| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
কিছু বাঙ্গালী সন্দেহ সৃষ্টি করতে ভালোবাসেন। অন্যকে খোঁচা দিয়ে, নিচে নামিয়ে নিজেরা আবেগে ভাসেন। কার লুঙ্গির নিচে কে লুকিয়ে আছে, তা নিয়ে ব্যস্ত থাকেন। শোনা যায়, পাকিস্তানী আর্মি মূসলমান কি না তা চেক করতে অচেতন বাঙ্গালীদের লুঙ্গির গিট্টূ খুলে সচেতনতার সহিত ভিতরে উঁকি দিতো।
কিছু বাঙালির জাতীয় খেলাধুলা এখন আর হা-ডু-ডু নয়, সন্দেহচর্চা। কে কী ভাবছে, কে কার ভেতরে কী লুকিয়েছে—এসব নিয়ে এমন গবেষণা, যেন নোবেল কমিটি অপেক্ষায় আছে। নিজের কাজ ফেলে অন্যের লুঙ্গির গিট্টু খুলে দেখা—এ এক অভিনব বুদ্ধিবৃত্তিক সাধনা!
বাঙ্গালীদের পুরুষদের লুঙ্গির ভিতরে সেইসব 'পুরুষ' পাকি সেনারা কি খুঁজতেন, এই নিয়ে বিস্তর সন্দেহ আছে। সাব-কন্টিনেন্টের মানুষদের 'ইয়ে'-এর সাইজ নিয়ে এমনিতেই অনেক কানাঘুষা! পাকিদের মনে কি ছিলো তা তাদের খোদাই বলতে পারবেন! কিন্তু, ব্লগে যারা স্বগোত্রীয়দের লুঙ্গির ভিতরে কি আছে তা নিয়ে গবেষণায় নামেন, তারা পাকি মানসিকতার কি না তা নিয়ে কি সন্দেহ প্রকাশ করা যায় কী?
অবশ্যই যায়! স্বগোত্রীয়দের লুঙ্গির গিট্টু খোলা ব্লগারের কদর্য মনমানসিকতা কোন লেভেলের তা একটু খুঁজে দেখলে দারুণ হয়! মজার ব্যাপার হলো, যাদের চোখ সবসময় অন্যের গিট্টুতে, তাদের নিজের গিট্টু যে ঢিলা—সে খেয়ালটা আর আসে না। ইতিহাস, রাজনীতি, নৈতিকতা—সব শেষে এসে দাঁড়ায় এক জায়গায়: “ভেতরে কী?”
আসলে ভেতরে কী আছে জানার চেয়ে বাইরে কী করছি—এই প্রশ্নটা করলে দেশ, দশ আর নিজেরই একটু উপকার হতো। কিন্তু সন্দেহে যে রোমাঞ্চ! তাই লুঙ্গি থাক—বুদ্ধিটা থাকলেই চলবে।
©somewhere in net ltd.