![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শাকিল সহজ সরল
_-এই যে শুনছেন?
-আমাকে বলছেন?
-হুম আপনাকে বলছি!
-হুম বলুন কিভাবে সাহায্য করতে পারি?
-নিজেকে কি মনে করেন হুম!
-কি বলছেন এই সব উল্টা পাল্টা মাথা ঠিক আছে তো! যান পাবনায় গিয়া একটা সিট বুক করে দেন! নইলে পরে আবার আপনার মত অর্ধ পাগলকে তারা সার্ভিস দিবে না!
_আমার কথা শুনে রাগে ফুলতেছে। মনে হচ্ছে একটু লবণ আর মরিচ হলে খেয়ে ফেলবে।
-হুম আমি অর্ধ পাগল, চল আমাকে পাবনায় নিয়া যা। নইলে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে!
_এইরে ভালই চটেছে মনে হয়
-এই আপনি তুই তুকারি করছেন কেন! আমি কি আপনার.....লাগি হুম।
-ওই ব্যাটা কথা ভাল কইরা কবি।
-যা,,,হ বাবা আমি কথা কিভাবে বললাম।
-তোর সাথে কথা বলাই আমার ঘাট হয়েছে!
-তা কিসের ঘাট নদী না পুকুরের গোসল করা যাবে?
-ওই ব্যাটা ফাজলামি মারো। তুই থাক তোরা ডাকাটাই আমার ভুল হইছে।
_বলেই রাগে কটমট করতে করতে চলে গেল। আমিও আমার মত। সব মুড নষ্ট করে দিল। তবে যাই হোক মেয়েটা কিন্তু সত্যিই পরির মত সুন্দর। তার ওই পটল চেরা চোখ কাজল কালো আখি। সত্যি বলতে ভয়ংকর সুন্দরি। বর্ণনা করার চাইতে কল্পনা করলেই সব চাইতে ভাল হবে।
-ওহ আমি কে তাতো বলাই হল না। না থাক যখন বলিনি তখন আর জেনে লাভ নেই। আচ্ছা ঠিক আছে মন খারাপের কিছুই নেই আমি হলাম আকাশ একটা প্রাইভেট কম্পানিতে জব করি। আর উনি মানে যার সাথে ঝগরা করলাম সে হল আমার হবু বউ। আর বিয়েটা পারিবারিক ভাবেই। তবে আমার বিয়ে করার ইচ্ছা ছিল না। কিন্তু সে নাকি আমারে দেইখাই লাইক দিয়া দিচ্ছে। আর প্রোপোজ ও করতে নারাজ ছিল যদি না করে দেই, তাই একেবারে বিয়ে। বাবা মায়ের এক মাত্র মেয়ে তাই মনে হয় যা চায় তাই পায়। আর আমার বাসায় পাঠাইছে। আর বলছে যে আমি না মানে আমরা নাকি গত তিন বছর ধরে। আর আমার বাবা মাও তেমন সাথে সাথে রাজি। অন্যদের বিয়েতে দেখি ছেলেরা মেয়ে দেখতে যায় আর আমার বেলায় পুরা উল্টা। তবে যাই হোক আমি বিয়েটা করতে চাইনি তাই বলছি বিয়েটা ভাঙ্গতে চাইছি তাই এই সব হল আর কি। ও হ্যা আমি তার একটা ছবি দেখছিলাম।
_ভাবছি যে রাগি মেয়ে এই মেয়েকে বিয়ে করলে জীবন তেজপাতা। অনেক চেষ্টা করছি! কিন্তু মা বাবা আমার কথা শুনতে নারাজ। তাদের কথা মেয়ে আমাদের পছন্দের । কি আর করার বিয়েটা করতেই হল। আর এখন আমি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতে অবস্থান করতেছি। রাত ১১টা তবুও ঘরে ঢুকতেছি না। জানিনা এই মেয়ের যে রাগ কি যে হবে। তারপর বন্ধুদের কথায় এক বুক সাহস নিয়ে ঘরে ঢুকলাম। ঢুকেই তো টাস্কি খাইলাম দেখি বউটা কাদতে ছে। যাই হোক কাছে যওয়ার সাথে সাথে বলা শুরু করল
-আমাকে ক্ষমা করে দিয়েন। আপনাকে পাওয়ার লোভটা সামলাতে না পেরে। হওতো বা আপনার জীবনটা নষ্ট করে দিলাম।
_একি ইমশনাল ব্লাকমেল। আমিও বলা শুরু করলাম
-না না ক্ষমা চাওয়ার কি আছে। আর কে বলছে আপনি আমার জিবন নস্ট করে দিছেন। এখন থেকে আমার জীবন গোছানোর দায়িত্ব আপনার
-আপনি করে বলছেন কেন। আমি এখন আপনার স্ত্রী। তুমি করে বলবেন
-আচ্ছা তাহলে তোমাকেও বলতে হবে।
_তারপর সালাম করে বলল
-তুমি কি কাউকে ভালবাসতে?
-না তবে এখন বাসি?
-মন খারাপ করে বলল ওহ কে সে?
_আয়নার সামনে নিয়ে গিয়ে দেখিয়ে দিলাম
সাথে সাথে আমার বুকে মুখ লুকালো। তার পর বলল আমিও বাসি
-কি?
-ভাল
-কাকে?
-তোমাকে।
-আমিও ভালবাসি তোমাকে!
_তারপর তাকে কোলে নিয়ে আয়নার সামনে থেকে বিছানায় নিয়ে আসলাম।
আর তখন সেই গানটা মনে পরল
_আজ মধু রাত আমার ফুলশয্যা
বাকিটা ইতিহাস....
(সমাপ্ত)
©somewhere in net ltd.