নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

কৃষি স্যাটেলাইট পাঠিয়ে সার্ক দেশগুলোর মাঝে শান্তি ফিরিয়ে আনা সম্ভব কি?

২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩১



ডঃ মুহাম্মদ ইউনুস তাঁর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দিনে ভাষণ দান কালে বলেছিলেন - দারিদ্রতা দূর করলে জাতিগুলোর মাঝে শান্তি ফিরে আসবে। গত কয়েক বছর ধরে আমাদের উপমহাদেশের দেশগুলোর মাঝে পারস্পরিক ঝুট-ঝামেলা লেগেই রয়েছে। লক্ষ্য করলে দেখা যাবে, আমাদের এইসব দেশগুলোতে সিংহভাগই দরীদ্র লোক। আর, আমাদের ভারতীয় উপমহাদেশের মানুষগুলো কৃষির উপরে বেঁচে আছে। আশ্চর্যের বিষয় এই কৃষির উপর বেঁচে থাকা মানুষগুলো মানবেতর জীবন যাপন করেন।

জানা যায়, বাংলাদেশে ১ কোটি ২০ লক্ষেরও বেশি খামারে প্রায় ৬ কোটি ক্ষুদ্র কৃষক দেশীয় খাদ্য উৎপাদনের ৬০% সরবরাহ করেন। ভারতে প্রায় ৫৫-৬০ কোটি মানুষ কৃষিকাজের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। পাকিস্তানের শ্রমশক্তির প্রায় ৪২.৩% কৃষি খাতে নিয়োজিত। এ এক বিশাল জনগোষ্ঠী!

অবাক করা বিষয় হচ্ছে, যারা আমাদের খাদ্যের যোগানদার তাঁরা আমাদের দেশগুলোকে সামনে থেকে লিড দেন না! লক্ষ্য করলে দেখা যাবে, আমাদের লিডার হোন এমন সব মানুষ যাঁরা কৃষি কাজের সাথে সংযুক্ত নন। সেজন্যে, এই বিশাল জনগোষ্ঠীর আয় বাড়িয়ে যদি প্রথম সারীতে নিয়ে আসা যায়, তাহলে কি তাঁরা দেশগুলোর লিড নিতে পারবেন? বেশ বড় প্রশ্ন সাপেক্ষ ব্যাপার!

যদি দেশগুলোর কৃষকদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, তাঁরা সেই দায়িত্ব সুচারু ভাবে সম্পন্ন করতে হলে কী কী ধরণের যোগ্যতা পাগবে? তাঁদের আর্থিক অবস্থা কি রকম প্রভাব ফেলবে এক্ষেত্রে? তাঁদের আর্থিক অবস্থাকে যদি বর্তমান রাজনৈতিক নেতাদের সমান অবস্থায় নিয়ে আসা যায়, কৃষকরা কি আমাদের লিড দিতে পারবেন? তাঁদের বর্তমান আর্থিক দুরবস্থার জন্যে ফসল নষ্ট হওয়া কতটুকু দায়ী?

আমাদের দেশে প্রতি বছর লেইট ব্লাইট রোগে ৬০% আলু কৃষি ক্ষেতে থাকতেই নষ্ট হয়ে যায়। আলু চাষিদের জন্যে এটা এক বিরাট ক্ষতি। হল্যান্ডের ওয়াগেনইগেন ইউনিভার্সিটি স্যাটেলাইট দিয়ে আর্লি ডিটেকশন সিস্টেম ব্যবহার করে একটি পাইলট প্রকল্প করেছিলো বাংলাদেশে। এই প্রজেক্ট সফল হয়। তাঁদের বিজ্ঞানীরা প্রজেক্ট এলাকার আলু চাষিদের ক্ষেতের আলুর ক্ষয়ক্ষতি মাত্র ১২-১৫%-এ নামিয়ে আনতে সক্ষম হন।

এখন, আমার কনসেপ্ট ছিলো - যদি আলু চাষিদের ক্ষেত্রে এটা সম্ভব হয়ে থাকে, অন্যান্য ফসলের মাঝেও সম্ভব। এই টেকনোলজি ব্যবহার করে যদি বাংলাদেশের সবচেয়ে বেশি উতপাদিত ফসলগুলোর ক্ষয়ক্ষতি কমিয়ে নিয়ে আসা যায়, বাংলাদেশে একটি কৃষি বিপ্লব হবে। এই কৃষি বিপ্লব হলে নিশ্চয় আমাদের কৃষকরা কি স্বাবলম্বী হতে পারবেন?

