| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
আজ ৪ দিন হতে চললো, মৌলভীবাজারের কুলাউড়াতে আমার গ্রামের বাড়ি বরমচালে এসেছি। আজ গ্রামের ৭-১০ বছর বয়সী শিশুদের জন্যে আমাদের নিজ বাড়ির পাঞ্জেগানা মসজিদে একটি কুইজ কম্পিটিশন আয়োজন করেছিলাম। ধর্ম, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, অংক এবং ইংরেজী বিষয়গুলোর উপরে ৩৫টি প্রশ্ন নিয়ে কুইজ প্রতিযোগিতাটি আয়োজন করি। এই কম্পিটিশনে ২০-জন শিশু অংশগ্রহণ করে, ১২-জন মেয়ে ও ৮-জন ছেলে।
প্রতিযোগিতা শেষে দেখা গেলো, ধর্ম বিষয়ে ৮-জন, বিজ্ঞান বিষয়ে ৫-জন, অংক বিষয়ে ৪-জন, সমাজ বিষয়ে ৩-জন এবং ইংরেজী বিষয়ে মাত্র ২-জন আমার করা প্রশ্নের উত্তর দিতে পেরেছে। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ৩-জনই মেয়ে শিশু।
এই তথ্যগুলো বিশ্লেষণ করলে বুঝা যায়, সেটেরিস পেরিবাস, গ্রামের শিশুরা ইংরেজী ও অংকে কিছুটা পিছিয়ে পড়ছে।
ছবিঃ আমাদের বাড়ির পাঞ্জেগানা মসজিদ যেখানে কুইজ প্রতিযোগিতাটি আয়োজিত হয়
ছবিকারঃ আমার স্ত্রী রাহমিন
২৯ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:১৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, সুজন ভাই।
আমি আমার গ্রামের শিশুদের জন্যে কিছু করার চেষ্টা করছি।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর একটি কাজ করেছেন। এখন বাচ্চারা স্ক্রীন টাইমে পড়ায় মনোযোগ হারাচ্ছে তাই শিখছে কম।