নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

তৃতীয় লিঙ্গ পড়াশোনা করতে চায়, কিন্তু শেষ করা হয় না।

২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৬






মানবজাতির ইতিহাসে তৃতীয় লিঙ্গ পয়দা হওয়া শুরু হয় কখন থেকে? আদম-হাওয়ার গল্পের পর তৃতীয় লিঙ্গ নিয়ে ধর্মে কেমন টাইপ গল্প আছে? তৃতীয় লিঙ্গের মানুষ ধর্ম পালন করে কিনা জানি না, করতেও পারে আশেপাশের চাপে।


আমার পরিচিত একজন তৃতীয় লিঙ্গ ছিলো, নাম আজিজ। পড়োশোনায় ভালো ছিলো না বিধায়, লোয়েস্ট স্কুলে ভর্তি হয়ে কোনোমতে পড়াশোনা চালু রাখতে চেয়েছিলো,কিন্তু ব্যাহিক আচরণে পুরোপুরি তৃতীয় লিঙ্গ মনে হলেও কেউ কখনো তেমন আঙুল তুলতে পারেনি ;সে সবার সাথে ভালো ব্যবহার করতো, সবাই খুশি রাখতে চাইতো।তাই তেমন সমস্যার সম্মুখীন হতে হয়নি, সবাই ভালো ব্যবহারই করতো।তবে পেছনে পেছনে অনেক কথাই বলতো,ঘটনা রটাতো। অনেক বছর একদিন দেখি, তৃতীয় লিঙ্গের মত পোশাক পড়ে বিভিন্ন জায়গায় দলবল নিয়ে নেতৃত্ব দিচ্ছে। কথাবার্তায় ঊগ্রতা, গ্যাংস্টার আজিজ।

অন্য এক শিক্ষা প্রতিষ্ঠানে দেখি, একজনের তৃতীয় লিঙ্গের মত আচরণ,বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা ; সবাই তেমন কিছু সামনাসামনি না বললেও পেছনে অনেক কিছুই বলে, একদিন সে এগুলো শুনতে পেয়ে অনেক কষ্ট পায়, রুমে বন্ধ করে কাঁদে।বাসায় চলে গিয়েছিলো,অনেকদিন দেখা যায়নি ক্যাম্পাসে মপরে কি অবস্থা হয়েছিলো, বা এখনি বা কি অবস্থা জানা যায়নি। পড়াশোনায় ভালো ছিলো না ,টিকে থাকাটা কঠিন ছিলো।


তৃতীয় লিঙ্গ নিয়ে দেশ নাকি তোলপাড়,ব্যাপারটা এমন যে দেশের আনাচে কানাচে জ্বীন থাকবে,পড়াশোনা করবে, ঐসব হয়তো বইয়ে তুললে কিছু হতো না মনে হয়; তৃতীয় লিঙ্গ নিয়ে কিছু একটা পাঠ্যবইয়ে তুলে দিয়ে শিক্ষামন্ত্রনালয়ে কমিটি গঠন করতে হচ্ছে। বই পুস্তকে ঐসব থাকা যাবে না,ওরা থাকবে রাস্তায় চাঁদাবাজিতে, আমাদের ছুড়ে দেওয়া অবহেলার উক্তিতে।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৫

সোনাগাজী বলেছেন:


মিরপুরে ৪টি যুবতী মেয়ে ( ৩য় লিংগের আচরণ করে ) টাকা সংগ্রহ করছিলো; আমি রিক্সা থেকে নামার পর ১ জন এসে খুবই ভদ্রভাবে টাকা চাইলো সামান্য; আমি বেশী দিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, সে আসলে ৩য় লিংগ কিনা? সে খুবই সুশ্রী, তার চোখে পানি। কয়েকজন মানুষ দাঁড়ায়ে দেখছে! আমি বিদায় নিয়ে কাজে চলে গেলাম। সেটা মনে এলে আমি কষ্ট পাই।

২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩১

শূন্য সারমর্ম বলেছেন:


কত সালের কথা?

২| ২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫০

রানার ব্লগ বলেছেন: সমস্যা আমাদের । আমাদের দৃষ্টিভঙ্গির । মনস্তাত্ত্বিক ভাবে চিন্তা করলে, যখন একজন তৃতীয় লিঙ্গ আপনার সামনে আসে আপনার দৃষ্টি ও চিন্তা কি ধরনের সংকেত প্রদান করে । তৃতীয় লিঙ্গের ব্যক্তি কিন্তু তা ঠিকি বুঝতে পারে এবং এইখান থেকে সমস্যার সৃষ্টি হয় ।

২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩২

শূন্য সারমর্ম বলেছেন:


সমস্যা বাড়বে, কমার সম্ভাবনা নেই বললেই চলে।

৩| ২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৮

বক বলেছেন: ট্রান্সরা বেকায়দায় পড়লেই তৃতীয় লিঙ্গ মানে হিজরা দের পিছনে গিয়ে লুকায়। আপনিও কি তাই?

