নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

বজ্রপাত\'/

২৩ শে মে, ২০২৩ রাত ১১:৩১







মৃত্যুর কারণসমূহের মধ্যে বজ্রপাত একটি কারণ, বিদ্যুত প্রবাহিত হয়ে প্রায়ই মানুষের মৃত্যুসংবাদ শোনা যায়।কিন্তু বজ্রপাতের মৃত্যুর সংবাদে স্থান,কাল ও পাত্র ভেদে আবহ সৃষ্টি হয়। একটি ভুল ধারণা এখনো জীবিত আছে মানুষের মাঝে, তাহলো বজ্রপাতে নিহত ব্যক্তি মারা যাবার পর দেহ সাধারণ কোনো দেহ থাকে না, হয়ে যায় সাক্ষাৎ চুম্বক।অথচ এসবের কোনো বালাই নেই, ঘটার সম্ভাবনাও নেই। কিন্ত মানুষদের লাশ চুরির প্রবণতা কিভাবে ঠেকাবেন।ভয়ে মানুষ নিজের মেঝেতেই লাশ পুতে ফেলতে চায়,এ যেন নেক্রোফেলিয়া টাইপ ভয়; কি একটা অবস্থা।



ঢাকা শহরে বজ্রপাতে মৃত্যুবরণ করবার সম্ভাবনা নেই বললেই চলে,যা অপরিকল্পিত নগরীর পজিটিভ দিক।আমার /আপনার মাথা পর্যন্ত ১০ হাজার ভোল্টের বেশি বিদ্যুৎ প্রবাহিত হবার আগে দালানকোঠা হজম করে ফেলবে; আমি আপনি নিশ্চিন্ত থাকতে পারবো। ডাটা থেকে দেখা যায়, ৭০ ভাগের মত মারা যায় কৃষক শ্রেনী।প্রকৃতিও তাদের সাথে সঠিক আচরণ করতে চায় না,কিন্তু উনারাই প্রকৃতির পেছনে সময় ব্যয় করে বেশি। বজ্রপাতে আপনি কোনো ধনী মারা যেতে নিশ্চই দেখেননি?



বজ্রপাত থেকে বাঁচতে সরকার ১ কোটি তালগাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছিলো, রোপণ হয়েছে ৩০ ভাগ , পরে দেখা গেলো এগুলো মাথা উচু করে দাড়াতে দাড়াতে আমার আপনার দাড়ি পেকে লাল হয়ে যাচ্ছে।পরে সিদ্ধান্ত থেকে সরে আসে এবং অন্য প্রকল্প হাতে নিয়ে টেকনোলজী আমদানী করে, হটস্পটে বসানোর চেষ্টা করা হয়েছে।কিন্তু কাজের কাজ কোথায় হচ্ছে? ধান কাটতে গিয়ে কৃষক মরছে, মাছের লোভে জেলে,কাদামাটিতে খেলতে গিয়ে শিশুকিশোর, এমনকি নামাযরত অবস্থাও মানুষ মরছে বজ্রপাতে। তবুও গাছ কাটা হচ্ছে,ঢাকায় মানববন্ধন হচ্ছে,গাজীপুরে গাছ ধ্বংস করে রিসোর্ট বাণিজ্য হচ্ছে,কাপ্তাই/সেন্টমার্টিনের গাছগুলো দুশ্চিন্তায় কখন যে কাটা পড়বে,এই ভেবে।

আপনার কি কোনো বজ্রপাতের ভয়াবহ অভিজ্ঞতা আছে? লাশ চুরি থেকে শুরু করে কিছুক্ষণ আগে কথা বলে আসা চাচার মৃত্যু যিনি বজ্রপাতেই মারা যায়।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২৩ রাত ১১:৩৫

আমি সাজিদ বলেছেন: বজ্রপাত দিয়ে আপনার ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করুন।

২৩ শে মে, ২০২৩ রাত ১১:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:


ভয়াবহ বলতে,একবার আমি বজ্রপাতের শব্দে হার্টের অগোছালো হার্টবিট অনুভব করেছিলাম ; পরে মনে হয়েছিলো আমি হয়তো বজ্রপাত পড়ার বলয় থেকে দূরে ছিলাম বিধায় বেঁচে গিয়েছি।

২| ২৩ শে মে, ২০২৩ রাত ১১:৪২

ডার্ক ম্যান বলেছেন: হৃদয়ে বজ্রপাতের ভয়াবহ অভিজ্ঞতা আছে

২৩ শে মে, ২০২৩ রাত ১১:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:

লিখুন,পড়ি।

৩| ২৪ শে মে, ২০২৩ রাত ১২:১৮

আমি সাজিদ বলেছেন: অগোছালো হার্টবিট পরেও কখনও অনুভব করেছেন? এক্সারসাইজ বা ফিজিক্যাল মেন্টাল স্ট্রেসে?

