![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শাকিল সহজ সরল
আবু হুরাইরাহ (রা) থেকে বর্ণিত,তিনি বলেন,রাসূল
(সাঃ) বলেছেন, “তোমাদের
সন্তানদেরকে ৭ বছর বয়স থেকেই নামাজের শিক্ষা দাও আর যদি তারা ১০ বছর বয়সের পরেও নামায আদায় না করে,তবে প্রয়োজনে তাদেরকে প্রহার কর এবং তাদের বিছানা আলাদা করে দাও”।
____[সুত্রঃ আবু দাউদ;হাদিস নং: ৪৯৫]
.
১।ঘুমাতে যাওয়ার আগে তাদেরকে আল্লাহ্ সুবহানাহু তায়ালা,ইসলাম,নামাজ এবং নবী ও রাসুলগনদের জীবনী থেকে মজার মজার গল্প শুনান,অবশ্যই সহজ করে এবং মজা দিয়ে।
.
২। যখন আযান দেয়া হয় তাদেরকে মনোযোগ সহকারে আযান শুনতে
বলুন।
.
৩। তাদেরকে নামাজের জন্য পোশাক কিনে দেন
এবং নামাজের সময় হলে পড়তে বলুন।
.
৪। তাদেরকে অজু করতে বলুন আপনার সাথে।কারন শিশুরা পানি নিয়ে খেলতে পছন্দ করে।
.
৫। অজুর পর তাদেরকে
যথাযথ ভাবে আপনার সাথে নামাজের নিয়ম গুলো অনুসরন করতে বলুন।
মনে রাখবেন, তারা নামাজে অলসতা কিংবা নামজের মাঝখান থেকে চলে গেলেও আপনি শান্ত
থাকুন,পরের নামাজে
তাদেরকে আবার আপনার সাথে জয়েন করতে বলুন।
.
৬। যখন তারা বড় হবে তাদেরকে নামাজের জন্য
অনুপ্রাণিত করুণ।
.
আল্লাহ্ সকলকে প্রকৃত নামাযী হওয়ার তাওফিক দান করুন।
©somewhere in net ltd.