নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আকেলমানকে লিয়ে ইশারাই কাফি!

০২ রা জানুয়ারি, ২০২৬ রাত ১১:৩৬



ব্যবসা ছেড়ে দিয়েছি তা প্রায় ৫ মাস হয়ে গেলো। আমি হিসাব করে দেখেছি, জীবনে চলার জন্যে খুব একটা বেশি টাকার প্রয়োজন নেই। থাকার জন্যে একটা বাড়ি, খাবারের জন্যে কিছু টাকা আর সন্তান শিক্ষার জন্যে প্রয়োজনীয় কিছু অর্থ। আর, মাঝে মাঝে খোদার সৃষ্টি দেখতে ঘুরাঘুরির জন্যে কিছু হাতখরচ। ব্যাস, আর কি চাই! আমার যতটুকু প্রয়োজন, খোদা আমাকে দিয়েছেন।

তারপরও, নিজের দেহকে কর্মক্ষম রাখতে একটা চাকরী বা ব্যবসার প্রয়োজন। আমি সেটার জন্যে চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে, নতুন একটা স্কিলস ডেভেলপ করেছি। ড্রপশিপিং নিয়ে একটা ট্রেনিং নিচ্ছি। শপিফাই প্ল্যাটফর্মে একাউন্ট খুলেছি। নিজের হাতে একটা ওয়েবসাইট ডেভেলপ করেছি।

ড্রপশিপিং-এর জন্যে ওয়েবসাইট ডেভেলপ করাটা বেশ চ্যালেঞ্জিং ছিলো। আমি আগে নিজে তা করি নাই। ওয়েবসাইটটা বিল্ড করার পরে মনে বেশ শক্তি পাচ্ছি। মনে হচ্ছে, নতুন এই ব্যবসায় আমি ভালো করতে পারবো।

দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে আমি ঠিক সন্তুষ্ট নই। আমাদের ব্যবহার কেমন যেন হয়ে যাচ্ছে! আমরা জাতি হিসেবে কোন পর্যায়ে আছি বা কোন উচ্চতায় গিয়ে পৌছাবো জানি না, কিন্তু, ব্যক্তি হিসেবে আমি কতটুকু ভালো মানুষ হিসেবে দাবীদার তা নিয়ে দিন দিন সন্দিহান হয়ে যাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে হিংসা, হানাহানির যেসব ছবি দেখি, তাতে নিজে মাঝে মাঝে যোগ দিয়ে ফেসবুকের মতো সুন্দর একটি প্ল্যাটফর্মকেও ডিজিটাল গার্বেজে পরিণত করে ফেলেছি কি না তা বুঝতে রকেট সায়েন্সের প্রয়োজন নেই! এমন কেন আমি!

যারা ভালো কাজ করবেন, তারা জান্নাতে যাবেন। জান্নাত ৮ ভাগে বিভক্ত। সবার উপরের মর্যাদার মানুষ জান্নাতুল ফেরদৌস পাবেন, আর পরের ধাপগুলোর নিচের দিকে আছে জান্নাতুল বাকী। কিন্তু, সব মুসলমানই জান্নাতে যাবেন, তিনি যত কম মর্যাদারই হোন না কেন! এটাই সত্য!

ঠিক তেমনি, মুসলমানদের রাজনৈতিক দলের কর্মীদেরও স্তর আছে। তাদের কেউ জান্নাতুল ফেরদৌসে যাবেন, কেউবা পাবেন জান্নাতুল বাকী! কিন্তু, তাঁদের সবাইই জান্নাতে পাবেন বলে আমি আশা রাখি। আমিও সেই দাবীদারদের একজন!

তবে, জান্নাতে যাওয়ার জন্যে অপর মানুষদের সম্মান নিয়ে টানাটানি করাটা কতটুকু দরকার তা নিয়ে প্রশ্ন করাই যায়!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.