| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

হনুমান হিন্দু শাস্ত্রে একজন পূজনীয় ব্যক্তি। সনাতন ধর্মীদের ভগবান রামের বানর সঙ্গী। অন্যায়কারী রাবণ যখন সীতাকে উঠিয়ে নিয়ে গিয়েছিলো, হনুমান রাবনের লংকায় আগুন ধরিয়ে দেন। তথাপি, হনুমান আমার প্রিয় একটি চরিত্র।
ঐতিহাসিক ফিলিপ লুজেনডোর্ফের মতে, হনুমান অর্থ 'যাঁর গর্ব হত হয়েছে'। হিন্দু পুরাণে আছে - শিশু হনুমান সূর্যকে ফল ভেবে তা খেতে চেয়েছিলেন। পরে, দেবতা ইন্দ্রের কারণে তিনি আঘাতপ্রাপ্ত হলে সূর্যকে আর খাওয়া হয়নি। হনুমান বীরত্বপূর্ণ ও শক্তিশালী কাজ, দৃঢ়তা এবং শ্রেষ্ঠত্বের প্রতীক।
হনুমান ছিলেন রামের একনিষ্ঠ ভক্ত। রাবণের বিরুদ্ধে যুদ্ধে রাম যখন জয়ী হোন, তখন তিনি আর সব সাহায্যকারীদের মতো হনুমানকেও একটি উপহার দিয়েছিলেন। কিন্তু, হনুমান সেই উপহার ফেলে দেন। এতে রামের সভাসদরা ক্ষুদ্ধ হলে, হনুমান জানান যে, রামকে স্মরণ করার জন্য উপহারের প্রয়োজন নেই, রাম সর্বদা তাঁর হৃদয়ে থাকবেন।
সভাসদরা হনুমানকে চ্যালেঞ্জ করলে, হনুমান তাঁর বুক চিড়ে ফেলেন। তখন সবাই দেখতে পান, হনুমানের বুকে রাম ও সীতার মুর্তি। পরবর্তীতে, হনুমানকে আবার জীবিত করে তুলেন রাম। রাম এবারে হনুমানকে অমরত্বের আশীর্বাদ করেন। এবারেও হনুমান তা প্রত্যাখ্যান করে রামের পায়ের কাছে থেকে তাঁকে পূজা করার অনুমতি চান।
©somewhere in net ltd.