![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আমি জন্ম দিতে চলেছি আমারে"
ডাক্তার বলল পেটে আমার মাস ছয়েকের ময়ে,
বাড়ছে বেশ তরতরিয়ে আমার ই রক্ত খেয়ে।
খুশি মনে ফিরলাম বাড়ী,এই হয়েছে বেশ,
আমার যত অপূর্ণতা,নারী হবার গোপন ব্যাথা-
যত্ম করে সরিয়ে রাখব,কথা দিলাম;
তোর জীবনে পরবে না তার রেশ।
আঁধার হলে চোখ বুজি,
আমার অতীত বেড়াই খুঁজি-
ঝুম বৃষ্টি এলে,
সাদা শাড়ীতে ভিজবে নাকী আমার সাথে?
চেয়েছিল জানতে, নূর নামের এক ছেলে।
মায়ামায়া চোখের এক যুবক
নাম যেন কি ছিল-
হাসান,জামিল নাকি ফারুক!
ভুলে গেছি আজ,
পরাতে চেয়েছিল আমায় প্রেমের তাজ।
আমি চেয়েছিলাম হিমালয়ে যেতে,
একরাশ জমানো শুভ্রতার ঘ্রাণ নিতে।
চেয়েছিলাম যেতে নৌকো করে যমুনায়,
যেখানে মিশেছে ও সাগর মোহনায়।
চেয়েছিলাম ফুল হতে,
দূর্গন্ধরে গন্ধ বিলাতে।
নদী হয়ে বয়ে যেতে,
মাঝিরে আমার মাঝে পেতে।
প্রজাপতি হয়ে আকাশে উড়ব-
স্বপ্ন ছিল পৃথিবীর সব কোনা ঘুরব।
তারপর,বিয়ে হল,
স্বপ্ন পাখা কেটে গেল।
হলাম বউ-স্ত্রী অথবা ভাবী-
আর এখন মা ও হব,
নিজের স্বপ্ন নিয়ে আর কখন ভাবব?
আমি তো নারীবাদীতা বুঝিনি,বুঝেছি নারীত্ব,
কাব্য চিনিনি, চিনেছি কবি আর কবিত্ব।
ভাবছি মেয়েকে দিব উড়তে,
দুটো পাখনা কিনে দিব শুরুতে।
তারপর তার ডানায় ভর করে,
যাবে আমার স্বপ্নরাও উরে।
তবে হয় ভয়,
না জানি সমাজ কি কয়!
হয়ত আমি জন্ম দিতে চলেছি আমারে,
একদিন আমার মতই ব্যর্থ স্বপ্ন গীত গাবে যে!
ক্রেডিটঃ স্বপ্ন চারিনী
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪
বিজন রয় বলেছেন: আমি তো নারীবাদীতা বুঝিনি,বুঝেছি নারীত্ব,
কাব্য চিনিনি, চিনেছি কবি আর কবিত্ব।
সুন্দর।
++++