| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
দুই সপ্তাহের উপরে হয়ে গেলো, গ্রামে এসেছি। শীত এখনো ভালো করে জেঁকে বসেনি। বাড়ির বারান্দায় হাফ হাতা টিশার্ট পড়ে পোস্ট লিখছি। হাল্কা ঠাণ্ডা লাগছে। কিন্তু, সেটা গায়ে পড়ে পিছলে যাচ্ছে। সাথে চারদিকে ঝিঝি পোকার ডাক আর রাতের আকাশের দিকে তাকালে তারার মেলা আর মাঝে মাঝে উল্কাপাতের দৃশ্য! অসাধারণ এক মহাজাগতিক আবেশে মনটা ছুঁয়ে যাচ্ছে।
সকালে বিরুন চাউলের খিচুড়ি, সাথে দেশী মুরগীর ডিম। দুপুর আর রাতে শীতের সবজি এবং হাকালুকি হাওরের মাছ আর মাঝের সময়ে বিকালবেলা পিঠা দিয়ে খাবারের অসাধারণ আয়োজন।
এই সন্ধ্যা সাড়ে সাতটায় শিয়ালের হুক্কা হুয়া ডাক শান্ত নির্বিঘ্ন একটি জীবনকে ভেঙ্গে দিতে পারছে না। এরচেয়ে বেশি কিছু তো চাই না!
২|
১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:১৫
বাজ ৩ বলেছেন: ভালো থাকুন নিরন্তর,যেখানেই থাকুন ভালো থাকুন,হোক গ্রামে অথবা শহরে,অথবা আকাশের উপরে অথবা জমিনের নিচে,যেখানেই থাকুন ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: গ্রামে শীত বেড়েছে?