| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
.
..
ওহে খোদার সৃষ্ট জীব, তোমার সৃষ্টি তো ধূলিকণা থেকে!
সেজন্যে, ধুলোর মতোই তোমায় নম্র হতে হবে। তবে কেন লোভী, অত্যাচারী কিংবা উদ্ধতদের দলভুক্ত হতে যাবে! এমন তো নয় যে তুমি আগুন হতে সৃষ্ট, বরং তোমার এই ধরাতে আসা ক্ষুদ্র ধূলিকণা হতে! যখন ভয়ংকর অগ্নির লেলিহান শিখা গর্বের সাথে মাথার উপর উদ্ধত হয়, তখন খেয়াল করে দেখেছো কি কিভাবে সেই ধুলো নম্রতার সঙ্গে নিজেকে নতজানু করে দেয়?
যখন থেকে আগুন অহংকারী হলো আর ধুলো বিনম্রতার পথ ধরলো, প্রথমটা থেকে শয়তানের সৃষ্টি, আর শেষেরটা থেকে? মহান মানব সভ্যতার!
©somewhere in net ltd.