নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট বেলা থেকে সবাই জেনে এসেছি জ্ঞানই শক্তি, তবে শক্তির কোনো বিনাশ নেই, এটা সবাই জানে না,মাধ্যমিকের বিজ্ঞানের ছোয়াতে না গেলে। তাই শক্তিকে বিভিন্নভাবে ব্যবহার করার সক্ষমতাও সবার দ্বারা সম্ভব হয় না। তাছাড়া আমরা যে 'Star Dust ' এর প্রোডাক্ট এটাও বা কতজন জানে, বুঝে, নিজের ফিলোসফির জং ধরা ভাবটা দূর করতে চায়।
কোনো বিষয়ে আপনি নিজে কিছু অভিজ্ঞতা অর্জন করেননি, কিন্তু এদিক/সেদিক করে বহু তথ্য জোগাড় করে জ্ঞানে রুপান্তর করতে চাইছেন; বাস্তবে তার কতটুকু কাজে আসবে বলা কঠিন। ধরুন, মরুভুমির উত্তপ্ত বালি/উট/ধূলিঝড় নিয়ে কেউ গল্প জুড়ে বসলো, যিনি মরুভূমিতে কখনো যায়নি,উনার গল্প শুনে আপনার কাছে যথেস্ট লজিক্যাল ও বিশ্বাসযোগ্য মনে হলো,কারণ উনি যাদের থেকে ডাটা সংগ্রহ করে গল্প ফেদেছেন, সব মোটামুটি সঠিক।কিন্তু উনি যদি নিজে মরুতে গিয়ে অভিজ্ঞতা অর্জন করে গল্প লিখতেন তাহলে বালির গরম নিয়ে ২/৩ লাইন বাড়তো, নতুন জায়গায় ঝড়ের ভয়,শরীর মানিয়ে নেয়া নিয়ে উনার ইমোশনের কথা জানা যেতো ; উট নিয়ে বেশী তথ্য জানা যেতো। পরে দেখা যেতো উনি যা বলতে চেয়েছেন, বলেছেন কিন্তু থিম বদলে গেছে।শ্রোতা/পাঠকও গল্পের ভিন্ন দিক প্রসেস করেছে মগজে; যা আগের গল্পের তুলনায় ভিন্ন।
জ্ঞানের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা না থাকলে,সেই জ্ঞান কাজে লাগানোর সম্ভাবনা কম।তবে কিছু ব্যাপারে সঠিক ধারণা পেতে চাইলে যুক্তিভিত্তিক বিবেচনায় না নিলে, ভাবনায় থেকে যায় সত্য কিছু নয় এবং কখনো যা দূর হয় না। বরং বলতে সুবিধা হয় সত্য কখনো চাপা থাকে না, কিন্তু উনি জানে না সত্যও চাপা রাখা যায় ও বিভিন্ন মোড়কে প্রদশর্ন করে বিকৃতও করা যায়।
০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ২:১৩
শূন্য সারমর্ম বলেছেন:
অকোজা জ্ঞান বড়, বেশি হওয়াটাই স্বাভাবিক।
২| ০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:১৫
অপু তানভীর বলেছেন: সেই হিসাবে তো আমাদের বই পত্র কিছুই পড়া উচিৎ না । সব ফেলে দেওয়া উচিৎ । সব জ্ঞান নিজে নিজে অর্জন করা উচিৎ ! তাই না?
০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ২:১৪
শূন্য সারমর্ম বলেছেন:
নিজের অভিজ্ঞতা থেকে বই না লিখলে আপনি নিজেও তা পড়বেন না।
৩| ০৫ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:২৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: বুদ্ধি, জ্ঞান আর প্রজ্ঞার মধ্যে পার্থক্য কি?
০৫ ই জুলাই, ২০২৩ রাত ১০:২২
শূন্য সারমর্ম বলেছেন:
জ্ঞান বাড়লে বুদ্ধি বাড়ে,জ্ঞান-বুদ্ধি দুইটোই বাড়লে প্রজ্ঞার জন্ম হয়;ধীরে ধীরে বাড়ে।
৪| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ৮:০৩
কামাল১৮ বলেছেন: জ্ঞান হলো বস্তুর অন্তর্নিহিত সম্পর্ককে জানা।অভিজ্ঞতা হলো জ্ঞানের প্রথম স্তর।
০৫ ই জুলাই, ২০২৩ রাত ১০:২২
শূন্য সারমর্ম বলেছেন:
ভালো ডেফিনিশন।
৫| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ৯:৫৪
রাজীব নুর বলেছেন: আমি এত কিছু বুঝি না। জানি না।
আমি শুধু বুঝি জ্ঞান অর্জন করতে হয়। জ্ঞানের চেয়ে সুন্দর আর কিছু নেই। জ্ঞান মানুষকে পবিত্র করে। সুন্দর করে। মহৎ করে। মানবিক ও হৃদয়বান করে।
০৫ ই জুলাই, ২০২৩ রাত ১০:২০
শূন্য সারমর্ম বলেছেন:
জ্ঞানের পবিত্রতার সর্ব্বোচ্চ রুপ হলো প্রজ্ঞা।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কিছু কিছু আছে কেজো জ্ঞান, কিছু কিছু হয় অকেজো জ্ঞান। আমাদের অকেজো জ্ঞানের ভান্ডার বেশ বড়।