নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে পাবেন\nhttps://www.facebook.com/chanchol.bangali

পাহাড়ের কান্না

আমার উত্তরের দেয়াল,করিনাই আগে খেয়াল।দক্ষিণেরে বলে,থাপড়া ওর গালে।আর কতকাল ডাবল খাটে,একলা একা রবি,উস্টা দিয়া জিগা ওরে,আনবো কবে ভাবি।

পাহাড়ের কান্না › বিস্তারিত পোস্টঃ

আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়!!!!!! :(( :(( :((

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০

বিলাইর মত চুক্ষু যে তার ভেড়ার মত নাক,

চুলের খোপায় ভুল করে এসে ডিম পেড়ে দেয় কাক। :-&

হাসলে তুমি কান জলে যায় মুরগী করে চি চি,

দাঁত দেখলে কাত হয়ে যাই তরমুজেরই বিচি। B:-/

হাতির সঙ্গে দাঁড়ালে তুমি হাতিকে লাগে চিকন,

গায়ের রঙ এ ফেল করবে SMACK THAT AKON :|

রুপবতী এমন কন্যা স্বপ্নে গত রাতে,

পাশে বসে চুপটি করে হাত রাখলে হাতে- :||

চমকে উঠে থমকে গিয়ে লুকাই খাটের তলে,

স্বপ্ন দেখার ভয়ে এখন ঘুমাই দুচোখ মেলে। B:-)

মন্তব্য ৬৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

অচিন.... বলেছেন: hahaha darun paka vai

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

পাহাড়ের কান্না বলেছেন: ধন্যবাদ :)

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

গোলাপ ভাই বলেছেন: চমৎকার +
অনেকদিন পর ব্লগে আসলেন।
কেমন আছেন?

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

পাহাড়ের কান্না বলেছেন: ভালো আছি গোলাপ ভাই

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
:D :D :D

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

পাহাড়ের কান্না বলেছেন: :)

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

একজন আরমান বলেছেন:
ভাই এটা স্বপ্ন না দুঃস্বপ্ন ! :P

আপনার কথা একজনের মুখে অনেক শুনেছি।
আজ দেখা পেলাম আপনার।
আশা করছি আমাদের মাঝে আবার নিয়মিত হবেন। :)

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯

পাহাড়ের কান্না বলেছেন: নিয়মিত হওয়ার ইচ্ছে হয় খুব। কিন্তু আগের মত আর সময় সুযোগ হয়ে উঠে না। ব্লগকে মিস করি অনেক।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

তাহিন বলেছেন: অনেকদিন পরে মনেহয় একটা কবিতা প্রসব করলা। ইদানীং প্রসব বেদনা এত দেরিতে উঠে কেন? আরো বড় হইলে কিছুক্ষণ বেশি আনন্দ পাওয়া যাইত।

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১০

পাহাড়ের কান্না বলেছেন: বুঝোনা বয়স হয়া গেছেতো। আগের মত আর এনার্জি পাই না তাই বেদনা ও দেরীতে হয় :(

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

শান্তা273 বলেছেন: দারুন!

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

পাহাড়ের কান্না বলেছেন: :)

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

ভিয়েনাস বলেছেন: ভাইজান অনেক দিন পর আবারো মজার কবিতা :)

আশা করছি এই স্বপ্ন চিরস্থায়ী হবে এবং মজার মজার কবিতা পাবো :P

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১২

পাহাড়ের কান্না বলেছেন: কি আশা কর্লেন এইডা?? :(( :((

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১২

আরজু পনি বলেছেন:

বেচারা ....বিয়া বিয়া করতে করতে শেষ পর্যন্ত এই অবস্থা!!! :P

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩

পাহাড়ের কান্না বলেছেন: আব্বায় কইছে বড় হইলে আমারে বিয়া করায়া দিব। হ! :|

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২০

নস্টালজিক বলেছেন: হাতির সঙ্গে দাঁড়ালে তুমি হাতিকে লাগে চিকন,
গায়ের রঙ এ ফেল করবে SMACK THAT AKON



বেসম্ভব মজা!


পাহাড়ের কান্না-কে ম্যালাদিন বাদে দেখা গেলো!

শুভেচ্ছা অনেক!

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

পাহাড়ের কান্না বলেছেন: ম্যালাদিন বাদে দেখা গেলেও পাকা কিন্তু আপনাদের খবর রাখে ;)

অভিনন্দন রানা ভাই :)

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৮

অস্থির ভদ্রলোক বলেছেন: হেহেহেহে। মজা পাইছি।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

পাহাড়ের কান্না বলেছেন: হি হি হি। ভাল্লাগছে :)

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২১

মুনসী১৬১২ বলেছেন: পাকা রকস এগেইন

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

পাহাড়ের কান্না বলেছেন: !:#P !:#P

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: :D :D :D :D

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

পাহাড়ের কান্না বলেছেন: :)

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২১

অন্ধকারের রাজপুত্র বলেছেন: অনেকদিন পর ! :)
কেমন আছেন পাকা ভাই ???

