নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

রিয়েলিটি পরিবর্তিত করাটাই মুখ্য।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৬






ভাগ্য বিশ্বাসী ও অবিশ্বাসী প্রতিটি মানুষই নিজের ভাগ্য বদলাতে নিজের শিক্ষা,জ্ঞান ও প্রজ্ঞা ব্যবহার করে ; নিজের ভাগ্য বদলে গেলে সেই ইনফ্লুয়েন্স কাজে লাগিয়ে বাকিদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে বা করতে চায়।বাস্তবতা যার চোখে যেভাবে ধরা পড়ে সেভাবেই বদলাতে চায় ' জীবনের প্রতিটি মুহূর্তকে হ্যাপিনেসে রুপান্তরের কি আপ্রাণ চেষ্টা মানুষের।


বুদ্ধের থেকে পরিচিত পাওয়া মেডিটেশন : মাইন্ডফুলনেস /Mindfulness এখন পশ্চিমের হাতে মিলিয়ন ডলারের ব্যবসা হয়ে দাড়িয়েছে। নিজের ভাবনায় কন্ট্রোল আনার বছরের পর বছরের চেষ্টা মানুষের ভালো জীবনের স্বপ্ন দেখায়, সাথে যুক্ত হয় বিভিন্ন আইটেমের 'ইজম।আমাদের নবী মুহাম্মদ (সঃ) হেরাগুহায় ধ্যান করেছেন, তবে তিনি বলে যায়নি আমার অনুসারীরা সময় পেলে ধ্যানে বসবেন।



পরিচিত কয়েকজন বিদেশ পাড়ি দিয়েছে ভাগ্য পরিবর্তনের আশায় : কেউ পড়াশোনা ছেড়ে দিয়ে বছরের পর বছর অপেক্ষা করে ইউরোপ ডুকেছে,কেউ চীনে গিয়ে সারভাইভ করতে না পেরে দেশে ফিরে এসেছে।কেউ ইউরোপে থেকেও হতাশা থেকেও বের হতে পারেনি মোটেও।সবাই নিজের মত করে রিয়েলিটি ব্যাখ্যা করতে পারে, কিন্তু সবাই নিজের ইচ্ছে মত রিয়েলিটি পরিবর্তিত করতে পারে না।

কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম, মানুষগুলো তেমন ভালো নেই। এক সপ্তাহের ব্যবধানে ২/৩ গ্রাম মিলিয়ে ৩জন মানুষের আত্নহত্যার খবর পাওয়া যায়,বাংলাদেশে প্রতিদিন নাকি ৩৪ জন মানুষ আত্নহত্যা করে; আপনি স্মার্ট হলে ফেইসবুক লাইভে গিয়ে আত্নহত্যা করবেন,সবাই জানতে পারবে হয়তো ক্যামেরায় আজরাইলকেও দেখবে। যাদের ঐ সুযোগ নেই তারা নীরবেই ঝুলে পড়বে।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নিজেই নিজেকে পরিবর্তন করতে হবে নচেৎ কিছুই হবেনা।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:


নিজেকে পরিবর্তন করেও বাস্তবতা পরিবর্তিত হয়না মাঝেমধ্যে।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪৫

বাউন্ডেলে বলেছেন: আত্মহত্যা বা আত্মহনন (ইংরেজি: Suicide) হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক ইচ্ছাকৃতভাবে নিজের জীবন বিসর্জন দেয়া বা স্বেচ্ছায় নিজের প্রাণনাশের প্রক্রিয়াবিশেষ। ল্যাটিন ভাষায় সুই সেইডেয়ার থেকে আত্মহত্যা শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে নিজেকে হত্যা করা। যখন কেউ আত্মহত্যা করেন, তখন জনগণ এ প্রক্রিয়াকে আত্মহত্যা করেছে বলে প্রচার করে। ডাক্তার বা চিকিৎসকগণ আত্মহত্যার চেষ্টা করাকে মানসিক অবসাদজনিত গুরুতর উপসর্গ হিসেবে বিবেচনা করে থাকেন। ইতোমধ্যেই বিশ্বের অনেক দেশেই আত্মহত্যার প্রচেষ্টাকে এক ধরনের অপরাধরূপে ঘোষণা করা হয়েছে।[১] অনেক ধর্মেই আত্মহত্যাকে পাপ হিসেবে বিবেচনা করা হয়।যিনি নিজেই নিজের জীবন প্রাণ বিনাশ করেন, তিনি - আত্মঘাতক, আত্মঘাতী বা আত্মঘাতিকা, আত্মঘাতিনীরূপে সমাজে পরিচিত হন।
প্রতিবছর প্রায় দশ লক্ষ মানুষ আত্মহত্যা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর মতে প্রতি বছর সারা বিশ্বে যে সব কারণে মানুষের মৃত্যু ঘটে তার মধ্যে আত্মহত্যা ত্রয়োদশতম প্রধান কারণ। কিশোর-কিশোরী আর যাদের বয়স পঁয়ত্রিশ বছরের নিচে, তাদের মৃত্যুর প্রধান কারণ হচ্ছে আত্মহত্যা। নারীদের তুলনায় পুরুষদের মধ্যে আত্মহত্যার হার অনেক বেশি। পুরুষদের আত্মহত্যা করার প্রবণতা নারীদের তুলনায় তিন থেকে চার গুণ।
৥ উইকিপিডিয়া থেকে নেয়া

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:

বাংলাদেশ আত্নহত্যায় বিশ্বে ১০ম। তবে মুসলিমপ্রধান দেশসমূহে অন্য দেশের তুলনায় আত্নহত্যা কম।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪৫

সোনাগাজী বলেছেন:



চীনে বাংলাদেশীরা ভালোভাবে টিকতে পারার কথা নয়; চীন থেকে রোবটও পালিয়ে যেতে চেষ্টা করার কথা।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:

এমাসে একজন চীন গিয়েছে শুধুমাত্র চীন থেকে ইউরোপ মুভ করার জন্য ; পড়াশোনা,টুকটাক ব্যবসা মুখ্য বিষয় নয়।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২৬

অপু তানভীর বলেছেন: মানুষের সমস্যা হচ্ছে, মানুষ নিজে যেভাবে নিজের ভাগ্য পরিবর্তন করতে পেরেছে, ভাবে অন্যের বেলাতেও বুঝি ঠিক একই টেকনিক কাজ করবে। আবার কেউ একজন যে টেকনিকে সফল হয়েছে, অন্যেরা ভাবে ঐ রকম ভাবে কাজ করলেই বুঝি সেও সফল হবে । অথচ প্রতিটি মানুষের বেলাতে এই প্রক্রিয়া ভিন্ন ।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:

সবার পথ ভিন্ন,টেকনিকও ভিন্ন,ভাগ্যও ভিন্ন।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৮

নতুন বলেছেন: There is no such thing as perfect recipes for life

আমার কাছে মনে হয়েছে, positive attitude সাফল্যের মুল চাবিকাঠি।

মানুষের জীবনে প্রতিকুলতা আসবেই কিন্তু যারা positive attitude নিয়ে সামনে এগুতে থাকে তারা অবশ্যই তাদের মতন করে সফল হতে পারে।

বিশ্বসাহিত্যের উপরে পড়াশুনা এই গুনাবলি অর্জনে সাহাস্য করে।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:


৪৪ বছর আপনার জীবনের ইউটার্ন কি ছিলো?

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: ভাইসাহেব আমাদের আশাবাদী হওয়া উচিৎ।
অল্পের মধ্যে কি করে ভালো থাকা যায় সেটা শিখতে হবে। আর আত্মহত্যা যারা করে তাঁরা বোকা। লড়াই করে বেঁচে থাকার মধ্যে আনন্দ আছে।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:


সিম্পল দর্শন আপনার, ধন্যবাদ।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫২

জ্যাক স্মিথ বলেছেন: ভাবনা জাগানিয়া পোস্ট। আমি গত ৬/৭ বছরে কোন কিছুই ভাগ্যের উপর নির্ভর করে কিছু করিনি। যদি সফল হই ভালো, আর যদি না হই তাহলে তো আরও ভালো কারণ ওটা আমার ভাগ্যে ছিলো না এই বলে নিজেকে সান্তনা দেই। =p~

