![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আসবে বলেই , আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি ..
তুমি আসবে বলেই , কৃষ্ণচূড়ার ফুল গুলো ঝরে যায়নি ..
তুমি আসবে বলেই....
তুমি আসবে বলেই , অন্ধ কানাই বসে আছে গান গায় নি ..
তুমি আসবে বলেই , চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি ..
তুমি আসবে বলেই....
তুমি আসবে বলেই, জাকির হোসেন ভুল করে ফেলে তালে ..
তুমি আসবে বলেই, মুখ্যমন্ত্রী চুমু খেল স্ত্রীর গালে ..
তুমি আসবে বলেই, সোনালী স্বপ্ন ভীর করে আসে চোখে ..
তুমি আসবে বলেই, আগামী বলছে দেখতে আসবো তোকে ..
তুমি আসবে বলেই....
তুমি আসবে বলেই, আমার দ্রিধারা উত্তর খুঁজে পায়নি ..
তুমি আসবে বলেই, দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি ..
তুমি আসবে বলেই....
তুমি আসবে বলেই, সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা ,
তুমি আসবে বলেই, জোতিষ ছেরেছে কতো না ভন্ড বাবা ,
তুমি আসবে বলেই. পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার ,
তুমি আসবে বলেই, বখাটে ছেলেটা শিস দিতে দিতে দেয় নি ,
তুমি আসবে বলেই, আমার কলম এখনো বিক্রি হয়নি ,
তুমি আসবে বলেই....
তুমি আসবে বলেই....
তুমি আসবে বলেই.........
২| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৭
হাদী কুষ্টিয়া বলেছেন: akhane tumi ta kake bujano hoase ......................?
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫০
ফারিহা নোভা বলেছেন: গানটা অনেক ভাল লাগে।