নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাকিল খাঁন - উত্তরা, ঢাকা

সািকল খান

মানুষের এই ক্ষণস্থায়ী জীবনটা যেন কেমন!!কে আপন, কে পর, কে বাঁধিয়া রাখিবে বুকের পর তা বুঝা বড়ই দায়।

সািকল খান › বিস্তারিত পোস্টঃ

জিহবায় ঘা, কোন ডাক্তার দেখাব, প্রিজ জানলে হেল্প করুন

২৮ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫৮

আপনাদের সহযোগীতা চাচ্ছি।



আমার আম্মার মুখের ভেতর ও জিহবায় ঘা অনেক বছর যাবত, প্রায় ১৫ বছর। এবং নিয়মিত চিকিতসা চলছে কিন্তু সম্পূর্ণ আরোগ্য কখনোই হয়নি।



ইদানিং জিহবায় ঘা বেড়ে গেছে, মনে হয় একটা বড় ক্ষতের মত ঘা।

মাঝে মাঝে দানার মত হয়, পেকে যায় আবার একটু কমে। প্রচন্ত ব্যথা আছে।



Square Hospital এ Skin & Dermatologist Specialist, Prof Samiul Huq কে দেখিয়েছিলাম।

বর্তমানে LabAid এর Skin & Dermatologist Specialist, Prof Mir Nazrul Islam এর চিকিতসায় আছে। কিন্তু Nazrul Islam নিজেই পরোক্ষভাবে অপারগতা প্রকাশ করেছে।



উল্লেখ্য আমার আম্মার আরো অনেক সমস্যা আছে (ব্যথার জন্য Pro. Syed Atiqul Huq, Green Life Hospital এর চিকিতসা চলছে)



কেউ কি বলতে পারেন কোন ধরনের বা কোন ডাক্তারের কাছে যাব।

প্লিজ হেল্প।



মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:২৭

লুলু পাগলা বলেছেন: ভিটামিন বি-কমপ্লেক্স খান, ভালো হইয়া যাইবো।।

২৮ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৩৭

সািকল খান বলেছেন: ধন্যবাদ, দোয়া রাইখেন।

২| ২৮ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৩২

জাহাঁপনা। বলেছেন: না দেখে বলা ঠিক না। আপনি স্কিন এর ডাক্তার না দেখিয়ে মেডিসিন এর ডাক্তার দেখান। oral candidiasis er মত ছোটখাট জিনিস থেকে oral cancer porjonto হতে পারে। তাই না বলে কিছু বলা ঠিক না।

২৮ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৪২

সািকল খান বলেছেন: ধন্যবাদ, মেডিসিন এর প্রফেসর এ. বি. এম আব্দুল্লাহ স্যারও দেখেছেন।

৩| ২৮ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৫১

সত্য কথায় যত দোষ ! বলেছেন: ডাঃ মোদাচ্ছের আলী। তিনি চোখের ডাক্তার হয়েও কানের ব্যথার স্পেশালিস্ট। নিশ্চই জিহব্বার ব্যথাও ভাল বুঝবে।

৪| ২৮ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৫৮

েরজাউল ফারুক বলেছেন: সাধারনত শরীরে রিবোফ্লোভিনের অভাবে জিহ্বায় ঘা হয়। আপনার নিয়মিত রিবোফ্লোভিন সমৃদ্ধ খাবার এবং ঔষধ খাওয়া উচিত। তবে এটা যেহেতু দীর্ঘ দিনের সমস্যা কোন নাক কান গলা বিশেষজ্ঞকে দেখানো ভাল। বাংলাদেশে সবচেয়ে ভাল নাক কান গলা বিশেষজ্ঞ হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. প্রাণ গোপাল দত্ত। আরও বিশেষজ্ঞদের লিস্ট পাবেন ইয়েলো পেজগুলোতে।

২৯ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:২৫

সািকল খান বলেছেন: ধন্যবাদ, প্রাণ গোপালের সাথে পরিচয় আছে, উনি Green Life Hospital এ বসেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.