নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে ইলেকট্রিক বাইকের দাম অত্যধিক কেন?

২৩ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৪০

কথা হচ্ছিলো সিলেটের একজন নামকরা মোটরসাইকেল ট্রেডারের সাথে। তিনি আক্ষেপ করে বলছেন, ইলেকট্রিক বাইক দোকানে তোলার পরে প্রায় ৩ মাস চলে গিয়েছে। অথচ, একটাও বিক্রি হয় নাই। বাড়ি বাড়ি মার্কেটিং করেও লাভ হচ্ছে না। আমি জিজ্ঞাসা করলাম, দাম কত বাইকের? তিনি বললেন প্রায় ১ লক্ষ ১০ হাজার টাকা!

ইলেকট্রিক বাইকের এতো দাম! আমি একটু চীনে খোজ লাগালাম। জানতে পারলাম, একটি ৪৮ ওয়াটের ইলেকট্রিক বাইকের 'ফ্রি অন বোর্ড' মূল্য সেই দেশে মাত্র ৬৮ মার্কিন ডলার থেকে শুরু করে ২৫০ ডলার পর্যন্ত। অর্থাৎ, একেকটি বাইক বাংলাদেশের টাকায় ৮৫০০ থেকে শুরু করে ৩০,০০০ হাজার টাকা করে পড়ে।

বাংলাদেশে ইলেকট্রিক বাইকের আমদানী টাক্স প্রায় ৩৫%। এভাবে, বাংলাদেশ পর্যন্ত আসতে যদি ডাবল দামও হয়ে যায়, তবু, একটি ইলেকট্রিক বাইকের সর্বনিম্ন মূল্য (আমদানি খরচসহ) ১৭,০০০ টাকা, এবং সর্বোচ্চ ৬০,০০০ টাকার বেশি হওয়ার কথা নয়।

হিসাব কষে দেখলাম, একেকটি বাইকের পিছনে প্রায় ৬৭-১০০% পর্যন্ত মুনাফা রাখা হচ্ছে। ইলেকট্রিক বাইকের মতো পরিবেশবান্ধব একটি বাহনের জন্যে এতো দাম রাখা আমার কাছে অন্যায় বলে মনে হয়েছে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১:০০

লোকমানুষ বলেছেন: ৬৭-১০০% পর্যন্ত মুনাফা!!
আপনার হিসাবটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের অযৌক্তিক মুনাফাখোর স্বভাবের অবস্থা।
ইলেকট্রিক বাইকের এত দাম সত্যিই অযৌক্তিক। পরিবেশবান্ধব এই বাহন সাধারণ মানুষের হাতে পৌঁছাতে মুনাফার এই হার কমানো জরুরি। জরুরি এর সার্ভিস অপশন ও স্পেয়ার পার্টস পাওয়াকে সহজিকরণ করা।

ধন্যবাদ বিষয়টি তুলে ধরার জন্য।

২৪ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অতি মুনাফা চাওয়াটা ভালো কাজ নয়।

ধন্যবাদ নিরন্তর।

২| ২৪ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:২৭

বিজন রয় বলেছেন: বাংলাদেশে ইলেকট্রিক বাইকের দাম অত্যধিক কেন? ........ ইম্পোর্টারের নিকট জিজ্ঞেস করুন।

২৪ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



জিজ্ঞাসা করা প্রয়োজন। সরকারী দায়িত্ব।

ধন্যবাদ।

৩| ২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: আসলেই দাম বেশি।
আসলে বিদেশ থেকে আসা সব জিনিসের দামই বেশি।
আমাদের পাশের দেশ ভারত। ভারতের জিনিস বাংলাদেশ থেকে কিনলে ডবল দাম দিয়ে কিনতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.