|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সত্যপথিক শাইয়্যান
সত্যপথিক শাইয়্যান
	আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
 
  
তিন দিন হলো, সিলেটে আমার মায়ের নামে করা পাঠাগারটিতে ট্রেনিং দেওয়া শুরু করবো বলে মনস্থির করেছি। গত কয়েক মাস আগে, আমরা একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। সিলেটে আমাদের পাঠাগারে আসা ৩০-জন শিশুকে বলেছিলাম - 'একজন সৎ মানুষের ছবি আঁকতে'। 
কেউ এঁকেছিলো প্রচণ্ড গরমে পানি এগিয়ে দেওয়া কোন একটি মানুষকে, কেউবা এঁকেছিল রাস্তা পারাপার করতে সাহায্য করা কোন দয়ালু মানুষের ছবি, আবার কেউ ফেরিওয়ালার ছবিকে এঁকেছিল। শিশুদের একজন এমনকি কাজী নজরুল ইসলামের ছবিও এঁকেছিল! আমরা তাঁদেরকে বলেছিলাম, শুধু ছবি আঁকলেই চলবে না, তা লিখে ব্যাখ্যা করতে হবে, এবং তারপরে মুখে উপস্থাপন করতে হবে। বিপত্তিটা বাঁধে এইখানেই ! 
   
   
  
 
আঁকতে ও লিখে ব্যাখ্যা করতে পারলেও, প্রায় সবাইই মুখে উপস্থাপন করতে পারেনি সুন্দর করে। আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি, তাদেরকে ছড়া শিক্ষার মাধ্যমে মৌখিক উপস্থাপনা শিখাবো। এছাড়াও, গণিত শিক্ষার মাধ্যমে গণিত অলিম্পিয়াড ও এস্ট্রোনমি শিক্ষার মাধ্যমে এস্ট্রো- অলিম্পিয়াডের জন্যেও ট্রেনিং দিবো। সেই সাথে থাকবে সুন্দর হাতের লেখা শিক্ষার ট্রেনিং। 
  
    
  
আগামী ডিসেম্বরের মাঝে আমাদের পাঠাগারকে সিলেটের সর্বমহলে ছড়িয়ে দেওয়ার ইচ্ছা আমার।    
 
 
 ১৪ টি
    	১৪ টি    	 +১/-০
    	+১/-০  ০২ রা সেপ্টেম্বর, ২০২৫  রাত ১০:১৪
০২ রা সেপ্টেম্বর, ২০২৫  রাত ১০:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
অনেক অনেক ধন্যবাদ, আপুনি! 
শুভেচ্ছা নিরন্তর।
২|  ০২ রা সেপ্টেম্বর, ২০২৫  রাত ১১:০০
০২ রা সেপ্টেম্বর, ২০২৫  রাত ১১:০০
ইফতেখার ভূইয়া বলেছেন: লিখার প্রথমেই অনেকগুলো ছবি দেয়ার কারনে প্রথম পাতায় আপনার লিখা অনেকটা জায়গা দখল করে আছে। প্রথমে একটা ছবি দিয়ে কিছু লিখুন তারপর বাকি ছবিগুলো দিলে এই সমস্যা হবে না। এ ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যাবদ।
  ০২ রা সেপ্টেম্বর, ২০২৫  রাত ১১:০৫
০২ রা সেপ্টেম্বর, ২০২৫  রাত ১১:০৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
ব্যাপারটা দেখে আমিও হতবাক! অনেক কষ্টে ঠিক করে দিয়েছি। 
ফ্ল্যাগ প্রদর্শনের জন্যে ধন্যবাদ নিরন্তর।
৩|  ০২ রা সেপ্টেম্বর, ২০২৫  রাত ১১:১৩
০২ রা সেপ্টেম্বর, ২০২৫  রাত ১১:১৩
ইফতেখার ভূইয়া বলেছেন: অতি দ্রুত পদক্ষেপ নিয়ে পোস্টটি পরিমার্জিত আকারে প্রকাশের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন।
  ০২ রা সেপ্টেম্বর, ২০২৫  রাত ১১:২০
০২ রা সেপ্টেম্বর, ২০২৫  রাত ১১:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আপনাকেও ধন্যবাদ নিরন্তর।
৪|  ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫  রাত ৩:৪০
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫  রাত ৩:৪০
জেনারেশন একাত্তর বলেছেন: 
বাচ্চাদেরকে আপনার 'রোবোটিক' ডেভেলোপমেন্টের কাজ দিতে পারেন। বাচ্চারা ৫০/৫৫ লাখা টাকা আয় করতে পারবে প্রতি মাসে!
আপনি কাকে কিভাবে  ফাঁকি দিচ্ছেন, বুঝা মুশকিল।
  ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ২:২০
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ২:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আপনি জিজ্ঞাসা করেছেন - বাচ্চারা ৫০/৫৫ লাখা টাকা আয় করতে পারবে প্রতি মাসে!
আপনার তা মনে হয়? 
বন্দি অবস্থা কেমন যাচ্ছে? সোনালী দিনগুলো বন্দিত্বে কেটে যাচ্ছে! আফসোস!!!  
 
ধন্যবাদ। 
৫|  ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫  রাত ৩:৪২
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫  রাত ৩:৪২
জেনারেশন একাত্তর বলেছেন: 
এনজিও খুলেছেন, নাকি সৌদীতে  রবোটিক আলু রপ্তানী করছেন?
  ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ২:২২
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ২:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
কোনটাই নয়! 
আপনি যা মন্তব্য করেন এবং যা বিশ্লেষণ করেন তার বেশীর ভাগই ভুল। আপনার জন্যে দুঃখ হয়! 
৬|  ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫  সকাল ১১:৪৭
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫  সকাল ১১:৪৭
রাজীব নুর বলেছেন: একদিন ফারাজাকে সাথে নিয়ে আপনার স্বপ্নপুরী দেখে আসবো।
  ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ২:২২
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ২:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
খুব খুশি হবো যদি আসেন। আপানরা সাদরে আমন্ত্রিত! 
শুভেচ্ছা নিরন্তর।
৭|  ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ১:৩৯
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ১:৩৯
বিজন রয় বলেছেন: খুব সুন্দর। শুভকামনা রইল।
আপনি ভালো আছেন তো?
  ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ২:২৩
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ২:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
জী, ভালো আছি। একটু ব্যস্ত সময় যাচ্ছে।  
 
আশা করি আপনি ভালো আছেন। 
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫  রাত ১০:০৬
০২ রা সেপ্টেম্বর, ২০২৫  রাত ১০:০৬
অপ্সরা বলেছেন: খুব সুন্দর!!

অনেক অনেক শুভকামনা!!