![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
শাইয়্যান ছিল এক বুদ্ধিমান, মেধাবী ছেলে। কিন্তু তার একটি খারাপ অভ্যাস ছিল—সে প্রায়ই বন্ধুদের পেছনে পরচর্চা করত। স্কুলে গিয়ে কার কী ভুল, কে কী করল না করল—এসব নিয়ে সে খুব উৎসাহের সঙ্গে আলোচনা করত। বন্ধুরা কিছু না বললেও, সে বুঝত না যে এই অভ্যাস তাকে একা করে দিচ্ছে।
একদিন সে দেখল অদ্ভুত এক ছায়া,
তার সাথেই চলে আসে, থাকে সব জায়গায়।
জিজ্ঞেস করল, “তুই কে হে অচেনা?”
ছায়া বলল, “আমি তোর কথা-হে কানা!”
সে যেদিকেই যায়, ছায়াটাও ঠিক তার সঙ্গে থাকে। অবাক হয়ে ছায়াটিকে জিজ্ঞেস করল, “তুই কে?” ছায়া মুচকি হেসে উত্তর দিল, “আমি তোর কথা-বোকা কানা, তুই যত বেশি অন্যের দোষ বলিস, আমি তত বড় হই, তোর মনকে দখল করে ফেলি।”
শাইয়্যান ভীষণ ভয় পেল। সে বুঝতে পারল, এই ছায়া আসলে তার মনের ভেতরের নেতিবাচক দিকের প্রতিফলন। তখন সে সিদ্ধান্ত নিল, আর কারও পেছনে কথা বলবে না, বরং নিজের উন্নতিতে মনোযোগ দেবে।
শাইয়্যান ভয় পেয়ে চুপ করে গেল,
আর পরদিনই নতুন এক প্রতিজ্ঞা নিল।
সে বলল, “আজ থেকে বলব না মন্দ,
নিজেকে গড়ব, হব সদাচরণে উন্নত।”
রপর থেকে শাইয়্যান বই পড়ত, গান শিখত, নতুন কিছু জানার চেষ্টা করত। তার খালি সময়গুলো ভালো কাজে ভরে উঠল। সে আর কারো সমালোচনা করত না, বরং বন্ধুদের উৎসাহ দিত।
বন্ধুরা বলল, “শাইয়্যান বদলে গেছে রে!”
সে হাসল, “ভালো থাকা শিখেছি নিজের তরে।”
১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ৭:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
শাইয়্যান বরাবই ভদ্র ছেলে! অথচ ব্লগে কেউ তাঁকে চিনতে পারলো না!!!
শুভেচ্ছা নিরন্তর।
২| ১৬ ই আগস্ট, ২০২৫ রাত ২:০৩
রূপক বিধৌত সাধু বলেছেন: নিজেরে নিয়ে থাকাই ভালো, পরচর্চা ভালো না।
১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ৭:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
যে পরচর্চা পরনিন্দায় নিয়ে যায়, তা এভয়েড করা উত্তম।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০২৫ রাত ১:৩৮
কামাল১৮ বলেছেন: ভালো উপলব্ধি।