| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
ভেনিজুয়েলায় ক্রমবর্ধমান কর্তৃত্ববাদের মুখে মারিয়া করিনা মাচাদো গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। মিসেস মাচাদো ইঞ্জিনিয়ারিং এবং অর্থায়নে পড়াশোনা করেছেন, আর ব্যবসায়ে তাঁর একটি ছোট্ট ক্যারিয়ার রয়েছে। ১৯৯২ সালে তিনি অ্যাটেনিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যা কারাকাসের পথশিশুদের উপকারের জন্য কাজ করছে।
দশ বছর পর তিনি সুমাতে-এর প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রচার করে, সেই সাথে প্রশিক্ষণ ও নির্বাচন পর্যবেক্ষণ পরিচালনা করে। ২০১০ সালে তিনি জাতীয় পরিষদে নির্বাচিত হন, রেকর্ড সংখ্যক ভোট পেয়ে। ২০১৪ সালে সরকার তাঁকে পদ থেকে বহিষ্কার করে। মিসেস মাচাদো ভেনেজুয়েলার বিরোধী দলের নেতৃত্ব দেন এবং ২০১৭ সালে Soy Venezuela alliance প্রতিষ্ঠায় সহায়তা করেন, যা রাজনৈতিক বিভাজন রেখা পেরিয়ে দেশে গণতন্ত্রপন্থী শক্তিগুলিকে একত্রিত করে।
২০২৩ সালে তিনি ২০২৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনে রাষ্ট্রপতি পদে তাঁর প্রার্থীতা ঘোষণা করেন। যখন তাকে নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হয়, তখন তিনি বিরোধী দলের বিকল্প প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুটিয়াকে সমর্থন করেন। বিরোধীরা ব্যাপকভাবে একত্রিত হয় এবং পদ্ধতিগতভাবে দলিল সংগ্রহ করে যে তারাই নির্বাচনে প্রকৃত জয়ী। শাসকগোষ্ঠী বিজয় ঘোষণা করে এবং ক্ষমতার উপর তাদের দখল আরও শক্ত করে।
ভেনেজুয়েলায় গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টার জন্য মিসেস মাচাদো সর্বপ্রথম নোবেল শান্তি পুরষ্কার পাচ্ছেন। কিন্তু আন্তর্জাতিকভাবে গণতন্ত্র পিছিয়ে পড়ছে। গণতন্ত্র - যা স্বাধীনভাবে মতামত প্রকাশের, ভোট দেওয়ার এবং নির্বাচিত সরকারে প্রতিনিধিত্ব করার অধিকার হিসাবে বোঝায় - সব দেশগুলোর মধ্যে তা শান্তির ভিত্তি।
সূত্রঃ নোবেল প্রাইজ ডট অরগ
১১ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ওসব চর-ফর বলা বাদ দিন।
মেচিউরড হোন।
ধন্যবাদ।
২|
১১ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: টাইপো: গুড* রিলেশন ।
মাচাদো জায়নবাদি দের সাপোরট করেন।
১১ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মানুষকে সম্মান দিতে শিখুন।
নাহলে, খোদা আপনাকে সারা জীবন এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির বাজে সিটিজেন করে রাখবেন।
ধন্যবাদ।
৩|
১১ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: আপনি সামুতে আধা ইনফরমেশন দিলে আমি সেটা পুরো করবো না ? আপনি জানতেন না এই ইনফরমেশন। সবাই কি সবকিছু জানে ? আপনি কি আমেরিকার চর ? আপনার গায়ে লাগে কেন ?
আপনার এই লেখা শতাধিক মানুষ পড়বেন । তাদের truth জানা উচিত ।
১১ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:০৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার যা ইচ্ছা তা বানান।
খোদা যাকে সম্মান দিয়েছেন, তাঁকে আমার/আপনার মতো মানুষ ছোট করবে কি করে!!!