আর অন্যে যা করে তা করে আমাকেও ভালো থাকতে হবে এই বিষয়টাই আমি মেনে নিতে পারি না। আমি কখনোই আমার আশেপাশের অন্য কোন সফল ব্যক্তিত্বকে ফলো করি না, আমার যাবতীয় যুদ্ধ সব নিজের সাথে। আমি জীবনে অনেক বড় বড় সুযোগ দুপায়ে মাড়িয়েছি, মানে একদম পাত্তা দেইনি যা দেখে আমার বন্ধুবান্ধব আমাকে বোকা বলে। B:-)

আমার মনে হয় একটা নির্দিষ্ট বয়সের পরে আত্নহত্যাকে বৈধ করা উচিৎ।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১২

শূন্য সারমর্ম বলেছেন:



আপনার ভাবনায় Stoicism প্রভাব রয়েছে। আমার এক পরিচিত বন্ধু লোনের দায়ে গত ১ সপ্তাহে সুইসাইড এটেম্প নিয়েছে, এখনো বেঁচে আছে। দেখি পরে কি হয়।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩২

নতুন বলেছেন: ৪৪ বছর আপনার জীবনের ইউটার্ন কি ছিলো?


Road Not Taken by Robert Frost

২০০৫ এ হোটেল ম্যানেজমেন্ট পড়তে দেশের বাইরে যাওয়া। ( দেশের বাইরে গেলে দুনিয়াটা অন্য ভাবে দেখা যাবে সেটা রবার্ট ফ্রস্টে এই কবিতা পড়েই উপ্ব্ধী করি এবং বাইরে যাই)

২০০৬ এ সামু তে যোগ দেওয়া। (সদ্য বিদেশে গিয়ে দেশি আলোকিত একটা গোস্ঠির সাথে থেকে অনেক কিছু জানা হয়েছে)

২০০৮ এ ডুবাইতে চাকুরীতে যোগ দেওয়া

চাকুরীতে ঢুকে ৩ বছরে ম্যানেজমেন্ট পদে যাবার একটা ব্রত ছিলো। সেখানে যেতে ৫ বছরে লেগেছিলো।

আর বাকি গুলি কিছু সিদ্ধান্ত যেগুলির কারনে হয়তো বর্তমানের এই আমি।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:২২

শূন্য সারমর্ম বলেছেন:


সামুতে ঢুকে আমিও ভালোকাজ করেছিলাম।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৯

ডার্ক ম্যান বলেছেন: রিয়েলিটি সবাই পরিবর্তন করতে পারে না। মানুষ শখে আত্মহত্যা করে না। যার উপর দিয়ে যায় সেই বুঝে

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:২১

শূন্য সারমর্ম বলেছেন:

সঠিক।

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



আত্মহত্যা একটি পরিবারকে হত্যা করে। প্রজন্ম হত্যা করে। আত্মহত্যার সঠিক অর্থ ব্যাখ্যা বিশাল। এই বিষয়ে সময় ও সুযোগ হলে লিখবো।

কাজকে যারা ভালোবাসে তারা কাজে একদিন সফল হবেন।



১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:২১

শূন্য সারমর্ম বলেছেন:


আত্নহত্যা ক্রমেই বাড়ছে,কমার লক্ষণ নেই।

১১| ১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:২৭

খায়রুল আহসান বলেছেন: বাস্তবতাটাকে উপলব্ধি করার সক্ষমতা অর্জন করতে পারলে অর্ধেক সমস্যাটা সেখানেই মিটে যায়। বাস্তবতাকে পরিবর্তনের চেষ্টা করা যেতে পারে; কিন্তু সেটা সম্ভব না হলে তার সাথে সমন্বয় করে জীবন যাপন প্রণালী নির্ধারণ করতে পারলেই বাকি অর্ধেক সমস্যার ইতি ঘটে।

২১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:



বিভিন্ন ফিলোসফিতে ঢুকে বাস্তবতা বুঝতে গেলে, অনেক দেরী হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.