নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে পাবেন\nhttps://www.facebook.com/chanchol.bangali

পাহাড়ের কান্না

আমার উত্তরের দেয়াল,করিনাই আগে খেয়াল।দক্ষিণেরে বলে,থাপড়া ওর গালে।আর কতকাল ডাবল খাটে,একলা একা রবি,উস্টা দিয়া জিগা ওরে,আনবো কবে ভাবি।

পাহাড়ের কান্না › বিস্তারিত পোস্টঃ

চরম গরমে পরম অশান্তি

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:০৭

ঘরের ভেতর আগুন জ্বলে, চেয়ার খানা গরম,

জামা কাপড় গায়ে থাকে না হারিয়ে গেছে শরম। :#>

ফ্যান ঘুরছে ধীর গতিতে টানছে গরম হাওয়া,

কলের পানিও গরম তাতে, যায়না রে ভাই নাওয়া। /:)

বালিশ গরম বিছানা গরম, পারিনা একটু শুতে,

সেই বিছানায় ভাগিনা আবার দিয়ে গেছে মুতে। :-P

গাছের পাতা নড়ে না রাতে, রৌদ্র দিনে চরম,

শরৎ হেমন্ত,বসন্ত নাই আছে শুধু গরম। :||

গরম এখন রাজনীতির মাঠ, গরম তাদের প্যানেল,

বুদ্ধিজীবিদের দৌরাত্বে গরম টিভি চ্যানেল। X(

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি গরম বাজার সদাই।

কারো কারো মাথা গরম কারণ ছাড়া হুদাই। :|

চারিদিকে গরম এখন গরম যুগের হাওয়া,

নিশ্চিন্তে হয় না শুধু গরম কফি খাওয়া। :-<



মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:২০

লিঙ্কনহুসাইন বলেছেন: এইবার নাকে তেল দিয়া ঘুমান :প

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:৩৮

পাহাড়ের কান্না বলেছেন: জটিল বুদ্ধি :-B :-B

২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:২২

আরজু পনি বলেছেন:

.

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:৩৯

পাহাড়ের কান্না বলেছেন: আহারে আপুর কম্পিউটারের কালি শেষ হয়া গেছে :||

৩| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ২:৪৪

দুরন্ত সাহসী বলেছেন: :) :) :) :)



কেমন আছেন পাকা?

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

পাহাড়ের কান্না বলেছেন: জ্বী ভাই ভাল আছি। :)

৪| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: :) :) :) :)

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:০০

পাহাড়ের কান্না বলেছেন: :)

৫| ০৫ ই জুন, ২০১৩ রাত ১:৫৯

আমি তুমি আমরা বলেছেন: বালিশ গরম বিছানা গরম, পারিনা একটু শুতে,
সেই বিছানায় ভাগিনা আবার দিয়ে গেছে মুতে।


=p~ =p~ =p~

০৭ ই জুন, ২০১৩ রাত ১২:৩৯

পাহাড়ের কান্না বলেছেন: ভাই শীত কবে আইবো?? :||

৬| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩১

নীরব 009 বলেছেন: পাকা ভাই আগের মতোই আছেন। লাইন শেষে একটা করে ইমো তেমনই আছে। :)


লেখায় অবশ্যই প্লাস আর লিঙ্কনহুসাইন এর দেয়া ছবিতে অনেক অনেক প্লাস ;)

০৭ ই জুন, ২০১৩ রাত ১২:৪০

পাহাড়ের কান্না বলেছেন: আগের মতই আছি। আগের মতই থাকতে চাই।

হ ছবিটা জটিল

৭| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৪

হাসান মাহবুব বলেছেন: কলের পানিও গরম তাতে, যায় রে ভাই নাওয়া

একটা না মিসিং মনে হচ্ছে।

ভালো লাগলো পাকা।

০৭ ই জুন, ২০১৩ রাত ১২:৪১

পাহাড়ের কান্না বলেছেন: ধন্যবাদ হামা ভাই। এডিট করে দিয়েছি। :)

৮| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৫

~মাইনাচ~ বলেছেন: বালিশ গরম বিছানা গরম, পারিনা একটু শুতে,
সেই বিছানায় ভাগিনা আবার দিয়ে গেছে মুতে।


