![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
জানা মতে, ঢাকায় প্রায় ৩০,০০০ CNG ভেহিকেল আছে। বাংলাদেশের CNG ড্রাইভারদের মাঝে যারা স্মার্টফোন বা রাইডিং এপ ব্যবহার করেন না, তাদের মাসিক আয় গড়ে ৪০-৫০ হাজার টাকা।
অন্যদিকে, যেসব ড্রাইভার ‘উবার’, 'পাঠাও' বা ’ও ভাই’-এর মতো কোম্পানীর সাথে যুক্ত, তাদের শুধু রাইডিং এপ থেকেই আয় ৬০-৭০ হাজার টাকা!
কিন্তু, যেসব ড্রাইভাররা মোবাইলফোন এপ ব্যবহার করেন না, তাদের সাথে কথা বলে জানা গিয়েছে – তারা মোবাইল এপ চালানো জানেন না বলেই রাইডিং কোম্পানীগুলোর সাথে যুক্ত হচ্ছেন না। আর, এর পিছনে আরেকটি মূল কারণ হচ্ছে – ইংরেজি জ্ঞান না থাকা।
সমাধানঃ-
শুধু CNG ড্রাইভারদের জন্যে একটি ‘অফ টাইম টেক স্কুল’ খোলা যায় যেখানে মোবাইল এপ চালনার সাথে সাথে চলার মতো ইংরেজি জ্ঞান শিক্ষা দেওয়া হবে।
পরিবর্তনঃ
যদি ১০,০০০ CNG ড্রাইভারকে এই স্কুলে ট্রেইনিং দেওয়া যায় আর যদি তাদের মাসিক আয় আগের চেয়ে ১০,০০০ করেও বাড়ানো যায়, তাহলে, মোট বছরে ৬০০ কোটি টাকা অতিরিক্ত এই খাত থেকে আমাদের অর্থনীতিতে যোগ হতে পারে।
স্কুলের আয়ঃ
প্রত্যেক CNG ড্রাইভার থেকে যদি ৫০০ টাকা করে ট্রেইনিং ফিস নেওয়া হয়, তাহলে, ১০ হাজার CNG ড্রাইভার থেকে শুধু ঢাকাতেই ৫০ লক্ষ টাকা আয় হতে পারে।
যারা এই প্রজেক্টে ফান্ডিং করতে পারেনঃ
১) মোবাইলফোন কোম্পানি
২) রাইডিং কোম্পানী
৩) ব্যাংকের সি,এস,আর ফান্ড
২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি দেশের অর্থনীতির কথা ভেবেছি।
সি,এন,জি ড্রাইভারদের একটি সিস্টেমের মধ্যে আনতে পারলে দেশের সামগ্রিক আয় কিছুটা হলেও বেড়ে যাবে। যখন এপের মাধ্যমে তারা আয় করবেন, তাদের আয়ের হিসাব থাকবে। তারা আর ডার্ক ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারবেন না।
আর, বেকারদের কর্মসংস্থানে কি করা যায় তা নিয়ে আমি আগে একবার আইডিয়া দিয়েছি। সামুতেই। আমার পুরনো পোস্ট ঘাটলে পাবেন।
ধন্যবাদ।
২| ২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৫৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ড্রাইভারদের আগে দরকার মানসিকতার পরিবর্তন।
২৫ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এজন্যে কাউন্সেলিং প্রয়োজন।
ধন্যবাদ নিরন্তর।
৩| ২৪ শে জুলাই, ২০২৫ রাত ৮:৩৮
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি TED-TALK এ যাচ্ছেন কখন?
২৫ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি একজন অর্গানাইজার, স্পিকার নই!!!
শুভেচ্ছা নিরন্তর।
৪| ২৬ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: দারুন আইডিয়া।
২৭ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, রাজীব ভাই।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: আপনি সিএনজি ওয়ালাদের ইনকাম বাড়ানো নিয়ে এত না ভেবে এটা ভাবেন কিভাবে বেকার এডুকেটেড তরুণদের ইনকামের পথ দেখানো যায়। একজন সিএনজি ওয়ালা প্রথম শ্রেণির কর্মকর্তা থেকে বেশি কামায় । মাসে ৪০/৫০ হাজার টাকায় তার ভালো ভাবে চলে যাওয়ার কথা । এরা বেশিরভাগ থাকে সাবলেট বাসায় ।
একজন তরুণ এডুকেটেড বেকার উপায় না দেখে ১০/১৫ হাজার টাকার চাকুরি করে । তার আয় কিভাবে বাড়াবেন ?