নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে পাবেন\nhttps://www.facebook.com/chanchol.bangali

পাহাড়ের কান্না

আমার উত্তরের দেয়াল,করিনাই আগে খেয়াল।দক্ষিণেরে বলে,থাপড়া ওর গালে।আর কতকাল ডাবল খাটে,একলা একা রবি,উস্টা দিয়া জিগা ওরে,আনবো কবে ভাবি।

পাহাড়ের কান্না › বিস্তারিত পোস্টঃ

পাহাড়ের কান্না ফিচারিং হোসনে আরা সফদার ডাক্তার রি-ডিফাইন্ড খবরদার ডাক্তার

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৮

খবরদার ডাক্তার, জীবনটা ছাড়খার চান্স পেলে দেয় টেস্ট ধরিয়ে,
টেস্ট দিলে কমিশন, পেয়ে যাবে আজীবন কেন দিবে লোভ টাকে সরিয়ে?
ইয়া বড় ভুড়ি তার, দিয়ে রাখে ছুড়ি ধার রোগী এলে দিবে গলায় চালিয়ে।
হোক রোগী অসহায়, দুই বেলা নাহি খায়, মাফ নাই কোথা যাবে পালিয়ে?
বুকে ব্যথা নিয়ে গেলে, বুকটাই ছিড়ে ফেলে করে দেয় সার্জারি বাইপাস।
মাথা ব্যাথা হলে পরে, দুই হাতে কানে ধরে ঔষধের নামে দেয় ছাইপাস।
কোন এক রোগী এলে, আকাশের চাঁদ মেলে অসুখটা ভেতরেই পুষবে,
তিন দিন, সাত দিন কেটে যাবে রাত দিন সহায় আর সম্বল,একে একে সব কিছুই চুষবে।
খুব বড় ডাক্তার, যশ খ্যাতি ডাক তার চাহিদাও খুব এই বাজারে,
সিরিয়াল দিলে আজ তিন মাস পরে মিলে ভিজিট পেরিয়েছে হাজারে।
খবরদার ডাক্তার, ডিগ্রি যে কত তার মাঝে মাঝে ভুলে যায় নিজেও,
ভিজিট আর কমিশন তার সাথে দিও মন চিকিৎসা সেবা আর কাজেও।

#সংবিধিবদ্ধ সতর্কীকরণ:সকল ডাক্তারকে এক পাল্লায় মাপবেন না।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৭ বিকাল ৪:০২

মেটাফেজ বলেছেন: অনেকদিন পর।

২| ২১ শে মে, ২০১৭ বিকাল ৪:০৪

পাহাড়ের কান্না বলেছেন: জ্বী। অনেক বছর পর :)

৩| ২১ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৮

কানিজ রিনা বলেছেন: একেবারে ধরাসায়ী, ডাক্তার সবদার।

২৭ শে মে, ২০১৭ রাত ১২:১০

পাহাড়ের কান্না বলেছেন: ধন্যবাদ আপু

৪| ২১ শে মে, ২০১৭ বিকাল ৫:২২

এরশাদ বাদশা বলেছেন: ওরে বাবা...এতো দেখি ওল্ড জিপসী!!!!!!
মামু, কুবতে তো মনে অয় আগে পড়ছি, তয় হেইডা ম্যাটার না..তুমারে আবার ব্লগে দেখলাম..হেইডায় টাশকিত!!! :P

২২ শে মে, ২০১৭ রাত ১১:২৪

পাহাড়ের কান্না বলেছেন: মামু এইডা আগে পড়নাই। এইডা নয়া প্রসব কইরা ব্লগেই প্রথম দিলাম। ফেবু ছাইড়া দিলা নাকি মামু? মিসাই তুমারে

৫| ২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

জগতারন বলেছেন:
ডাকতার! ভয় সবকিছু ছারখার।

৬| ২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২০

পাহাড়ের কান্না বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ :)

৭| ২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

টারজান০০০০৭ বলেছেন: সব মাছ গু খায় , ঘাইরা মাছের নাম হয় !

২৭ শে মে, ২০১৭ রাত ১২:১২

পাহাড়ের কান্না বলেছেন: এ্যা! :-&

৮| ২১ শে মে, ২০১৭ রাত ৮:২০

করুণাধারা বলেছেন: ভাল লাগল।

২৭ শে মে, ২০১৭ রাত ১২:১২

পাহাড়ের কান্না বলেছেন: ধন্যবাদ :)

৯| ২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

ঢাকার লোক বলেছেন: বেশ মজার !!

২২ শে মে, ২০১৭ রাত ১১:২৪

পাহাড়ের কান্না বলেছেন: ধন্যবাদ ঢাকার ভাই

১০| ২২ শে মে, ২০১৭ রাত ১১:৪০

সচেতনহ্যাপী বলেছেন: ভিজিট আর কমিশন তার সাথে দিও মন চিকিৎসা সেবা আর কাজেও। অনুরোধ শুধু এটাই আমাদের।।

২২ শে মে, ২০১৭ রাত ১১:৪২

পাহাড়ের কান্না বলেছেন: জ্বী ভাই। এতটুকুতেই আমরা সন্তুষ্ট থাকবো

ধন্যবাদ :)

১১| ২৪ শে মে, ২০১৭ রাত ১:৩৯

মুনসী১৬১২ বলেছেন: পাকা ভাই কেমন অাছেন..

২৭ শে মে, ২০১৭ রাত ১২:১৩

পাহাড়ের কান্না বলেছেন: জ্বী ভালো আছি মুনসী ভাই। আলহামদুলিল্লাহ :)

১২| ২৫ শে মে, ২০১৭ সকাল ১১:২৮

হাসান মাহবুব বলেছেন: বাহ! ছন্দের টোন আগের চেয়ে টানটান হয়েছে।

২৭ শে মে, ২০১৭ রাত ১২:১৪

পাহাড়ের কান্না বলেছেন: হামা ভাই :)

১৩| ০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫০

বিজন রয় বলেছেন: আপনি ব্লগে এত অনিয়মিত কেন?

অথচ আগে কতই না ব্লগিং করতেন।

শুভকামনা রইল।

১৫ ই জুন, ২০১৭ রাত ২:৩১

পাহাড়ের কান্না বলেছেন: ধন্যবাদ ভাই। হুম একসময় সারাদিন রাত ব্লগেই পরে থাকতাম। অন্য কিছু ভালো লাগতোনা। এখন আর সেরকম ইচ্ছা বা সময় কোনটাই নাই। তবুও মাঝে মাঝে চেষ্টা করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.