নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আজ আমার খুব আনন্দের দিন - ৭

০৯ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:২৭



আমি ব্যক্তিগত একটি আর্ট গ্যালারী করেছি, আমার বাসায়। কয়েকদিন আগে উপরের শিল্পকর্মটি বাসায় নিয়ে আসি। কয়লা দিয়ে আঁকা ২৬" x ৩০" সাইজের এই চিত্রকর্মটির শিল্পী এস. এম. সুলতান (শেখ মোহাম্মদ সুলতান) বলে আমাকে জানানো হয়। এই চিত্রটি আসল কি না তা নিয়ে সন্দিহান ছিলাম। তবে, চিত্রটির ডান পাশে নিচে থাকা স্বাক্ষর ও সাল—এস. এম. সুলতানের স্বাক্ষরশৈলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গ্রামীণ কৃষিজীবন, বলিষ্ঠ কৃষকদেহ, প্রকৃতির সঙ্গে মানুষের সংগ্রাম—এই সবই তাঁর স্বতন্ত্র ঘরানার বৈশিষ্ট্য।


শিল্পকর্মটির বর্ণনাঃ

এই চিত্রকর্মে বাংলার গ্রামীণ জীবনের এক শক্তিশালী ও প্রাণবন্ত দৃশ্য ফুটে উঠেছে। সামনে দেখা যাচ্ছে কয়েকজন কৃষক ধানক্ষেতে কাজ করছেন—কেউ ধান রোপণ করছে, কেউ পানি টানছে, কেউ বিশ্রামে বসে আছে। তাদের দেহাবয়ব দৃঢ়, পেশিবহুল—যা এস. এম. সুলতানের শিল্পের একটি প্রধান বৈশিষ্ট্য।

পেছনের দিকে দেখা যায় কুঁড়েঘর, গাছপালা এবং গরু দিয়ে হাল চাষের দৃশ্য—যা কৃষিভিত্তিক সমাজের সামগ্রিক জীবনচিত্র তুলে ধরে। মানুষের শ্রম, প্রকৃতির সঙ্গে সহাবস্থান এবং গ্রামীণ জীবনের আত্মমর্যাদা এই চিত্রে অত্যন্ত শক্তিশালীভাবে প্রকাশ পেয়েছে। রঙের পরিবর্তে রেখার ব্যবহার (ড্রইং/স্কেচ স্টাইল) চিত্রটিকে আরও নৈপুণ্যময় ও সময়ের সাক্ষী করে তুলেছে।



এই শিল্পকর্মটির সম্ভাব্য মূল্য কত হতে পারে?ঃ

একটি চিত্রের মূল্য নির্ধারিত হয় মূলত নিচের কয়েকটি বিষয়ের উপর -

ক) এটি কি আসল বা অরিজিনাল কাজ, নাকি রিপ্রিন্ট/রিপ্রোডাকশন?
খ) মিডিয়াম: কাগজে কালি/পেন ড্রইং?
গ) স্বাক্ষর ও সাল স্পষ্ট কি না
ঘ) কোথা থেকে এসেছে তার দলিল
ঙ) সংরক্ষণ অবস্থা বা কন্ডিশন

আমি জানতে পেরেছি, আমার এই সংগ্রহটি অরিজিনাল। এইসব দিক চিন্তা করলে, আমার সংগ্রহের এই ছবিটির মূল্য দাঁড়ায় ৫০ লক্ষ থেকে ২ কোটি টাকা। আন্তর্জাতিক নিলামঘরে নিলে এর দাম আরও অনেক বেশি হতে পারে।

এটা নিয়ে আমার কাছে এস, এম সুলতানের চিত্রকর্মের সংখ্যা পাঁচটি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৮

আলামিন১০৪ বলেছেন: এ ধরনের পণ্যের মূল্য নির্ধারিত হয় ক্রেতার উপর, যারা এ ধরনের চিত্র কর্ম ক্রয় করে তাঁদের জিজ্ঞাসা করে দেখতে পারেন। আপনার কাছে কিভাবে এল এটি?

০৯ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ক্রেতা কিসের উপর নির্ভর করে মূল্য নির্ধারন করেন?

আমি একটি আর্ট গ্যালারী থেকে কিনেছি।

জিজ্ঞাসা করার জন্যে ধন্যবাদ।

২| ০৯ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: শ্যাইয়ান ভাই এবিষয়ে আমার কোনো ধারনা নেই।

০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ নিরন্তর, রাজীব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.