পারবেন অবশ্যই! আর, এটা হলে তাঁদের ক্ষমতায়ন তরান্বিত হবে তা বলাই বাহুল্য। আর, এভাবেই, দেশগুলোর সিংহভাগ মানুষকে স্বাবলম্বী করলে দেশগুলোর মাঝে শান্তি ফিরে আসতেই পারে!









মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: গ্রেট।
চমৎকার আইডিয়া!

২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ধন্যবাদ।

আমাদের কৃষকদের স্বাবলম্বী করে লিডে আনতে হবে।

শুভেচ্ছা নিরন্তর।

২| ২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: আপনি যে রোগের কথা বললেন, লেইট ব্লাইট।
লেইট ব্লাইট তো সারা বছর হয় না। শুধু শীতের সময় হয়।

২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

নভেম্বর থেকে ফেব্রুয়ারী মাসে হয়ে থাকে। এই সময়ে আমাদের দেশে শীত পড়ে। আলূ ও টমেটোয় এই রোগ দেখা যায়।

এতেই ৬০% পর্যন্ত ফসলের ক্ষতি হয়। ভায়াবহ এক রোগ।

শুভেচ্ছা নিরন্তর।


৩| ২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ।
আমাদের কৃষকদের স্বাবলম্বী করে লিডে আনতে হবে।
শুভেচ্ছা নিরন্তর।

শ্যাইয়ান ভাই আমি কৃষকদের নিয়ে খুব ভাবি।
সরকারের উচিৎ দুটা বিষয়ে সর্ব্বোচ নজর দেওয়া। এক, কৃষি। দুই, শিক্ষা। কিন্তু আমাদের দেশের সরকার গুলো এদুটা বিষয়ে অবহেলা করে।

২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




কৃষকদের নিয়ে ভাবতে হবে। তাঁদের অবস্থা ভালো নয়।
আমি গ্রামে দেখে এসেছি তাঁরা ন্যায্য দাম পাচ্ছেন না।
এই দূর্মূল্যের বাজারে তাঁদেরকে টিকিয়ে রাখতে হবে।

ভালো থাকুন নিরন্তর।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২০

অপলক বলেছেন: Late Blight রোগে প্রতিবছর ৬০%আলু বাংলাদেশে জমিতেই নষ্ট হচ্ছে আপনি কোথায় পেলেন? Ali and Dey, 1994 সালে একটা পেপার পাবলিস করেছিলেন, তাতে তারা বলেছিলেন ২৫%-৫৭% আলু উপযুক্ত পরিবেশে late blight রোগে নষ্ট হতে পারে। মানে ঠিক মত চাষাবাদ বা সংরক্ষণ করতে না পারলে ঐ পরিমান নষ্ট হতে পারে।

পরবর্তীতে তারা আবার ২০১৭সালের এক রিসার্স পেপারে: TROPICAL AGRICULTURAL SCIENCE লেখেন, বাংলাদেশে ৩৯ রকম আলুর রোগ বালায় আছে। যদিও BIRI-7 আলু Late Blight রোগের বিপরীতে সংবেদনশীল তবুও এটা খুব প্রসিদ্ধ চাষীদের কাছে।

অন্য এক জায়গায় পেলাম বর্তমানে ২০% এর কম আলু নষ্ট হয় Late Blight রোগে।

সাটেলাইট বা মডার্ন এগ্রিকালচারাল টুলস উৎপাদন বাড়ায় যদি GM ফসল উৎপাদনে যাওয়া হয়। Conventional / Traditional কৃষিতে লোকাল বীজ ও পদ্ধতি ব্যবহার করায় সাটেলাইট বা মডার্ন এগ্রিকালচারাল টুলস কোন কাজে আসে না।

হল্যান্ডের বাংলাদেশী প্রজেক্টের প্যারামিটার কি কি ছিল জানতে ইচ্ছে করছে। আশাকরি রেফারেন্স লিঙ্ক দেবেন।

২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




৫| ২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১৮

সাইবার পথিকৃৎ বলেছেন: উক্ত গবেষণার রেসপন্স দিন প্লিজ।

২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




শিওর! এখানে পাবেন - Click This Link

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.