![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
কখনো ঈগলের দিকে লক্ষ্য করে দেখেছেন কি? কিভাবেই না ঈগল মা তার ছানাদের একে একে বাসা থেকে ধাক্কা দিয়ে শুন্যে ভাসিয়ে দেয়, মৃত্যু ঝুঁকি থাকা সত্তেও!
.
তার মনে তখন সন্দেহের দোলা- ''পারবে তো তার ছানাগুলো বাতাসে ভাসতে?'' সব সন্দেহ ঝেড়ে ফেলে নিজের মায়ের কাছ থেকে ছোটবেলায় শেখা শিক্ষাগুলো কাজে লাগায় সে। নিজ মাথা দিয়ে ঠেলে বাতাসে ভাসিয়ে দেয় ছানাদের। মা হিসেবে এটাই হয়তো তার সর্বোচ্চ উপহার।
.
অন্যদিকে, বাচ্চাগুলোর মনের অবস্থা চিন্তা করে দেখুন। যে জন্মদাত্রী মা মুখে তুলে এতোদিন খাইয়েছে, সেই মা-ই তাদেরকে উঁচু বাসা থেকে এভাবে ঠেলে ফেলে দিচ্ছে! নিচে কঠিন জমি। সেখানে পড়লে নির্ঘাত মারা যাবে। মনটা ভেঙ্গে চুরমার হয়ে যায় তাদের।
.
মায়ের কাছ থেকে একে একে ধাক্কা খেয়ে পড়ে যাওয়া বাচ্চাগুলো প্রথমে বুঝতে পারে না কি করবে। নিরেট পাথরের মতো পড়ে যেতে থাকে মাটির দিকে যেখানে মৃত্যু অপেক্ষা করছে. বাঁচার আপ্রাণ চেষ্টায় শূণ্যে কখনো চরকির মতো পাক খেতে থাকে তাদের দেহ, আবার কখনো ডান বা বামে কাত হয়ে ডান ঝাপ্টিয়ে চেষ্টা করতে থাকে বাঁচার। তাদের #ডানাগুলো প্রবল বাতাসের ধাক্কায় কুলিয়ে উঠতে পারে না।
.
মাটি আর মাত্র কয়েক গজ দূর। এ সময় তাদের বেঁচে থাকার প্রবল চেষ্টা নিজেদের মাঝে থাকা সহজাত প্রবৃত্তি থেকে বের করে আনে কিভাবে বাতাসে ভেসে থাকতে হয় সেই শিক্ষা।
.
ঈগল ছানা বাতাসে ডানা মেলে পরিপূর্ণ ভাবে। বেঁচে থাকার আনন্দে পাহাড়ী প্রান্ত জুড়ে তার উল্লাসের ধ্বনি ছড়িয়ে পড়ে- 'চিহহহহহ!'
.
আকাশে ডানা মেলে নতুন এক শিকারী!
২৫ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এই লেখাটি আমি কয়েক বছর আগে সামুতে লিখেছিলাম। আজ আবার পোস্ট করলাম।
প্রাথমিক আইডিয়াটা এসেছিলো একটি ইংরেজি বই থেকে। এরপরে, আমি নিজের মতো করে তথ্য সংগ্রহ করে লিখেছি।
ধন্যবাদ নিরন্তর।
২| ২৬ শে জুলাই, ২০২৫ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:০১
গেঁয়ো ভূত বলেছেন: গল্পটি বেশ শিক্ষণীয়। তবে এটা আপনার মৌলিক লিখা কিংবা কোথা থেকে সংগৃহিত সেটা উল্লেখ করলে ভালো হতো।