১:১৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
গানটা আমার খুব প্রিয়। অত্যন্ত কঠিন। আমি অনেকবার গাওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকবার গলা ভেঙ্গে গিয়েছে।
আমার যখন খুব উদাসীন লাগে, তখন এই গানটা শুনি। মনটা তখন শান্ত হয়ে যায়।
শুভেচ্ছা নিরন্তর।
৮| ২১ শে জুন, ২০২৫ সকাল ১১:৩৫
রাজীব নুর বলেছেন: কুকুর বিড়াল আমি পছন্দ করি না। তাই বলে তাদের বিনাশ চাই না।
২১ শে জুন, ২০২৫ দুপুর ১:১৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বিনাশ না চাওয়ার জন্যে ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০২৫ রাত ৯:৫৫
ফারমার২ বলেছেন:
আপনি এখন কোন দলে আছেন: এনসিপি, হিজবুত, জামাত-শিবির, আওয়ামী লীগ, বিএনপি?