|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সত্যপথিক শাইয়্যান
সত্যপথিক শাইয়্যান
	আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মুদ মুস্তফা (সা) নবুওত পাওয়ার পরে তাঁর সাহাবীদের নিয়ে যখন ইসলামের দাওয়াতী কার্যক্রম চালান, তখন মূর্খ ও অত্যাচারী আরবদের পক্ষ হতে প্রচণ্ড বিরোধিতার সম্মুখীন হোন। এই ঘটনাগুলো সবারই জানা। আমি কেন আবার তা মনে করিয়ে দিতে গেলাম? 
আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেলো সিলেট এসেছি। গতকাল ভানুগাছ গিয়ে স্বপ্ন টিলা রিসোর্টে ছিলাম। কাজের ধকল থেকে একটু দূরে থাকতে কিছুক্ষণ একা হওয়ার প্রয়োজন ছিলো। যাহোক, আজ সকালে ঘুম থেকে উঠেই মনে একটা প্রশ্নের উদয় হলো। আচ্ছা, এখনকার জমানায় এতো এতো ইসলামী দল, প্রত্যেকটি দলের আলাদা একেকটি নাম, এই আলাদা করে নাম রাখার কালচার কবে থেকে শুরু হলো? কেনইবা এই দলগুলো আলাদা আলাদা নামে পরিচিত হচ্ছে? নবীজীর অনুসারী হিসেবে পরিচিত এইসব দলগুলো যদি সঠিক ভাবে নবীজির পথ অনুসরন করে থাকে, তাহলে নিশ্চয় নবী মুহাম্মদ (সা) সাহাবীদের নিয়ে যে দল গঠন করেছিলেন, সেই দলটিরও কোন নাম থেকে থাকবে। 
আমি যত দূর হাদিস মনে করতে পারলাম, নবীজির দলের কোন নাম খুঁজে পেলাম না! এরপরে, সিলেটের দুইজন বড় আলেমকে জিজ্ঞাসা করলাম। তাঁরাও বললেন যে, নবীজির দলের কোন নাম ছিলো না। নবুয়ত প্রাপ্তির আগে হিলফুল ফুজুল নামের একটি সামাজিক সংগঠন বানিয়েছিলেন, কিন্তু, নবুয়ত প্রাপ্তির পরে সাহাবীদের নিয়ে গঠন করা দলটির কোন নাম ছিলো না!!! 
 ৯ টি
    	৯ টি    	 +০/-০
    	+০/-০  ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ৮:২১
০৭ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ৮:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
এভাবে বলা উচিৎ নয়! 
আপনি একজন প্রাপ্ত বয়স্ক মানুষ। মুক্তমনা ব্লগার। আপনি কি করে এমন বলতে পারলেন!!!
২|  ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ৮:৩০
০৭ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ৮:৩০
জেনারেশন একাত্তর বলেছেন: 
আপনি নবী (স: ) সম্পর্কে লেখা উচিত নয়; আপনি ব্লগারদের নিজের সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে আসছেন সব সময়।
  ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ৮:৩৩
০৭ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ৮:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
কি ধরণের মিথ্যা একটু বলুন তো শুনি!!! 
আমাকে একবার একজন মিথ্যবাদী বলেছিল, আমি তাকে এরপর থেকে থাপ্পড়ের উপরে রেখেছি।
৩|  ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ৯:০২
০৭ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ৯:০২
নতুন বলেছেন: এখনকার জমানায় এতো এতো ইসলামী দল, প্রত্যেকটি দলের আলাদা একেকটি নাম, এই আলাদা করে নাম রাখার কালচার কবে থেকে শুরু হলো? কেনইবা এই দলগুলো আলাদা আলাদা নামে পরিচিত হচ্ছে?  
বেশি বেশি দল তৌরি হয় কারন সবাই নেতা হইতে চায়। 
নেতা হইলেই ধান্দাবাড়ে। 
দুনিয়াতে ধর্মের নামে আয় করা সহজ তাই ধান্দাবাজেরা দলের নেতা হয়। 
রাজবাড়ীর কবর থেকে লাশ উঠিয়ে আগুনে পোড়ালো। এরা জুম্মার পরে মসজিদ থেকে মিছিল করে এই কাজ করলো। 
এরা কোন ধর্মীয় শিক্ষা পেয়েছে?
৪|  ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫  ভোর ৪:৪৫
০৮ ই সেপ্টেম্বর, ২০২৫  ভোর ৪:৪৫
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
নবীজী অনেক জ্ঞানী ছিলেন। 
উনার মতো জ্ঞানী জগতে বিরল। 
৫|  ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ১২:৪১
০৮ ই সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ১২:৪১
ধুলো মেঘ বলেছেন: রাসূল (স) কোন নির্বাচনে অংশ নেননি যে তার দলের কোন নাম থাকতে হবে। নির্বাচন কমিশনে রেজিস্ট্রি করতে হলে অবশ্যই নাম দিয়ে করতে হয়। তাই আমাদের দেশে এত এত নাম। 
তবে রাসূলের (স) দলেরও নাম ছিল। উনি যুবক বয়েসে যে দল গঠন করেছিলেন, তার নাম ছিল হিলফুল ফুজুল। আর নবুওয়াতের পরে তিনি কোন নতুন দল গঠন করেননি। তার পূর্বসুরী হযরত ইবরাহীম (আ) যে আদর্শ প্রচার করতেন - সেটাই তিনি কন্টিনিউ করেন। এই কারণে ইবরাহীম (আ) এর দেয়া নামেই তার অনুসারীরা নিজেদেরকে পরিচিত করেন।
৬|  ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ১:৩৫
০৮ ই সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: নবীজির দলের নাম ছিলো না???!!!
আপনি নিশ্চিত??
৭|  ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ১১:০৯
০৯ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ১১:০৯
বিজন রয় বলেছেন: আমার জানা নেই।
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ৮:০০
০৭ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ৮:০০
জেনারেশন একাত্তর বলেছেন:
মনে হয়, হিজবুত তাহেরী কিংবা জোশ-ই মোহাম্মদ!