দেখেন তৃতীয় লিঙ্গরা কি বলে, মানবজমিন থেকে তুলে দিলাম

"রাজধানীর মিরপুর এলাকায় হিজড়াদের গুরুমাতা হিসেবে দায়িত্বপালন করছেন রাখি শেখ। যিনি স্বপ্নধারা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনেরও সাধারণ সম্পাদক। ট্রান্সজেন্ডার ইস্যুতে মানবজমিনকে তিনি বলেন, আমরা কোনো ভাবেই এদের মানি না ও পছন্দ করি না। এদের জন্য হিজড়া সম্প্রদায়ের সম্মান নষ্ট হচ্ছে। ওরা সমকামিতা ও বাজে আচরণের জন্য স্বীকৃতি চাচ্ছে। আমরা এটার জন্য প্রতিবাদ করতে চাই। আমরা মনে করি বর্তমানে সাধারণ মানুষ যে আন্দোলন করছে তা অত্যন্ত যুক্তিসঙ্গত। আমরা সাধারণ মানুষের পক্ষে। তিনি বলেন, স্বীকৃতি দিয়েছে হিজড়া সম্প্রদায়কে। ট্রান্সজেন্ডার গোষ্ঠীকে বাজে কাজ করার জন্য স্বীকৃতি দেয়া হয়নি। "

https://mzamin.com/news.php?news=94738&fbclid=IwAR2DXFfQ0jRt3PLPeGo0NkoSlwHgpvn4GrI5D6ChzrPRxrJHt50Q2kEF69cৎ্রা

২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩২

শূন্য সারমর্ম বলেছেন:

মানবজমিনে সংগঠনের সম্পাদকের কথা এক সাইডে রেখে বলেন, আপনিও কি তাই?

৪| ২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৮

সোনাগাজী বলেছেন:


২০২০ সালের ১ম সপ্তাহে

২৫ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৬

শূন্য সারমর্ম বলেছেন:


ঠিক আছে।

৫| ২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৫

নতুন বলেছেন: ভালো বলেছেন।

দেশের বিভিন্ন স্থানে জীন স্কুল/মাদাস্রায় পড়াশুনা করতে পারলেও হিজড়া বা বেতিক্রম কেউ পড়াশুনা করতে পারে না।

ঐ বইতে যদি জ্বীনের পড়াশুনার কথা থাকতো তবেও কোন প্রশ্ন উঠতো না...

২৫ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৮

শূন্য সারমর্ম বলেছেন:


জ্বীনদের বহু ক্ষমতা তাই তাদের নিয়ে বই পুস্তকে পড়তেও ভালো লাগে,তৃতীয় লিঙ্গের কোনো ক্ষমতা নেই।

৬| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: সাধারন মানুষ খেতে পায় না, পড়ার সুযোগ পায় না। তৃতীয় লিঙ্গ পাবে কৈ থেকে? এর মধ্যে দেশে লাখ লাখ রোহিংগা।

২৫ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০১

শূন্য সারমর্ম বলেছেন:


রোহিঙা ক্যাম্প থেকে তৃতীয় লিঙ্গ বের হচ্ছে নাকি।

৭| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৮

নয়ন বড়ুয়া বলেছেন: ভালো বলেছেন...

২৫ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০১

শূন্য সারমর্ম বলেছেন:

ধন্যবাদ।

৮| ২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৯

কামাল১৮ বলেছেন: তৃতীয় লিঙ্গ আল্লাহর সৃষ্টি না।আল্লাহ স্পষ্ট বলেছেন,আমি মানুষকে সৃষ্টি করেছি নারী ও পুরুষ করে।তাই আমাদের প্রিয় নবী বলেছেন এদের কে বাড়ী থেকে বের করে দাও।দয়াল নবীর দয়ার শেষ নাই।রেফারেন্স দরকার হলে বলবেন।গুগুলে সার্চ দিলে পেয়ে যাবেন।

২৬ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


দিয়ে রাখেন রেফারেন্স, কাজে লাগতে পারে।

৯| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫১

বিজন রয় বলেছেন: তারা্ কি মানুষ না?

৩১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:


হ্যা, মানুষ।তবে কেউ ব্লগিং'এ নাম লেখায়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.