![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
কোনটি বেশি মূল্যবান, হাজারো মানুষের ভিড়, নাকি নিজেকে ফিরে পাওয়া একটুকু নির্ভেজাল নির্জনতা? নিজ স্বত্বার মুক্তি, না পুরো জাতির উপর ক্ষমতা?
সময়ই তোমায় বলে দিবে যে, নিজের কক্ষে একলা কিছুক্ষণ থাকাটা তোমাকে অন্য যে কোন কিছু'র চেয়ে বেশি ফল এনে দেয়।
সেই নির্জনতা তোমার আত্মাকে দেহ থেকে মুক্ত করে দিবে। তখন তুমি দেখতে পাবে, তোমার মতই পালিয়ে যাওয়া সেই মানবাত্মাগুলোকে যারা এভাবে পলাতকদের খুঁজে বেড়াচ্ছে! তাঁদের হৃদয় একে-অপরের সাথে এমন ভাবে যুক্ত যা তাঁদেরকে নিজ মিথ্যা স্বত্বা থেকে মুক্তি দিয়ে সদা জাগ্রত সত্য স্বত্বার দিকে ধাবিত করেছে।
হয়তো নিজেকে ফিরে পেতে সে সময়ে কিছু দিনের জন্যে তোমাকে এখানে-ওখানে হন্যে হয়ে ঘুরে বেড়াতে হবে। কিন্তু, সেই সময়টা পার হলেই তুমি নিজেকে একজন হাস্যজ্জল মাতালের মতো আবিস্কার করবে সেই পলাতক মানুষদের দলে।
পিপাসা কাতর মানুষ চিরটা কাল নিজ পিপাসায় মৃত্যুবরণ করে। পাপিয়াকে তো মাঝে মাঝে বনে গান গাওয়ার জন্যে সাজানো বাগান থেকে উড়ে চলে যেতেই হয়!
১০ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হয়তো আমি ঠিক নই!!!
শুভেচ্ছা নিরন্তর।
২| ১০ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২৭
জুল ভার্ন বলেছেন: অসাধারণ দার্শনিক গভীরতা আছে লেখাটিতে।
এ যেন এক আত্মঅন্বেষণের যাত্রা- যেখানে ভিড়ের কোলাহল থেকে সরে গিয়ে মানুষ নিজের অস্তিত্বকে নতুন করে চিনে নেয়। “নির্জনতা” এখানে একাকীত্ব নয়, বরং আত্মার মুক্তি ও পরিশুদ্ধির দরজা। পলাতক আত্মাদের প্রতীকী উপস্থাপন যেন বোঝায়- সত্য স্বত্বা খুঁজে পাওয়ার এই তৃষ্ণা সবার মাঝেই আছে, শুধু কেউ তা উপলব্ধি করে, কেউ করে না।
শেষের লাইনগুলো যেন রবীন্দ্রীয় সুরে ভেসে ওঠে- পাপিয়া যেমন বন খোঁজে তার সত্যিকারের গান গাওয়ার জন্য, তেমনি মানুষও নির্জনতার মধ্যেই খুঁজে পায় নিজের প্রকৃত সুর।
১০ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এই যাওয়া শেষ যাওয়া নয়!!!
আরেকটা ভূবন আমাদের অপেক্ষায়। দাঁড়িয়ে!!!
শুভেচ্ছা নিরন্তর।
৩| ১০ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৪
অপ্সরা বলেছেন: সব সময় নানা কাজে ঘরে বাইরে অনুষ্ঠানে উৎসবে থাকতেই হয়। সব কিছুর পরেও আমার মনে হয় নিজের সাথে নিজের সময়ের মূল্য অনেক অনেক বেশি!!!
১০ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
১০ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
১০ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাদেরকে নিজেদের প্রতিবিম্ব খুঁজে নিতে হবে!
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪২
বিজন রয় বলেছেন: দুটাই মূল্যবান।
যখন যেটা প্রয়োজন।