| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সকালে আমার মামাতো ভাই মিরাজকে(৮ম শ্রেনীতে পড়ে) কিছু অংক বুঝাইয়া আসার সময় হঠাৎ তার ডায়রীটা খুলে লাজুক কন্ঠে বলল, “ভাইয়া আমি এই কবিতাটা লিখছি”। আমারতো চোখ কপালে উইঠা গেছে, এই পিচ্চি পোলা এত চিন্তা কইরা এই কবিতা কেমনে লিখল!! কোন পরিবর্তন না কইরা আইজ তা ব্লগে উঠাইয়া দিলাম
সত্যের গান গাই
মোশারফ হোসেন(বয়স ১৪)
আমার চোক্ষে আওয়ামীলীগ বিএনপির কোন দাম নাই।।
ওদের কেমনে দিব মান, ওরা হরন করে মানুষের প্রাণ।
ওরা তো অন্ধ, ওদের মধ্যে আজীবন দন্দ।
খালেদা আটকায় ফন্দি, হাসিনা রেখেছে তার অনুচরদের বন্দি।
স্বাধীন বাংলা আজ মৃত্যুপুরী, ওরা জনগনের ধন করে চুরি।
আর কত তাজা প্রাণ হবে লাশ, আমরা কি তোদের দাস?
এলে নির্বাচন, তোদের দেহ মনে আসে প্রলয়ের কম্পন।
পাঁচ বছর তোরা ছিলি প্রসন্ন, করে জনগনের মন বিষন্ন।
তোদের আত্মা মন জঘন্য, তোদের বিপদাসন্ন।
কত মায়ের বুক যে হল খালি, এর জন্য তোরাই দায়ী।
রাজনিতী আজ দুর্নিতী, মানুষ হত্যা আজ চরমনিতী।
রাজপথ আজ রক্তে রঞ্জিত, সাধারন মানুষ শংকিত।
খালেদা বলে চাই তত্ত্বাবধায়ক, হাসিনা বলে চুপ কর গর্দভ।
খালেদা কহে সরকার পতন, হাসিনা বলে করবি নাকি কারাযাপন।
তোদের সব কর্ম মানুষের জানা, জনসম্মুখে দান করিস চারআনা।
পিছন হাত দেয়ে নিস ষোলআনা!
আমার দেশ হবে সেদিন চাভেজের ভেনেজুয়েলা, যেদিন দূর হবে প্রতিহিংসা নামক ময়লা।
জেগে উঠ হে প্রকৃত বীর, দূর কর প্রতিহিংসার তীর।
বুঝে নাও সব শকুনের ক্রুর হাসি, তবেই বদলে যাবে দেশের প্রকৃত রাশি।
রাজনীতিবিদ, নেতা, সবদল, সরকার, দেশটাকে নিয়ে ভাবা দরকার।
২|
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৩
রাজনীতির ভাষা বলেছেন: ভালো লাগল।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
বিডি আমিনুর বলেছেন: চমৎকার