![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শাকিল সহজ সরল
আব্রাহাম লিংকনকে একবার জিজ্ঞেস করা হয়েছিলো "আপনাকে যদি একটা কুড়াল দিয়ে একটা গাছ কাটতে পাঁচ ঘন্টা সময় দেয়া হয়...
তাহলে আপনি কি করবেন..!!
আব্রাহাম লিংকন বলেছিলেন "আমি আগে তিন ঘন্টা কুড়াল টা ধার দিবো...তারপর গাছ কাটতে শুরু করবো..!!
আপনি আমি হলে কি করতাম? সাত পাঁচ না ভেবে গাছ কাটতে শুরু করে দিতাম..কিন্তু আসলে লাইফে যতটা না পরিশ্রমী হওয়া দরকার তার চেয়ে বেশি কৌশলী হওয়া দরকার..আপনি যদি পরিশ্রমের সাথে সাথে একটু কৌশলী হোন..তাহলে অনায়াসে সফলতার দরজায় কড়া নাড়তে পারেন.
অনেকেই আছে অনেক পরিশ্রমী..কিন্তু সেই অনুযায়ী সফলতার মুখ দেখার সৌভাগ্য তাদের হয়না..তখন তারা ভাগ্যের দোহাই দিয়ে থাকে... কিন্তু তারা জানেইনা যে সে নিজে যদি আরেকটু বেশি কৌশলী হতো..তাহলে তার জীবনের গল্পটা আজ অন্যরকম হলেও হতে পারতো..!!!
জীবনের প্রতিটা ক্ষেত্রে সফলতার জন্যে কিছু না কিছু টেকনিক থাকে..কোনো না কোনো সহজ রাস্তা থাকে নির্দিষ্ট লক্ষ্যে নোঙর ফেলানোর.. আমাদের শুধু মাত্র সেই রাস্তা টা খুঁজে বের করতে হবে..সেই রাস্তার সন্ধান পেয়ে গেলে..সাথে একটু পরিশ্রমী হলে জীবনে সফলতার শিখরে আরোহণ করা সম্ভব..খুব বেশি সম্ভব!!
©somewhere in net ltd.