![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে আছে অপরুপা?
সেই প্রথম দিনটির কথা
কবরস্থানের পাশের রাস্তায়
তোমার সাথে আমার প্রথম দেখা
মনে আছে অপরুপা?
কবরস্থানের পাশের সেই
বড় গাছটার কথা?
যার পাতা ঝরে পড়েছিলো
তোমার ঘন কালো চুলে
আর মনে আছে সেই
থোকা থোকা লাল ফুলগুলোর কথা?
সেদিন ফুটেছিলো
গাছটার ডালে ডালে।
ফুলগুলোর নাম কি তোমার জানা ছিল অপরুপা?
ফুলগুলোর মিষ্টি সুবাসে মোহনীয় হয়েছিল প্রকৃতি।
দিনটি বসন্তের দিন ছিল অপরুপা।
দিনটি পৃথিবীর শ্রেষ্ঠতম দিনগুলোর একটি দিন ছিল অপরুপা।
মনে আছে অপরুপা?
আমাদের রাতদিন নিশ্চুপ শব্দহীন কথোপকথন এর কথা?
তোমার কাছে এর গুরুত্ব ছিল সামান্য
কিন্তু আমার কাছে অসীম।
মনে আছে অপরুপা?
বৈশাখের প্রথম দিনটির কথা?
তুমি পড়েছিলে লাল পাড় শাড়ী।
পৃথিবীর সব রূপ সেদিন সেখানে জড়ো হয়েছিল অপরুপা।
মনে আছে অপরুপা?
তুমি বলেছিলে আমায় আমি তোমার সবচেয়ে কাছের বন্ধু
তুমি কখনো ছেড়ে যাবে না আমায়
সেদিন পৃথিবীতে আমার চেয়ে সুখী কেউ
ছিল না অপরুপা।
অপরুপা, তোমার ব্যক্তিত্ব
আমায় মুগ্ধ করেছিলো
তুমি চঞ্চলা, তুমি সরল প্রতিমা
তুমি বনলতা,তুমিই বেলাবোস।
তুমি চিরসবুজ হরিণী।
তোমার অনর্গল কথার ধ্বনি
আমার কাছে সংগীতের চাইতেও মধুর মনে হয় অপরুপা।
দিন যেতে থাকে
আমি তোমায় অনেক বেশি বিশ্বাস করতাম।
দিন যায় কিন্তু হায়
সব সুখ সবার সয় না।
মনে আছে অপরুপা?
সেই অভিশপ্ত বিকেলের কথা?
যে বিকেলে আমি নিজের অজান্তে
জেনে ফেললাম তোমার লুকোনো সত্যকে
হায়,কেন তুমি আমায় মিথ্যে বলেছিলে অপরুপা?
তুমি কেন এত স্বার্থপর হয়েছিলে অপরুপা?
আমার বিশ্বাসের মর্যাদা কেন এভাবে দিলে?
তোমায় আমি সত্যের রাণী ভাবতাম।
অপরুপা, মনে আছে সেই অভিশপ্ত রাতের কথা?
যে রাতে মুঠোফোনে ঘন্টার পর ঘন্টা তোমায় বিরক্ত করেছিলাম।
যে রাতে তোমার কাছে জবাব চেয়েছিলাম
তুমি কেন নীরব ছিলে অপরুপা?
মনে আছে অপরুপা সেই রক্তস্নাত রাতের কথা?
বিধ্বস্ত আমি রক্তাক্ত আমার দু হাত
আমি আত্মহনন করতে চেয়েছিলাম
কেন তুমি আমায় কিছু বলোনি অপরুপা?
তুমি ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেছিলে
কখনো কোনো ঝড়ে আমাদের বন্ধুত্ব
তুমি ভাঙতে দেবে না।
তাহলে কেন তুমি প্রতিজ্ঞা ভাঙলে অপরুপা?
কেন তুমি চলে গেলে আমায় একলা ফেলে।
মনে আছে অপরুপা আমার জীবনের
সবচেয়ে কঠিন মুহূর্ত গুলোর কথা?
ভাগ্যের নির্মম পরিহাসে যখন আমি অসহায়
আমার পরিবার বিপর্যস্ত
তখন তোমার কাছে আমি আশ্রয় খঁুজেছিলাম
কিন্তু কই? তুমি তো আমার পাশে ছিলে না অপরুপা।
দিন কেটে যায়,সময় চলে যায়
অপরুপা তুমি চলে গিয়েছ বহুদূর
আজও সেই হারানো সুর আমার কানে বাজে
আজও খুঁজি তোমার অস্তিত্ব
তোমার ফেলে যাওয়া ধূসর স্মৃতিতে।
মুঠোফোনের ছোট বার্তাগুলো
আজও আছে আমার কাছে
সযত্নে সেসব রেখেছি কাছে
দেব না কোনোদিন হারাতে।
এত কিছুর পরও আজও বলি
ভালোবাসি শুধু তোমাকে
তুমি ছিলে আমার শ্রেষ্ঠ বন্ধু
কি করে ভুলব তোমাকে?
হোক না সব মিথ্যে, হোক যত ঝড়
তুমি সারাজীবন থাকবে আমার
অন্তরের গহীনে।
এই পৃথিবীতে নাহোক
দেখা হবে স্বর্গদ্বারে
সেদিন তুমি বুঝবে
কতোটা ভালোবাসি তোমাকে
চাই তোমার কাছে এতটুকু ভিক্ষে
কখনো ভুলে যেওনা আমাকে
মনে রাখবে তো অপরুপা
তোমার প্রতি মুগ্ধ এক কবিকে
মনে রাখো অপরুপা, রেখো
তোমার অন্তরের গহীনে ছোট্ট একটি কোণে।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪২
দিনাজপুরিয়া বলেছেন: হৃদয় ছুঁয়ে গেলো....

পুরনো স্মৃতি মনে পড়ে গেলো ভাই