ধন্যবাদ।
৪|
১১ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬
গন্ধহীন বেলী ফুল বলেছেন:
তুমি প্রশ্ন করতে জানো না।
উপরে ব্লগার সৈয়দ কুতুবকে আপনার জিজ্ঞাসা করা উচিৎ ছিলো যে, তার কাছে কি প্রমাণ আছে যা মারিয়াকে মার্কিন চর প্রমাণ করতে পারে।
চর এলিগেশন দেওয়া ভয়ংকর অপরাধ।
তুমি ব্লগার সৈয়দ কুতুবকে এই ব্যাপারে প্রশ্রয় দিতে পারো না।
৫|
১১ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭
গন্ধহীন বেলী ফুল বলেছেন:
তুমি প্রশ্ন করতে জানো না।
উপরে ব্লগার সৈয়দ কুতুবকে ***তোমার জিজ্ঞাসা করা উচিৎ ছিলো যে, তার কাছে কি প্রমাণ আছে যা মারিয়াকে মার্কিন চর প্রমাণ করতে পারে।
চর এলিগেশন দেওয়া ভয়ংকর অপরাধ।
তুমি ব্লগার সৈয়দ কুতুবকে এই ব্যাপারে প্রশ্রয় দিতে পারো না।
১১ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
করলাম প্রশ্ন।
৬|
১১ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৫১
গন্ধহীন বেলী ফুল বলেছেন:
সৈয়দ কুতুবকে বলো যে, অনেক মুসলিম দেশের ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে। শান্তি আলোচনায় আসার পরে ও শান্তি প্রতিষ্ঠার পরে ভবিষ্যতেও সম্পর্ক স্থাপিত হবে।
এদেরকে কি 'সৈয়দ কুতুব' ইসরায়েলের বা জায়নবাদীদের সাথে সম্পর্ক রাখার জন্যে দোষ দেয়?
১১ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
উনি হয়তো জানেন না যে, আব্রাহাম একর্ডের মাধ্যমে অনেক মুসলিম দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক গড়েছে।
৭|
১১ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫
গন্ধহীন বেলী ফুল বলেছেন:
সৈয়দ কুতুবকে আরও জিজ্ঞাসা করো যে - জায়নবাদীরা নবীদের হত্যাকারী ছিলো কি? ইহুদীদের একটি অংশ নবীদের হত্যা করেছিলো যা পবিত্র কোরআনে উল্লেখ আছে। জায়নবাদীরা কি সেই ইহুদীদের বংশধর?
১১ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জায়নবাদী আর ইহুদীদের মাঝে পার্থক্য আছে। তুমি তা জানো।
৮|
১১ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: গন্ধহীন বেলী ফুল @ নোবেলজয়ী মাচাদো সমালোচনার মুখে- মানজমিন ।
শাইয়ান সাহেব ও দেখেন। আমি না জেনে কিছু বলছি না ।
১১ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:০০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার মুসলিম ফিলিস্তিনি বন্ধু Nail Zoabi-এর নাম শুনেছেন যিনি ইসরায়েলের লিকুদ পার্টির জোর সমর্থক এবং পরবর্তী এমপি?
ধন্যবাদ।
৯|
১১ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:২২
সৈয়দ কুতুব বলেছেন: আমার বন্ধু ছিলো সিরিয়ায়। তাকে ইরানের মিলিশিয়ারা খুন করেছিলো।
১১ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
দুঃখজনক।
এক মুসলমান আরেক মুসলমানের খোঁজ রাখেন না, উল্টো খুন করেন।
আর, আপনি কিনা জায়নবাদী আর ইসরায়েলের লিকুদ পার্টির বিরুদ্ধে কলম নিচ্ছেন!!!!
নিজের ঘর আগে সামলান।
ধন্যবাদ।
১০|
১২ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:০৫
শ্রাবণধারা বলেছেন: @ সৈয়দ কুতুব, কাকে কি বলেন!
এই তারছেঁড়ার কাণ্ড দেখুন, গন্ধহীন বেলী ফুল নাম দিয়ে মাল্টিনিক খুলে নিজেই নিজের পোস্টে কমেন্ট করে সেগুলো আবার নিজেই উত্তর দিচ্ছে! পাগলের হদ্দ একটা!
১২ ই অক্টোবর, ২০২৫ ভোর ৬:৩৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তো? ![]()
১১|
১২ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:৩৬
মাথা পাগলা বলেছেন: মাদাচো আমাদের ইউনুস সাহেবের মতো অন্ধের দেশে আয়না বিক্রি করছেন। আফসোসের বিষয় কুতুব ভাই মাদাচোর ব্যাপারটা ধরতে পারলেও ইউনুস সাহেবের ব্যাপারটা ধরতে পারেননি।
১২ ই অক্টোবর, ২০২৫ ভোর ৬:৪০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি ১৬ বছরে মাত্র ৩টি পোস্ট করেছেন!!!
কেন?
১২|
১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:২৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মাচাদো আমেরিকারই লোক।
১৩|
১৩ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: এই পোষ্টটির জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৫২
সৈয়দ কুতুব বলেছেন: মাচাদো আমেরিকার চর । ইসরায়েলের লিকুদ পারটি এবং নেতানিয়াহুর সাথে তার হুড রিলেশন । বাম পলিটিশিয়ান নিকোলাস মাদুরোর সরকারকে কোণাঠাসা করতে মাচাদো কে নোবেল দেয়া হয়েছে ।