নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

ফুটবল টার্ফ কোর্ট।

২৭ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৪৮






ঝুম বৃষ্টিতে কাদামাটি গায়ে লাগিয়ে ফুটবল নিয়ে ছুটে পা পিছলে পড়ে গিয়েও যে আনন্দ তা সময়ের ব্যবধানে মিলিয়ে যাচ্ছে, ব্যাপারটা সূর্যাস্তের মত। যা শেষ হয়ে যাবে, আগামীকাল সূর্য্যউদয় হবার সম্ভাবনা নেই। গ্রামের কিশোর -যুবকরা শহরে এসে পরিস্কার ঘাস দেখে ফ্যাসিনেশনে ভুগে ; নেমে খেলতে চায় এবং খেলেও। এমনিতেও বাংলাদেশ ফুটবলের যে দশা, কখনো প্রদীপ জ্বলার আশাও নেই। শহরে মাঠ সংকটের অযুহাতে টার্ফ ব্যবসা জনপ্রিয় হয়ে উঠেছে।



আমি চট্রগ্রামের যে এলাকায় থাকি, আমার লোকেশন থেকে ২/৩ বর্গকিলোমিটার জায়গা জুড়ে টার্ফ কোর্ট ৪ টা ; স্লট খালি পাবার সুযোগ নেই। ঘন্টায় হাজার টাকায় দিব্যি চলছে ব্যবসা। সাথে উন্নত বিশ্বের মত হালকা পানাহার ব্যবস্থা রাখা হচ্ছে, আয়োজন দেখলে মনে হয় নেক্সট বিশ্বকাপ কাতারের মত বাংলাদেশও আয়োজন করতে পারবে। কিছুদিন আগে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ফুটবল দেখেছি, পেশীশক্তির সর্বোচ্চ ব্যবহার করেও টিকে থাকেনি, স্কিলতো তেমন নেই। ১১ জন মিলে ৫/৬ পাস কমপ্লিট করতে পারে না। আহা! তাছাড়া বিশ্বব্যাপী ফুটবলের যা দশা দেখা যাচ্ছে, সৌদিআরব মনে হয় ইউরোপের সব ফুটবলারকে কালিমা পড়িয়েই ছাড়বে।



আমার নিজেরও একেবারে কাদমাটি,হাটুর সমান পানি, এবড়োথেবড়ো মাঠ থেকে শুরু করে, হালের টার্ফে খেলার সুযোগ হয়েছে।তবে এখন দৃশ্যপট ভিন্ন আর কখনো খেলতে পারবো কিনা জানি না, হাটুর ইনজুরীতে সব গেলো বোধহয়।টার্ফ বাঙালীর ভাবনায় ভালোমতই প্রভাব ফেলতে শুরু করেছে,ব্যবসা বড় হচ্ছে, উদ্যোক্তারা নতুন দিগন্ত খুজে পেয়েছে।আপনাদের ফুটবলের কি দশা?

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



ঢাকাতেও বেশ কিছু এলাকা ভিত্তিক গেমিং জোন টার্ফ ক্লাব গড়ে উঠেছে ব্যবসা করছে। খেলোয়াড় তৈরি করা আর ব্যবসা করা সম্ভবত এক না। এক সময় দেশে বিলিয়ার্ড পুল ব্যবসা চলেছে এখন ফুটবল হ্যান্ডবল ভবিষ্যতে রাগবি আসবে।

আপনি আর খেলতে পারবেন কিনা অথবা ক্ষতি হতে পারে কিনা - এটি ভালো একজন অর্থোপেডিক বলতে পারবেন।

২৭ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

শূন্য সারমর্ম বলেছেন:

খেলাধুলা বিনোদন থেকে প্রফেশনে গেলে যা হয় তাই হচ্ছে।
আমার হাটুর লিগামেন্ট,মেনিস্কাস ছিড়ে গেছে; সার্জারী করাতে বলেছিলো।আমি আপাতত রেস্টে আছি।

২| ২৭ শে জুলাই, ২০২৩ রাত ৮:০২

কামাল১৮ বলেছেন: গত ৬০ বছরে ফুটবলে পা দেই নি।কোন সমস্যা নাই।ইচ্ছা করেই।ইন্টার স্কুলে খেলতাম।স্কুল শেষ ফুটবল খেলাও শেষ।

২৭ শে জুলাই, ২০২৩ রাত ১০:০৭

শূন্য সারমর্ম বলেছেন:


ফুটবলে যাদের অনীহা থাকে, তাদের অনেকেই আমি চিনি।

৩| ২৮ শে জুলাই, ২০২৩ রাত ১২:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: সৌদি আরব সম্ভবত ফুটবলে আরও ভালো করবে সামনের দিনগুলিতে।

আমাদের দেশ ফুটবলে ভালো করার কোন সম্ভবনা দেখি না।

২৮ শে জুলাই, ২০২৩ রাত ১২:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


সৌদি হয়তো কোথাও লিখে রেখেছে ঠিক কত সালের বিশ্বকাপে সেমিফাইনাল/ফাইনাল খেলবে।

৪| ২৮ শে জুলাই, ২০২৩ রাত ১:২০

জ্যাক স্মিথ বলেছেন: আজ শুক্রবার বিকেলে আমাদের খেলা আছে।

২৮ শে জুলাই, ২০২৩ সকাল ৯:২৯

শূন্য সারমর্ম বলেছেন:


খেলে এসে ফলাফল জানাবেন।

৫| ২৮ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: ব্যারিস্টার সুমনকে বাফুফে সভাপতি করলে আমাদের ফুটবল উন্নতি করবে।

২৮ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:৫০

শূন্য সারমর্ম বলেছেন:


মতামত মাথায় থাকবে।

৬| ২৮ শে জুলাই, ২০২৩ দুপুর ২:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সেই ছোট বেলায় কাদামাটি আর খেলার সাথে সম্পর্ক ছিলো। এখন আমার এলাকায় মাটি নেই, সবটাই কংক্রিটে ঢাকা।

২৮ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:৫১

শূন্য সারমর্ম বলেছেন:

কাদামাটিতে খেলে ইম্যুনিটি বাজিয়ে দেখা আর হয় না।

৭| ৩০ শে জুলাই, ২০২৩ সকাল ৯:৫৭

নূর আলম হিরণ বলেছেন: আমাদের এলাকায় কয়েকজন মিলে চেষ্টা করছে টার্ফ বসাতে, ভালো জায়গা পাচ্ছে না।

০১ লা আগস্ট, ২০২৩ বিকাল ৩:৪১

শূন্য সারমর্ম বলেছেন:


এটা এখন ট্রেন্ডীয় ব্যবসা।

৮| ০৫ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৪২

খায়রুল আহসান বলেছেন: শিশু, কিশোর, যুবক, এমন কি মধ্যবয়স্কদেরকেও খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে, মাঠ যত ছোটই হোক।

০৫ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:০৩

শূন্য সারমর্ম বলেছেন:


কানাডা থেকে কবে আসবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.