![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
আমার অনেক টাকা চাই। অনেক! এই 'এতো' টাকা দিয়ে আমি করবো? জানি না। এতো কিছু থাকার পরেও, কমিশনের ব্যবসা ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। দেশের সম্ভাবনাময় উন্নয়ন পিছিয়ে যাক, দরিদ্ররা রাস্তায় ঘুমাক, অনাথ শিশুরা রেস্তোরার দরজায় দরজায় বেলুন আর ফুল বিক্রি করুক। ক্ষতি কি তাতে! আমি তাদেরকে রাস্তায় রেখেই দিব্যি গাড়ি দৌড়িয়ে নিজের প্রাসাদপম বাসায় ঢুকে নিশ্চিন্তে নাক ডাকিয়ে ঘুমাবো। রাষ্ট্রের ঘাড়ে সব দায়িত্ব দিয়ে বেচারার পাছায় লাথির শুরু!
আসলে, এই দরিদ্রদের ব্যাপারে আমি কি আর করতে পারি! স্বয়ং রাষ্ট্র যেখানে কিছু করছে না, সেখানে আমার দেশের ৪২ শতাংশ দরিদ্রকে কিছু করা সম্ভব নয়। আমি তো ঈদের সময় যাকাতের কাপড় দিইই! ১৮৬ টাকা কিউবিক মিটারের সরকারী ড্রেজিং কন্ট্রাক্টে আমি আর আমার সহযোগীদের পকেটে ৬ শতাংশ কমিশন ঢুকে যায়। বেচারা ড্রেজিং ব্যবসায়ী লাভের আশায় ১ কোটি কিউবিক মিটারের কন্ট্রাক্টকে ভুজুং-ভাজং দিয়ে ১.৫ কোটি্র বিল বানিয়ে রাষ্ট্রের পাছায় কষে লাথি মারে। তাতে আমার কি!
পদ্মা ব্রিজের বালু সাপ্লাইয়ার ১০ টাকা কিউবিক ফিটের কন্ট্রাক্ট নিয়ে ৮ টাকায় সাব-কন্ট্রাক্টে দিয়ে দেয়। কন্ট্রাক্ট পাইয়ে দেওয়ার জন্যে মিডলম্যানের পকেটে প্রত্যেক কিউবিক ফিটে ঢুকে ৫০ পয়সা। সাব-কন্ট্রাক্টর যদি ৮ টাকায় বালু সাপ্লাই দিতে পারে, তাহলে, মূল কন্ট্রাক্টর ১০ টাকায় সরকারী টেন্ডার পায় কি করে! মিডলম্যানের সেটা জানার প্রয়োজন নেই। রাষ্ট্রের পাছায় এভাবেই লাথি মারে বালু ব্যবসায়ী।
২০ কোটি টাকার সরকারী আইটি প্রজেক্ট-এ ১০ কোটি টাকার কমিশন দেওয়ার চাপ। সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর লজিস্টিক খরচ উঠিয়েও বাকি ১০ কোটি টাকার প্রজেক্ট খরচ থেকে পকেটে ৫ কোটি টাকা ঢুকে যায় আইটি কনট্রাকটরের! তাহলে, ১০ কোটি টাকায় করা যেতো পুরো প্রজেক্ট! সেই দিকে না তাকিয়ে রাষ্ট্রের দিগম্বরে লাথি কষে দেয় কনট্রাক্টর!
আমি যা জানি তা হচ্ছে, এভাবেই দেশটা চলছে। পাকিস্তানকে টেক্কা দেওয়ার মাঝেই আমাদের উন্নতির গতিধারা সীমাবদ্ধ। উন্নত দেশের কাতারে চলে যাওয়া দেশগুলোর সাথে কিভাবে টক্কর দিতে হয়, তা আমাদের না জানলেও চলবে! সমতাভিত্তিক, শোষণ-বঞ্চনাহীন ও ন্যায়ভিত্তিক জীবনব্যবস্থা গড়ার স্বপ্ন আমার মনে আর দাগ কাটে না। রাষ্ট্রের গুহ্যদ্বারে এভাবেই পা হাঁকাতে থাকি আমরা।
জীবন এভাবেই চলছে, চলবে!
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২১
বিজন রয় বলেছেন: আমি একটি লাথি হাকাবো।
টাকা দিবেন?