![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার উত্তরের দেয়াল,করিনাই আগে খেয়াল।দক্ষিণেরে বলে,থাপড়া ওর গালে।আর কতকাল ডাবল খাটে,একলা একা রবি,উস্টা দিয়া জিগা ওরে,আনবো কবে ভাবি।
পাশ করে যায় এখন সকল আন্দু কুদ্দুস আবুল,
যে যা পায় দিয়ে দেওয়া হয় নাম্বার তারে ডাবল।
চাকরী এখন সোনার হরিণ যায়না পাওয়া তারে,
তার উপরে পাশের হার দিন দিন খালি বাড়ে।
সকাল বেলা মুখস্থ করে বিকেল বেলাই ফর্গেট!!
তার ও এখন বোর্ড পরীক্ষায় A প্লাস এর টার্গেট।
সকল বিষয়ে ৮০+ স্বপ্ন ও ছিলনা আগে।
এর কম কেউ পাইলে এখন মিষ্টিই খাওয়ায় না রাগে।
বাবা বলেন আমরা যখন করতাম মেট্রিক পাশ,
দশ গায়ের লোক দেখতো এসে বলতো ব্যাটা সাবাশ।
এখন সবাই পাশ করে যায় নাকে দিয়ে তেল।
ক’দিন পরে দেখতে আসবে করলে কেউ ফেল।
পড়ালেখার মান কমে কমে নাই কোন আর মান-ই,
আর কিছু নাই বলার শুধু বলবো হাউ ফানী!!
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৫
পাহাড়ের কান্না বলেছেন: হ আমার ও
২| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৮
আরজু পনি বলেছেন:
অনুসারিততে ঢু দিয়ে পাকার লেখা দেখেই পোস্টে ঢুকলাম
অরেকটু নিয়মিত হন প্লিজ।
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪০
পাহাড়ের কান্না বলেছেন: অনেকদিন পরে ঢুইকা দেখি কিছুই খুইজ্জা পাইনা। পোস্ট দিমু ক্যামনে খুইজ্জা পাইনা। মন্তব্যের জবাব দিমু তাও খুইজা পাইনা। আউলা ঝাউলা লাগে। পুরোনো সেই ব্লগটাই অনেক ভালো ছিল।এখন আর মজা পাইনা আপনাদের সবাইকে অনেক মিস করি। সবাই কোথায় যেন হারিয়ে গেল। অনেক দিন পরে এসে আপনাকে দেখে ভালো লাগলো। অনেক অনেক শুভেচ্ছা আপু।
৩| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৩
হাসান মাহবুব বলেছেন: আরে পাকা এতদিন পর কোথা থেকে! রেগুলার হৈবা নাকি?
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৯
পাহাড়ের কান্না বলেছেন: -
হারিয়ে গেছি এক এক করে আমি আমরা সবাই,
হামা ভাই সকলের মাঝে ছিলেন আছেন সদাই।
রেগুলার হইতে মঞ্চায়
৪| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৭
স্পেলবাইন্ডার বলেছেন: অনেক..........দিন পর! কোথায় লালসালু, কোথায় পাকা!!!
১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩০
পাহাড়ের কান্না বলেছেন: কোথায় সেই সামু
৫| ১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৩
মিজভী বাপ্পা বলেছেন: সেইরম হইছে +++++++++++++
৬| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১০
সাদেক বলেছেন: চাকরির অভিজ্ঞতা নিয়ে সবাই আমার পোষ্ট টি পড়বেন
৭| ২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২২
ভুল উচ্ছাস বলেছেন: ওয়াও, পাকা ভাই, এগেইন রক্স।
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮
বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০২
জুন বলেছেন: পাকা আমি যে কতবার তোমার কথা ভেবেছি চিন্তাও করতে পারবে না । তোমাকে ব্লগে দেখে কিযে ভালোলাগছে । আমার ব্লগীয় জীবনের নানা রকম ঝড় ঝন্ঝায় তোমার সহায়তার কথা আমি কখোনোই ভুলি না ।
ফেসবুকে নেই ভাইয়া অনেক বছর । তারপর আমার বোনটি কেমন আছে তোমার সংসারে? আর ভাগ্নে ভাগ্নীরাই বা কেমন আছে কতবড় হলো সব জানিও । আর হারিয়ে যেওনা যেনো
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৫
পাহাড়ের কান্না বলেছেন: আপনার বোন ভালো আছে আআলহামদুলিল্লাহ্। আর আপনার একমাত্র ভাগ্নের বয়স এপ্রিলে ২ বছর পূর্ণ হবে। ব্লগে রেগুলার হওয়াটা অনেক কষ্টকর হবে।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৭
আরজু পনি বলেছেন:
হ, আবার ইসকুল ফাইনাল পরীক্ষা দিতে মন চায়