২৪ শে মে, ২০২৩ রাত ১২:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:


নাহ,তবে ফিল হয় যদি আচমকা ভয় পাই তখন হয়তো হার্টবিট অগোছালো হতে পারে।

৪| ২৪ শে মে, ২০২৩ সকাল ১০:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এবছর মনে হচ্ছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যাটি খুব বেশী নজরে আসছে। সংখ্যাগুলি বেশ বড়ও বটে।

২৪ শে মে, ২০২৩ সকাল ১০:২০

শূন্য সারমর্ম বলেছেন:


গতকালও অনেকজন মারা গেলো দেখলাম।

৫| ২৪ শে মে, ২০২৩ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: বজ্রপাত আগে কম হত। আমরা মেয়েবেলা বৃষ্টিতে ভিজতাম সারাদিন, মাছ মারতাম পুকুরে গোসল করতাম। আর মাঝে মাঝে তুফানের সময় বজ্রপাত হলে আম্মাকে জড়িয়ে ধরতাম একসাথে সব ভাইবোন। এখন বজ্রপাত বেড়ে গেছে। শহরেও গ্রামেও :(

২৪ শে মে, ২০২৩ সকাল ১১:৩২

শূন্য সারমর্ম বলেছেন:

শৈশবের বলার মত অনেক স্মৃতি আছে মনে হচ্ছে। আকাশ কালো হয়ে গেলে এখন মনে হয়, এই বুঝি বজ্রপাতে কোথাও কেউ মারা গেলো।

৬| ২৪ শে মে, ২০২৩ দুপুর ১২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই অনেক স্মৃতি আছে। কিন্তু লিখার মত টাইম নাই। লিখলেও এলোমেলো লিখতে হবে , মনের মাধুরি মিশিয়ে লিখতে পারবো না হয়তো। মান সম্মত লেখা দেয়া আমার পক্ষে হয়তো সম্ভবই না :(

২৪ শে মে, ২০২৩ দুপুর ১:০৫

শূন্য সারমর্ম বলেছেন:

সময় বের করে মনের মাধুরী মিশিয়ে লিখুন,পাঠক পড়ে ফিডব্যাক দিবে।

৭| ২৪ শে মে, ২০২৩ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: বিভূতির 'তালনবমী' বইটা পড়েছেন?

২৪ শে মে, ২০২৩ বিকাল ৪:১২

শূন্য সারমর্ম বলেছেন:

না।

৮| ২৪ শে মে, ২০২৩ রাত ৯:০৪

শায়মা বলেছেন: গত বছর আমাদের ছাদের ঘরের উপর বজ্রপাতে টিভি কম্পিউটার লাইট ফ্যান অনেক কিছু নষ্ট হয়ে গেছিলো। :(

তারপর কঠিন ব্যবস্থা নেওয়া হয়েছে বজ্রকে রুধে দিতে........ তবুও আমার কোনো বিশ্বাস নেই।

আমি বৃষ্টি পড়লেই ভয়ে মরি সেই তিক্ত অভিজজ্ঞতার কারণে।:(

২৪ শে মে, ২০২৩ রাত ১০:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


আমি একবার বজ্রপাতে রাউটার জ্বলে যেতে দেখেছিলাম চোখের সামনে।

৯| ২৪ শে মে, ২০২৩ রাত ১০:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের বাসার পাশে একটা গাছে বজ্রপাত হতে দেখেছি। গাছটা পুড়ে গেছে।

২৪ শে মে, ২০২৩ রাত ১০:২২

শূন্য সারমর্ম বলেছেন:

পোড়া গাছ আমিও দেখেছি।

১০| ২৫ শে মে, ২০২৩ সকাল ৮:৫৪

অগ্নিবেশ বলেছেন: সেই লোকের ইচ্ছা।

২৫ শে মে, ২০২৩ সকাল ৯:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:


কি বুঝাতে চেয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.