নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

০১৭৩৭৯২২৪২৯

সাখাওয়াত রহমান

সাখাওয়াত রহমান › বিস্তারিত পোস্টঃ

যে দোয়া পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তা মাফ মাফ হয়ে যায়

৩১ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩২

Click This Link
এটি সর্বোত্তম ও সর্বশেষ্ঠ দুআ আল্লাহ্‌ এর নিকট গুনাহ থেকে মাফ চাওয়ার, ক্ষমা প্রার্থনা করার। এখলাসের সাথে এই দোয়া পড়তে হবে।
সর্বোত্তম ইস্তেগফার দোয়া (সাইয়্যেদুল ইস্তেগফার)
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যাক্তি দিনের (সকাল) বেলায় দৃঢ় বিশ্বাসের
সাথে এ ইস্তিগফার পড়বে আর সন্ধা হওয়ার আগেই
সে মারা যাবে, সে জান্নাতী হবে। আর
যে ব্যাক্তি রাতের (প্রথম) বেলায় দৃঢ় বিশ্বাসের
সাথে এ দু’আ পড়ে নেবে আর সে ভোর হওয়ার আগেই
মারা যাবে সে জান্নাতী হবে।
দোয়া (সাইয়্যেদুল ইস্তেগফার)-
ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻧْﺖَ ﺭَﺑِّﻲ ﻟَﺎ ﺇِﻟَﻪَ ﺇِﻟَّﺎ ﺃَﻧْﺖَ ﺧَﻠَﻘْﺘَﻨِﻲ ﻭَﺃَﻧَﺎ ﻋَﺒْﺪُﻙَ ﻭَﺃَﻧَﺎﻋَﻠَﻰ ﻋَﻬْﺪِﻙَ ﻭَﻭَﻋْﺪِﻙَ ﻣَﺎ ﺍﺳْﺘَﻄَﻌْﺖُ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺷَﺮِّ ﻣَﺎﺻَﻨَﻌْﺖُ ﺃَﺑُﻮﺀُ ﻟَﻚَ ﺑِﻨِﻌْﻤَﺘِﻚَ ﻋَﻠَﻲَّ ﻭَﺃَﺑُﻮﺀُ ﻟَﻚَ ﺑِﺬَﻧْﺒِﻲ ﻓَﺎﻏْﻔِﺮْﻟِﻲ ﻓَﺈِﻧَّﻪُ ﻟَﺎ ﻳَﻐْﻔِﺮُ ﺍﻟﺬُّﻧُﻮﺏَ ﺇِﻟَّﺎ ﺃَﻧْﺖَ

উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রব্বী লা-
ইলাহা ইল্লা আনতা খালাক্কতানী ওয়া আনা আ'বদুকা ওয়া আনা আ'লা আহ্দিকা ওয়া ওয়াদিকা মাসতাতাআতু
আউযুবিকা মিন শার্রি মা ছা’নাতু
আবূউলাকা বিনি'মাতিকা আ'লাইয়্যা ওয়া আবূউলাকা বিযানবী ফাগ্ফির্লী ফাইন্নাহু
লা-ইয়াগফিরুয্যুনূবা ইল্লা আনতা।
অর্থ:- হে আল্লাহ তুমিই আমার প্রতিপালক।
তুমি ছাড়া কোন ইলাহ নেই। তুমিই
আমাকে সৃষ্টি করেছ। আমি তোমারই গোলাম।
আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও
অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল
থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি। তুমি আমার
প্রতি তোমার যে নিয়াঁমত দিয়েছ তা স্বীকার করছি।
আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি।
তুমি আমাকে মাফ করে দাও। কারন তুমি ছাড়া কেউ
গুনাহ ক্ষমা করতে পারবে না।
[সহীহ বুখারী, দোয়া অধ্যায়, সর্বোত্তম ইস্তেগফার,
হা/৫৮৬৭]
সূত্রঃ অনলাইন
পূর্বে প্রকাশিতঃ www.islamhaq.com

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৮

শিখণ্ডী বলেছেন: শুক্রবারে জুম্মার নামাজে মসজিদে যেন বোমা না ফাটে তার দোয়া জানা থাকলে বলেন।

২| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৩:৫৭

কানিজ রিনা বলেছেন: দাদা আমাদের দেশে মসজিদে বোমা ফাটা এখনও দেখিনাই। তবে ভবিষ্য়তে বোমা ফাটার আসংখা করলে আপনি লাহাওলা ওয়া কুয়াতা দোয়াটা পড়তে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.