![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার উত্তরের দেয়াল,করিনাই আগে খেয়াল।দক্ষিণেরে বলে,থাপড়া ওর গালে।আর কতকাল ডাবল খাটে,একলা একা রবি,উস্টা দিয়া জিগা ওরে,আনবো কবে ভাবি।
ডাইনী বুড়ি ডাইনি বুড়ি,
তাজা রক্ত খাও?
রক্তে কি স্বাদ পাও? গরীবের রক্ত! তাও?
ডাইনী তুমি হোৎকা পেটুক,
খাও দল নিয়া পাও যেথা যেটুক।
দেশের চোখে দিচ্ছ ধুলো
জনগনকে দেখিয়ে মুলো।
তবে যে ভারী গা বাঁচিয়ে পুটুস পাটুস চাও?
ডাইনী তুমি তোমার সঙ্গে আঁড়ি আমার যাও।
ডাইনী বুড়ি বাদরমুখি, দিতে হবে শোধ,
বেকুব মূর্খ নিয়ে তোমার মন্ত্রী পরিষদ।
যুদ্ধাপরাধী ইস্যু নিয়ে জনগনকে বানিয়ে বোকা,
যা বুঝে আজ কচি খোকা।
দোহাই তোমার ত্যানা ইস্যুর একটু ক্ষ্যামা দাও।
ডাইনী বুড়ি তোমার কি নাই একটু মরার ভয়?
এত লোককে মারতে পারো যুদ্ধাপরাধী কেন নয়??
তোমার দুটি পায়ে পরি, একটু ফিরে চাও
ত্বরিঘরি করে এবার রাজাকারের রক্ত খাও।
১০ ই মে, ২০১৩ রাত ২:০১
পাহাড়ের কান্না বলেছেন: ধন্যবাদ সবুজ সাথী
২| ০৮ ই মে, ২০১৩ রাত ১০:২৫
Akhter বলেছেন: যুদ্ধাপরাধী ইস্যু নিয়ে জনগনকে বানিয়ে বোকা,
যা বুঝে আজ কচি খোকা।
এত লোককে মারতে পারো যুদ্ধাপরাধী কেন নয়??
প্রথম লাইনে বোঝা যাচ্ছে জনগনকে বিচারের নামে বোকা বানানো হয়েছে এবং বিচারের নামে প্রহসন চলছে।
শেষের লাইনে বোঝা যাচ্ছে এত লোক মারতে পারো যুদ্ধাপরাধীদের মারতে পারেনা কেন।
প্রশ্নটা হচ্ছে, বিচারের নামে বোকা বানায়া প্রহসনের বিচার (তোমার লাইনের মতে ) আবার তুমি লিখলা এত লোক মারছে কেন যুদ্ধাপরাধীদের মারছেনা। বিচারের নামে জনগনকে বোকা বানায়া কাউকে মারাটা কতটা যুক্তি সঙ্গত।
ওয়েলকাম ব্যাক।
১০ ই মে, ২০১৩ রাত ২:০৩
পাহাড়ের কান্না বলেছেন: ধরতে পারেন নাই
ধন্যবাদ।।
৩| ০৮ ই মে, ২০১৩ রাত ১০:৪৫
সায়েম মুন বলেছেন: ভাল লিখেছেন। অনেক দিন পর দেখলাম। আশা রাখি ভাল আছেন। শুভকামনা থাকলো।
১০ ই মে, ২০১৩ রাত ২:০৪
পাহাড়ের কান্না বলেছেন: সায়েম ভাই ভালো আছি আমি। আপনি ভালোতো??
৪| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:০৮
নিমা বলেছেন: অসাধারন.......
ডাইনী বুড়ি তোমার কি নাই একটু মরার ভয়?
এত লোককে মারতে পারো যুদ্ধাপরাধী কেন নয়??