পোস্ট ভাল্লাগসে ! :)
+++++++

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

পাহাড়ের কান্না বলেছেন: ভালো আছি ডেমন :)

১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১০

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, জোস হৈসে :P ||

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

পাহাড়ের কান্না বলেছেন: :)

১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

স্বাধীনচেতা মানবী বলেছেন: :D :D :D হাসি থামছেণা ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

পাহাড়ের কান্না বলেছেন: হাসি থামার কি দর্কার কন। হাসাহাসি টেক্স ফ্রি। হাসতে থাকেন। হাসতে হাসতে কাশতে থাকেন

১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

স্বাধীনচেতা মানবী বলেছেন: :D :D :D হাসি থামছেণা ।

১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২

মাহী ফ্লোরা বলেছেন: হা হা এইটা কি লিখলেন বাঈয়াআআ! =p~ =p~

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১

পাহাড়ের কান্না বলেছেন: চহজ চরল একটা চড়া লিকেচি :(

১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

হাসান মাহবুব বলেছেন: ভালা হৈসে পাকা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১

পাহাড়ের কান্না বলেছেন: ধন্যবাদ হামা ভাই। ভালো আছেন নিশ্চই।

১৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

আমি তুমি আমরা বলেছেন: ++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

পাহাড়ের কান্না বলেছেন: :)

২০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: হাসতে হাসতে পড়ে গেলাম ভাই =p~ =p~ =p~ =p~ ... কোত্থেকে তা আর না বলি :-&



প্লাস নিন এত্ত হাসি উপহার দেয়ার জন্যে !:#P

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

পাহাড়ের কান্না বলেছেন: আচ্ছা না বলেন। প্লাস উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

২১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: :) :) :)


দারুণ! অদ্ভুত হইছে!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

পাহাড়ের কান্না বলেছেন: আপ্নের নাম এমন ক্যা? অদ্ভুত হইছে :||

২২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

সাহিদা আশরাফি বলেছেন: হা হা হা জটিল =p~ =p~ =p~

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

পাহাড়ের কান্না বলেছেন: ধন্যবাদ :)

২৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

আমিনুর রহমান বলেছেন: হাসমু না ;)


পাকা ভাই কেমুন আচেন। অনেকদিন পর আসলেন, আপনি থাকলে দুঃখে ও হাসতে পারি =p~ =p~ =p~ =p~ =p~

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

পাহাড়ের কান্না বলেছেন: ভালো আছি ভাই। হাসমুনা কয়া তো হাসতে হাসতে পইড়া গেলেন :)

২৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০

কালোপরী বলেছেন: =p~ =p~ =p~ =p~ :-P :-P :-P :-P :-P

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

পাহাড়ের কান্না বলেছেন: :-B :-B

২৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

সায়েম মুন বলেছেন: #:-S

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

পাহাড়ের কান্না বলেছেন: ভালাছেননি মুন ভাই?

২৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

ভিয়েনাস বলেছেন: কেন ভাইজান, আশা কি খুব ছোট করে ফেললাম B-)


লেখক বলেছেন: আব্বায় কইছে বড় হইলে আমারে বিয়া করায়া দিব। .... আল্লাহ জানেন কবে আপনি আপনার আব্বার চোখে বড় হবেন B-))

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

পাহাড়ের কান্না বলেছেন: না থাউক আর আশা কইরেন না। আমি এই স্বপ্ন দেখতে চাইনা :(( আরেকটু বড় হইতে বাকি আছে 8-|

২৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০

সোমহেপি বলেছেন: পাকা ঠিক আগের মতই আছেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

পাহাড়ের কান্না বলেছেন: :)

২৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

যাযাবর৮১ বলেছেন:






গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

পাহাড়ের কান্না বলেছেন:
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

২৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

যাযাবর৮১ বলেছেন:





কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

পাহাড়ের কান্না বলেছেন:
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

৩০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫

নির্ঘুম প্রহর বলেছেন: :) :) :) :) :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

পাহাড়ের কান্না বলেছেন: ভালাছো??

৩১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

আত্নভোলা বলেছেন: পাকা রে ঝরে যাস নে.।.।.।.।.।.।
ভালা পাইছি তরে মিলা দিন দেখিনা..।.।.।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

পাহাড়ের কান্না বলেছেন: দোস্ত টাইম পাইনা। যামুনে এলাকায়

৩২| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

৩৩| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

নির্ঘুম প্রহর বলেছেন: হুম :)

২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩২

পাহাড়ের কান্না বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.