=p~

এক নং কমেন্টের ছবিটা আরো চরম =p~

০৭ ই জুন, ২০১৩ রাত ১২:৪২

পাহাড়ের কান্না বলেছেন: আপ্নের প্রোফাইলের পিচ্চিটা অনেক কিউট

৯| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:২৫

ৈজয় বলেছেন:

পদ্য ভালো হৈছে

১৫ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৭

পাহাড়ের কান্না বলেছেন: থ্যঙ্কস

১০| ১২ ই জুন, ২০১৩ সকাল ১১:৪২

ত্রিনিত্রি বলেছেন: বালিশ গরম বিছানা গরম, পারিনা একটু শুতে,
সেই বিছানায় ভাগিনা আবার দিয়ে গেছে মুতে। :-P


হাসতেই আছি, এখনো হাসতেই আছি!! চরম চরম! তবে যত যাই হোক, আপনার "তোমার আমার প্রেম শুধু চিপা চাপা খোঁজে" টা হচ্ছে ক্লাসিক.।আজকেও পড়ে আবার হাসতে হাসতে গড়াগরি খেয়ে শেয়ার দিলাম।

পিলাচের বন্যা।

১৫ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৮

পাহাড়ের কান্না বলেছেন: হা হা হা ঐটা এখনো মনে আছে আপনার। ধন্যবাদ দিয়ে আর বড় করলাম না ;)

১১| ১২ ই জুন, ২০১৩ দুপুর ১২:০২

রহস্যময়ী কন্যা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:২১

পাহাড়ের কান্না বলেছেন: :-B :-B

১২| ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

রহস্যময়ী কন্যা বলেছেন: লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): চান্দি গরম
হাসতেই আছি =p~ =p~ =p~ =p~

১৭ ই জুন, ২০১৩ রাত ১১:১৬

পাহাড়ের কান্না বলেছেন: :|

১৩| ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

মদন বলেছেন: আপনার পোষ্টের জন্যই এই পোষ্ট Click This Link

১৭ ই জুন, ২০১৩ রাত ১১:১৯

পাহাড়ের কান্না বলেছেন: দিন যায় গরম বাড়ে :(

১৪| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪১

ঘাসফুল বলেছেন: কোব্তে ক্যামনে মিসিং করলাম... :||


আষ্ট...

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৫৩

পাহাড়ের কান্না বলেছেন: আর কেমনে...গরমে

১৫| ১৮ ই জুন, ২০১৩ রাত ১১:০৮

নীল কষ্ট বলেছেন: পাহাড় কেমন কান্দে বুঝলাম না আজো

ছড়া সুন্দর হইছে।
খবর কি ভাইসাব?

আমার বারান্দায় ঠান্ডা শীতল বাতাসের বন্যা।
গাছের পাতা নড়তে নড়তে উল্টাইয়া ভাইঙ্গা পড়ে পড়ে..

১৮ ই জুন, ২০১৩ রাত ১১:১৪

পাহাড়ের কান্না বলেছেন: গরমের মধ্যে খবর একটাই হেইডা হইলো গরম লাগে।
আপ্নের বারান্দায় ঠান্ডা বাতাস আইলেই কি আর আন্ডা মারলেই কি? আমার ঘরে তো গরমে টিকতে পারতাছিনা।

১৬| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৪৮

আল-মামুন-কৌশিক বলেছেন: হা হা হা... :)

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৪

পাহাড়ের কান্না বলেছেন: আইজ্জাও গরম পইচ্চে

১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

নির্ঘুম প্রহর বলেছেন: বালিশ গরম বিছানা গরম, পারিনা একটু শুতে,
সেই বিছানায় ভাগিনা আবার দিয়ে গেছে মুতে। :) :) :) :) :)

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৫

পাহাড়ের কান্না বলেছেন: বালানি নানী?

১৮| ১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৯

শায়মা বলেছেন: ভাইয়া তোমাকে অনেক মিস করি!!!

কেমন আছো? কোথায় আছো???

০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

পাহাড়ের কান্না বলেছেন: ভালো আছি ভালো থেকো। আকাশের মোবাইলে মিসকল দিও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.