তোমার দুটি পায়ে পরি, একটু ফিরে চাও
ত্বরিঘরি করে এবার রাজাকারের রক্ত খাও।
১০ ই মে, ২০১৩ রাত ২:০৫
পাহাড়ের কান্না বলেছেন: পুরোনো বন্ধুদের দেখলে ভালো লাগে খুব। শুভ কামনা নিমাপু
৫| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:১৫
আমিনুর রহমান বলেছেন:
চসম হইছে পাকা ভাই +++
১০ ই মে, ২০১৩ রাত ২:০৫
পাহাড়ের কান্না বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই
৬| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:১৫
রেজোওয়ানা বলেছেন:
ওয়েলকাম ব্যাক!!!
১০ ই মে, ২০১৩ রাত ২:০৬
পাহাড়ের কান্না বলেছেন: থ্যাঙ্কস আপু
৭| ০৯ ই মে, ২০১৩ রাত ১:২৫
একজন আরমান বলেছেন:
দারুন।
ওয়েলকাম ব্যাক পাকা ভাই।
১০ ই মে, ২০১৩ রাত ২:০৭
পাহাড়ের কান্না বলেছেন: সেই ছবিটি আজো আছে একজন আরমান ভাই
৮| ০৯ ই মে, ২০১৩ সকাল ৯:০০
তন্ময় ফেরদৌস বলেছেন: পাকা ইজ ব্যাক
১০ ই মে, ২০১৩ রাত ২:০৮
পাহাড়ের কান্না বলেছেন: ব্যাক টু দ্যা প্যভিলিয়ন
৯| ০৯ ই মে, ২০১৩ রাত ১০:৩৭
আমি তুমি আমরা বলেছেন: +++
১০ ই মে, ২০১৩ রাত ২:০৯
পাহাড়ের কান্না বলেছেন:
১০| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:১৬
সোহাগ সকাল বলেছেন: আপনেরে অনুসরণে নিলাম!
৩১ শে মে, ২০১৩ দুপুর ১:৫৬
পাহাড়ের কান্না বলেছেন: অনুসারিত হয়ে বিরাট খুশি হইলাম
১১| ২১ শে মে, ২০১৩ রাত ৮:৩৩
নির্ঘুম প্রহর বলেছেন: দোহাই তোমার ত্যানা ইস্যুর একটু ক্ষ্যামা দাও।
ডাইনী বুড়ি তোমার কি নাই একটু মরার ভয়?
এত লোককে মারতে পারো যুদ্ধাপরাধী কেন নয়??
তোমার দুটি পায়ে পরি, একটু ফিরে চাও
ত্বরিঘরি করে এবার রাজাকারের রক্ত খাও।
অশাধারন.।.। .।
৩১ শে মে, ২০১৩ দুপুর ১:৫৯
পাহাড়ের কান্না বলেছেন: ভালা আছেননিগো নানী??
১২| ১২ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৫
ত্রিনিত্রি বলেছেন: পোস্টের শিরোনাম পড়েই তো সোজা হয়ে গেলাম! মনে হইলো একখান সানগ্লাস পইড়া আন্ধার রুমে আপনি ইয়ো ইয়ো করছেন সামনে ডিজের বক্স নিয়া!!! হাহাহাহা।
অসাধারন লিখতে কয়েক শত অ লাগবে!!
পিলাচের বন্যা।
১৫ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৬
পাহাড়ের কান্না বলেছেন: বহুদিন পরে আপনারে দেখলাম। ভালো লাগলো অনেক অনেক শুভকামনা ত্রিনিত্রি
১৩| ১৮ ই জুন, ২০১৩ রাত ১১:১১
নীল কষ্ট বলেছেন: ডাইনী বুড়ি আছে? বুড়া কই?
১৮ ই জুন, ২০১৩ রাত ১১:১৯
পাহাড়ের কান্না বলেছেন: ডাইনীর লগে কেউ টিকতে পারেনা বুড়াও পারেনাই
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৩ রাত ১০:১৪
সবুজ সাথী বলেছেন: ওয়েল্কাম ব্যাক পাকা ভাই।
কোবতেখানা হইছে দারুন