নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

হুটহাট মৃত্যু।

১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:১১














আজ সকালে আমার বন্ধুর বাবা মারা যায় টেম্পু দূর্ঘটনায়; উনি কাঁচা বাজারে ধনেপাতা/মরিচ বিক্রেতা ; সকালে বিক্রির জন্য জিনিস আনতে গিয়ে জীবন চলে গেলো।উনি হিন্দু ধর্মের, উনার ছেলে এলাকায় হিন্দু সংগঠন করে মুসলমানদের দেখাতে চাইছে অনেক বছর যাবৎ ; অনেকটা ইসকন টাইপের কিছু একটা। কথা হলো, রমজান মাস চলছে,সবাই না চাইলেও পবিত্র থাকে, নামায পড়ে; হিন্দু বাড়িতে গিয়ে লাশ দেখতে কেউ তেমন আগ্রহ দেখাচ্ছে না, ব্যাপারটা ধর্মীয়। হয়তো ইফতারের পর গিয়ে সান্তনা দিয়ে আসবে।




গতকাল সম্ভবত একজন গায়ক 'খালেদ ভাই মারা গেছেন,উনার গান শুনেছি অনেক।পোস্ট এসেছে ব্লগে,ব্যক্তিগত অভিজ্ঞতা জানাতে চেয়েছে।উনার মৃত্যুর সংবাদ শোনার পর গান শুনতে গগিয়ে দেখলাম, উনি এক গানের ভিডিও চেয়ারে বসেই শেষ করে ফেললো,এতটা বিকার নেই,আয়োজন নেই,শোনাতে পারলেই হলো,জেনুইন ভাবসাব।
কয়েকবছর আগে বছরের প্রথম দিন আমার এক কাছের বন্ধু বাইক দূর্ঘটনায় মারা যায়,কয়েকদিন আমি অনেক বিষন্নতায় ছিলাম,অনেক মেমেরী ছিলো, আমরা ৫ বছর একসাথে, একই রুমে ছিলাম।



সমস্যা হলো, ব্লগে যারা ফেমাস আছেন তাদের মৃত্যু কে জানাবে আমাদের। আমি শুনেছি একজন খুব অসুস্থ, অনেকেই লিখে, কমেন্ট করে, আবার চলে যায় বিরতিতে।এই বিরতি কি চিরদিনের বিরতি কিনা তা আমরা জানতে জানতে হয়তো মুনকিরনাকিরের সওয়াল জওয়াব শেষ হয়ে যায়। কিন্তু ব্লগার নুরু ভাই নিয়ে লেখালেখি হয়েছিলো মৃত্যুর অনেকদিন পর। উনি কিছু জানায়নি,সাহায্য চায়নি, নীরবে চলে গেছে। এই ব্লগের ব্লগারদের মৃত্যু মানেই হুট হাট,কারণ আমরা তা পরে জানতে পারি। আমার,আপনার মৃত্যু ব্লগে জানতে কত সময় লাগবে?


মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪১

সোনাগাজী বলেছেন:



ছবিটা মানানসই হয়নি

১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:


সাদা কাফন বদলে দেয়েছি।

২| ১৯ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮

এম ডি মুসা বলেছেন: পৃথিবীর অহংকার মিছে।

১৯ শে মার্চ, ২০২৪ রাত ১০:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:


অহংকারই পৃথিবীর সব।

৩| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ৮:১০

রানার ব্লগ বলেছেন: আমি মারা গেলে কেউ জানবে না এটা আমি জানি।

১৯ শে মার্চ, ২০২৪ রাত ১০:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:


হতে পারে আমার বেলায়ও।

৪| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ৯:১৬

জ্যাক স্মিথ বলেছেন: হঠাৎ মৃত্যু মেনে নেয়া সত্যিই অনেক কষ্টকর।

১৯ শে মার্চ, ২০২৪ রাত ১০:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:


জ্বী,আমি আমার বন্ধুর মৃত্যু হঠাৎই হয়েছিলো।

৫| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ৯:৫৫

কামাল১৮ বলেছেন: মৃত্যু যখন আসবে হঠাৎ করেই আসবে।

১৯ শে মার্চ, ২০২৪ রাত ১০:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:



অনেকে সবাইকে পাশে ডেকে মারা যায়।

৬| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি মারা গেলে ব্লগে খবর আসার চান্স খুব কম।

১৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:


আপনারটা হয়তো আসবে, সবাই ফুলের সংকলন নিয়ে আসবে পোস্টে।

৭| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:১৮

শেরজা তপন বলেছেন: হুম এই বিষয়টা নিয়ে আমিও ভাবি- সমাধান কিছু আছে বলুনতো?

১৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫০

শূন্য সারমর্ম বলেছেন:


এডমিনের কাছে সব ব্লগারের একটা তথ্যের ডাটাবেজ থাকতে হবে,প্রত্যেক ব্লগারকে মনিটরিং করে ব্লগে সময় কাটানোর প্যাটার্নটা বুঝতে হবে; তারপর সন্দেহ জনক কিছু পেলেই যোগাযোগ করতে হবে।

৮| ২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: হুটহাট মৃত্যু খুব ভয়ঙ্কর।
আমি চাই কারো হুটহাট মৃত্যু না হোক।

২১ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:



আপনার আশা যেন পূর্ণ হয়।

৯| ০১ লা এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৪৪

খায়রুল আহসান বলেছেন: আপনি এ নিয়ে ভেবেছেন, এবং কিছুটা ব্যক্তিগত তথ্যও শেয়ার করেছেন, ভালো লাগল। আপনার ৭ নং প্রতিমন্তব্যের সাথে একমত।
কিছুদিন আগে ছড়াকার ’কি করি আজ ভেবে না পাই’ এর মারাত্মক অসুস্থতা এবং তার জন্য ফান্ড রেইজিং এর সম্ভাব্যতা নিয়ে ব্লগে কিছুটা আলোচনা হয়েছিল। যতদূর মনে পড়ে, চট্টগ্রামবাসী হিসেবে আপনি এবং ব্লগার গোফরান তার বাসায়ও গিয়েছিলেন। কিন্তু কিছু নেতিবাচক তথ্য ও সন্দেহের কারণে সে উদ্যোগটি সেখানেই থেমে যায়। এখন কি একটু খোঁজ খবর নেয়া যায়, সেই অসুস্থ ব্লগারের আপডেট জানার জন্য?
হুটহাট মৃত্যু হওয়াটা মন্দ নয়। দীর্ঘদিন শয্যাশায়ী থেকে, অন্যের প্রতি নির্ভরশীল হয়ে এবং তাদেরকে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করার চেয়ে হুটহাট মৃত্যু হওয়াই কাঙ্খিত। দিনশেষে হয়তো সব মৃত্যুর কষ্টই সমান হয়ে থাকে। কে জানে, এ ব্যাপারে কেউ তো কিছু বলে যেতে পারে না।
কার মৃত্যুর পর সে খবর ব্লগাররা পেতে কত সময় লাাবে, সে কথা ভেবে আর কিই বা হবে! নীরবে চলে যাওয়াই শ্রেয়ঃ। মৃত্যু পরবর্তী সকল আলোচনাই স্ফুলিঙ্গের মত জ্বলে উঠে নিমেষে ছাই হয়ে চিরতরে বিলীন হয়ে যায়।

০১ লা এপ্রিল, ২০২৪ রাত ১০:২৫

শূন্য সারমর্ম বলেছেন:


দেখি ব্লগার কি করি আজ ভেবে না পাই নিয়ে জানাবো আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.