![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
আপনি কোরআনের বাণী প্রচ্যর করেন। কিন্তু, আপনি সত্যবাদী নন। মানুষ কি আপনার কথা শুনবে? প্রশ্ন করতে পারেন, নিজেকে কিভাবে একজন সৎ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবেন?
হযরত মুহাম্মদ মুস্তফা (সাঁ) একজন সৎ ব্যবসায়ী ছিলেন। তাঁর কাজের জন্যে তাঁকে 'সত্যবাদী' নামে ডাকা হতো। সেই কারণেই, তিনি যখন আল্লাহর কাছ থেকে কোরআনের প্রথম বাণী পেয়ে হযরত আলী (আঃ) এবং বিবি খাদিজা (আঃ) এর কাছে ইসলাম প্রচার করেন, তখন তাঁরা তা সাদরে গ্রহণ করেন।
হযরত আলী (আঃ) এবং বিবি খাদিজা (আঃ) তো হযরত জিবরাইল (আঃ)-কে দেখেননি। তারপরও কেন মহানবী (সাঁ) এর বানীকে সত্য বলে গ্রহণ করলেন? এর কারণ এই নয় কি যে রাসূলুল্লাহ (সা)-কে তাঁরা সত্যবাদী হিসেবে জানতেন, এবং তাঁরা বুঝেছিলেন তিনি মিথ্যা কোন কিছু বলবেন না?
যদি তা-ই হয়, নবী মুহাম্মদ (সা) এই 'সত্যবাদী' হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন কীভাবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে নবী (সাঁ)-এর পেশা সম্পর্কে জানতে হবে।
রাসূলুল্লাহ (সা) নিজ পেশা হিসেবে ব্যবসাকে গ্রহণ করেছিলেন। আরবের লোকেরা তাঁর কাছে অনেক মূল্যবান জিনিস-পত্র রেখে যেতো। মহানবী (সা) সেই জিনিসগুলো ঠিক মতো গচ্ছিত রাখতেন, এবং সময় মতো তা বুঝিয়ে দিতেন। অনেকটা আমাদের জমানার ব্যাংক-গুলোর মতো। অর্থাৎ, তিনি ছিলেন একজন স্বনামধন্য ব্যাংকার। এছাড়াও, নবীজী (সা) বিবি খাদিজার ব্যবসা দেখা-শোনা করতেন। সেখানেও তিনি সততার সাথে কাজ করেন।
এসব কাজের জন্যেই তিনি 'সত্যবাদী' হিসেবে প্রতিষ্ঠা পান। তাহলে, কি দাঁড়ালো? নবী মুহাম্মদ (সা) ব্যবসার মাধ্যমে নিজেকে 'সত্যবাদী' হিসেবে গড়ে তুলেন। যার ফলে, নবী (সাঁ)-এর নিকটজন তাঁর ইসলামের ডাক শুনে তা গ্রহণ করেন।
আপনি নিজেকে একজন সত্যবাদী ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন কি? নিজেকেই প্রশ্ন করুন না, প্লিজ?
২| ১১ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪১
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ভালো এবং সুন্দর লিখেছেন। সহমত।
৩| ১১ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৮
ফাহমিদা বারী বলেছেন: সুন্দর এবং সত্য কথাগুলো। ইসলামের সৌন্দর্য আজকালকার মুসলিমদের মধ্যে খুব কমই খুঁজে পাওয়া যায়। ফেসবুকে এখন অনেকেই ইসলামের পথে আসার দাওয়াত দেওয়ার অছিলায় সব জায়গায় নিজের লম্বা নাকটাকে ঢুকিয়ে দেয়। আচার আচরণে ঔদ্ধত্য দেখায়। অথচ মুখে ইসলামের বানী। এভাবে ইসলামের কী উপকারটা হচ্ছে?
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশে এখন দাড়িটুপি একটা লেবাস মাত্র।
কারো মাঝে সততার বিন্দুমাত্র তো দেখি না।