![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
ঢাকায় আজ বিকাল বেজে ৫টা ১০ মিনিট। স্নিগ্ধ একটা পরিবেশ। আর এক ঘণ্টা পরে শহরে সন্ধ্যা নামবে। আকাশে লালচে সূর্যটা এখনো আলো বিলিয়ে যাচ্ছে। চারদিকের আলোকিত এই পরিবেশে ঘরের অন্ধকারময় পরিবেশ তেমন একটা জেঁকে বসতে পারছে না!
জানালা দিয়ে বাইরে তাকালে কেমন যেন এক আদি ভৌতিক আবেশ মনে চেপে ধরতে চায়। মনে হয়, যেন কোন এক ভীনগ্রহে বাস করছি! হয়তো হঠাৎ করেই কোন তিন মাথা আর বাইশটা হাত-পা-ওয়ালা এলিয়েন ফেরিওয়ালা চোখের সামনে ভুস করে ভেসে উঠে বলবে, 'এ চা গরম! মামু, এক কাপ লাগামু?'
সত্যি, চা-এর খুবই তেষ্টা পেয়েছে সেই কখন থেকে. অথচ, বানিয়ে দেওয়ার কেউ পাশে নেই...যা করার সব নিজেকেই করতে হবে। কেন জানিনা, ঘুমন্ত বিবিজানকে জাগিয়ে চা করতে বলতে ইচ্ছে করছে না। বিবিজান এই সময়ে জাগ্রত থাকলে, পড়া-শোনা আর লেখালেখি করতে করতে চা খেতে ইচ্ছে হলে বলা যেতো, ''এই, এক কাপ চা করে দাওনা, প্লিজ?'' হয়তো তখন তিনি চা-এর কাপ নিয়ে হাজির হয়ে মুখ ঝামটে বলতেন, ''চা-টাও নিজে করে খেতে পারো না! তুমি যে কি না!''
নাহ! জীবনটা পুরোই কেরোসিন!
১৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:৪০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পুরাই!
ঠাকুরমাহমুদ ভাইকে ভয় দেখাচ্ছেন কেন?
ধন্যবাদ।
২| ১৭ ই আগস্ট, ২০২৫ রাত ৮:২৬
শায়মা বলেছেন: ভাইয়া চা অবশ্য তোমার নিজেই বানানো উচিৎ! একদম সোজা। মাইক্রো ওভেনেও পানি গরম করে নিতে পারো তারপর টি ব্যাগ!
চিনি দাও, গুড় দাও, মধু দাও, আদা রসুন জিরা ধনে যা খুশি তাই দিয়ে দাও!
শুধু আলসামী ঝেড়ে ওঠো!!!!!!
১৭ ই আগস্ট, ২০২৫ রাত ১০:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ঠিক আছে, ট্রাই করবো!
কিন্তু, আমার বিবিজানের হাতের চা অপূর্ব!!!
চা ১ ঘণ্টা জ্বালা দিয়ে ঘটাং ঘটাং করে যখন চামচের বাড়ি মেরে ঘুরিয়ে চায়ের সাথে একটু কফি মিক্স করেন!!!! কি বলবো!!! বেস্ট!!!
শুভেচ্ছা নিরন্তর।
৩| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: চা বানানোর ঝামেলায় যাবেন না ভাই।
খুটখাট শব্দ হবে ভাবীর ঘুম ভেঙ্গে যাবে। এরচেয়ে ভালো বাইরে গিয়ে চা খেয়ে আসুন।
২৩ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভালো বুদ্ধি দিয়েছিলেন। কিন্তু, বাইরে বৃষ্টি।
ধন্যবাদ নিরন্তর।
৪| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:২৮
বিজন রয় বলেছেন: আরে ভাই চা পান করার দরকার কি?
এই তো আমি চা'হীন, আছি ঝামেলা মুক্ত।
২৩ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার দিনে ২ বেলা চা লাগে।
ধন্যবাদ।
৫| ২০ শে আগস্ট, ২০২৫ রাত ১০:১৯
খায়রুল আহসান বলেছেন: ভাগ্যিস, চা ও কফিটা নিজেই বানিয়ে নিতে পারি!
২৩ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:০০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমিও পারি। কিন্তু, আমার চেয়ে আমার বিবিজান ভালো চা বানান। আমি তার ফ্যান।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:২৯
[email protected] বলেছেন: