নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা সবাই লাঊয়া..

সাকিল_সিডিএ

আমি মানুষ নামক একপ্রকার প্রানী।

সাকিল_সিডিএ › বিস্তারিত পোস্টঃ

জামায়েতের তথা যুদ্ধঅপরাধীদের বিচারে শোলাকিয়ার ঈমামের সমর্থন দেওয়ার পর একটা ব্যাপার আবার সবার সামনে ফুটে উঠল।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

জামায়েতের তথা যুদ্ধঅপরাধীদের বিচারে শোলাকিয়ার ঈমামের সমর্থন দেওয়ার পর একটা ব্যাপার আবার সবার সামনে ফুটে উঠল। ১৯৭১ সালে পাকিস্তানী হানাদারদের পক্ষে মুষ্টিমেয় কিছু আলেম(তথাকথিত) এবং সুযোগসন্ধানী মানুষ প্রত্যক্ষভাবে অংশগ্রহন করে। যারা কখনো চিন্তাও করেনি বাংলাদেশ স্বাধীন হবে। আর তাদের বিপক্ষে যাওয়া আলেম এবং সাধারন মুসলমানদের তারা উপস্থাপন করেছে ইসলাম বিরোধী হিসেবে। যার ফলস্রুতিতে অধিকাংশ মুসলমান ভাই-বোনেরা তাদের দ্বারা ভাষায় প্রকাশের অযোগ্য নির্যাতনের স্বীকার হয়েছে। অনেকে মৃত্যুবরন করেছে এবং অনেক মা-বোন হয়েছে ধর্ষীতা। যাক ওই ব্যাপারে আর বললাম না কারন এই ব্যাপারটা প্রায় সবার জানা। ঠিক সেই ১৯৭১ সালের মত এখন তাদের বক্তব্য হল তাদের বিপক্ষে যাই যাবে তাই ইসলাম বিরোধী। শোলাকিয়ার ঈমাম সহ যারাই তাদের বিরুদ্ধে যাবে তারা তাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। কারন ইসলাম মেনে চলা এবং ইসলামী আইন বাস্তবায়ন তাদের উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে তাদের প্রয়োজন মত ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন। আমার মতে তাদের এত বছর বেঁচে থাকার কারন হল তথাকথিত আইনের বিচারের কারনে। কারন ইসলামে হত্যার শাস্তি হত্যা আর ধর্ষণের শাস্তি পাথর ছুড়ে হত্যা। ইসলাম সার্বজনীন ধর্ম। এখানে মুসলমানদের এবং অন্য ধর্মাবলম্বীদের উভয়েরই নিরাপত্তার কথা উল্লেখ আছে। আর সংখ্যাগরিষ্ট মুসলিম দেশে অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তার দায়িত্ব মুসলমানদের উপরে বর্তায়। আপনারা আপনাদের কৃতকর্মের দিকে চোখ বুলান । এটা বলে বেড়াবার ব্যপার না যে আমি একজন খাটি মুসলমান। আমার কর্মেই তা ফুটে উঠবে। কারন আমরা যা কিছু করি তা একমাত্র এবং কেবলমাত্র আল্লাহ্‌-কে সন্তুষ্ট রাখবার জন্য। কোন লৌকিকতা কাজ করতে পারবেনা মনের মধ্যে।

সবার জন্য শুভ কামনা রইল।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

ত্যাড়া ব্যাকা বলেছেন: ভুলে যাবেন না যে মাওলানা ফরিদ উদ্দীন মাসুদ একটা দু মুখো সাপ। ২০০৩ সালের দিকে তাকে একটি জঙ্গি হামলার জন্য আটক করা হয়। রিমান্ডে সে স্বীকার করে যে নিজামী তাকে ঐ কাজ করতে বাধ্য করে এখন ফাঁসিয়েছে । তার এই স্বীকারোক্তি প্রথম আলোর প্রথম পেজে শিরোনাম ও উদ্ধৃতি হিসেবে আসে। একই উক্তি পরের শনিবার ছুটির দিনে ক্রোড়পত্রেও ছাপানো হয়। এখন আপনারাই বলেন, এই দুমুখো সাপকে কি বিশ্বাস করা আমাদের উচিত?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.