নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

আপনার চিন্তা কি সত্যিই আপনার?

২১ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৪৬






যখন চিন্তা মাথায় আসে, তা কি সত্যিই আপনারই? মানে ঐখানে কি কারও কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা, পোস্টমর্টেম করে দেখেছেন। হতে পারে ঐটা আপনার ধর্মের ধর্মগুরুর,আপনার নার্সিসিস্ট পিতার,দুখীনি মায়ের লাইফ থেকে নেয়া। আশপাশ থেকে যে স্টোরী শোনানো হয়, বিশ্বাস করতে বাধ্য করা হয় বা আপনি নিজ থেকেই ভালো ফিল করে বিশ্বাস করতে শুরু করেন ;তাতে আপনি আজন্ম আটকে যান।নিজের ভেতরে জন্ম নেয়া নতুন চিন্তার দরজা বন্ধ হয়ে যায়; অন্যের চিন্তায় বেঁচে থাকেন।



ধরুন,ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে মেন্যু ম্যানেজমেন্ট অন্যের সেট করা,অফিসে গিয়ে পলিটিক্সে সাকসেস পেতে কি করতে হবে তা অন্যের দেখানো বিদ্যায় ঘুর পাক খাওয়া,স্ট্রেস ম্যানেজম্যন্টেও অন্যের ভাবনা,লাইফে সবকিছু একঘেয়েমী মনে হলে ধর্মের দিকে ঝুকলে ধর্মগুরুদের ভাবনাই সর্বশ্রেষ্ঠ মনে করেই ঢুকতে হয়।তাছাড়া, লোকে কি বলবে ; সে ঐটা পছন্দ করবে না,এসব তো সিম্পল ম্যাটার,; মানে অন্যের মতামতে ডিগবাজি খাওয়া প্রতি মোমেন্টে। এখন যা অবস্থা, অন্যের চিন্তা থেকে বের হতে পারলে আপনি সর্ব্বোচ্চ কাল্ট লিডার ' হবেন ;তাও হয়তো অন্যের বিদ্যা কাজে লাগিয়ে।







মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২৪ দুপুর ১:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মানুষ সামাজিক জীব। তাই, আশে পাশের সব কিছু থেকে ইনফ্লুয়েন্সড, বায়াসড হওয়াটা স্বাভাবিক। নিজের চিন্তা বলে কিছু থাকলেও সেটা কারো না কারো দ্বারা অনুপ্রাণিত বা প্রভাবিত হতে পারে। যেহেতু, জন্মের পর থেকেই সে অন্যের চিন্তাধারা দিয়ে বড় হয়েছে...

২১ শে মার্চ, ২০২৪ দুপুর ১:২৪

শূন্য সারমর্ম বলেছেন:



যারা বলে গিয়েছে, নিজের পথ নিজে সৃষ্টি করুন এবং হাটুন ;তাদের কথাবার্তা কিছুটা আমলে নেয়া যায়।

২| ২১ শে মার্চ, ২০২৪ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: অন্যের মতামতে ডিগবাজি খাওয়া মানে কি?

২১ শে মার্চ, ২০২৪ দুপুর ১:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


মানে,কোনো নির্দিষ্ট টপিকে বিভিন্নজন থেকে মতামত নিয়ে প্রয়োগ করার চেষ্টা করা, ক্রিটিক্যালী চিন্তা না করেই।

৩| ২১ শে মার্চ, ২০২৪ দুপুর ১:২১

জ্যাক স্মিথ বলেছেন: আসলে আমরা সবাই আশেপাশের পরিবেশ দ্বারা প্রভাবিত।

২১ শে মার্চ, ২০২৪ দুপুর ১:২৬

শূন্য সারমর্ম বলেছেন:


ছবির মত যদি দেখা যেতো কীভাবে ছড়িয়ে পড়ছে বিষ তাহলে সমাধান সহজ হতো।

৪| ২১ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৩১

জ্যাক স্মিথ বলেছেন: কিছু ব্যতিক্রম ছাড়া, যেমন আমার আশেপাশের সবাই ধর্ম ভীরু এমনকি ভয়াবহ ধর্মান্ধ বলা চলে, কিন্তু আমি ঠিক তাদের উল্টো, ধর্ম ছাড়াও অন্যন্য আরও অনেক বিষয়ে রয়ছে যা আমি উল্টো করি, মানে আমার নিজের মত করে করি এবং ভাবি। কিছু মানুষ আমাকে ফলো করার বৃথা চেষ্ট করে, কিন্তু আমি জানি ইহা সবার কম্ম নহে।

২১ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার জীবন আপনার মত চলছে, ভালো। তবে দেখবেন ইগো ট্রাপে যেন না ফেলে দেয়।

৫| ২১ শে মার্চ, ২০২৪ দুপুর ২:০২

জ্যাক স্মিথ বলেছেন: না, আমি ইগোর দ্বারা তাড়িত নই, উল্টো আমি নিজেই বুলিং এর শিকার হই, আমি তাদের মত কেন নই তাই।

তবে লাইফে প্রডাক্টিভ ইগোর প্রয়োজন আছে, ইগো যদি নিজেকে ধ্বংস করে দেয় তাহলে আবার সমস্যা আছে।

২১ শে মার্চ, ২০২৪ রাত ১০:৫২

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি ব্যালেন্স হয়ে টিকে থাকবেন।

৬| ২১ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৩

ফিনিক্স পাখির জীবন বলেছেন: চিন্তা অবশ্যই আমার নিজের। চিন্তা আমরা নিজেরাই করি, অন্য কেউ করে দেয় না।
কিন্তু কথা হল, চিন্তা করার সময় মস্তিষ্কে থাকা তথ্য আর তথ্য বিশ্লেষণের প্রথাটা মূলত প্রভাবিত।
তাই চিন্তার প্রোডাক্ট হয়ে যায় বায়াসড।
চিন্তা একটা প্রক্রিয়া আর বাকিটা র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল খারাপ পড়লে, চিন্তার প্রোডাক্ট খারাপ হয়।

২১ শে মার্চ, ২০২৪ রাত ১০:৫২

শূন্য সারমর্ম বলেছেন:


ভালো কমেন্ট।

৭| ২১ শে মার্চ, ২০২৪ রাত ৯:০৩

Meghna বলেছেন: ফিনিক্স পাখির জীবন - আপনার মন্তব্য টা অধিক যুক্তি সঙ্গত মানে হলো।

২১ শে মার্চ, ২০২৪ রাত ১০:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:



আপনার কোনো নিজস্ব মতামত নেই?

৮| ২১ শে মার্চ, ২০২৪ রাত ১০:১৩

কামাল১৮ বলেছেন: সবথেকে বড় ইনফ্লুয়েন্স আছে পিতা মাতার।যেখান থেকে আমরা ধর্ম গ্রহন করি।বাকী জীবনে তার থেকে আর বের হতে পারি না।যার জন্য মুসলমানের ছেলে মুসলমান,হিন্দুর ছেলে হিন্দু খৃষ্টানের ছেলে খৃষ্টান।

২১ শে মার্চ, ২০২৪ রাত ১০:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:



পশ্চিমে ধর্ম থেকে বের হওয়া যায়,প্রাচ্যে তা হয়না সহজে।

৯| ২১ শে মার্চ, ২০২৪ রাত ১১:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: এই চিন্তাই বা আসল কেন মাথায়?

২২ শে মার্চ, ২০২৪ রাত ১২:০৮

শূন্য সারমর্ম বলেছেন:



Free Will,Consciousness,Thoughts Contents এসব নিয়ে আমার আগ্রহ থেকে হয়তো এসেছে।

১০| ২২ শে মার্চ, ২০২৪ রাত ১২:০৮

নয়ন বড়ুয়া বলেছেন: এটা প্রায় মানুষের সাথেই হচ্ছে প্রতিনিয়ত...

২২ শে মার্চ, ২০২৪ রাত ১২:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:


এভাবেই চলছে,চলবে। কেউ হয়তো বুঝবে, নিজেকে বদলাবে।

১১| ২২ শে মার্চ, ২০২৪ রাত ১২:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আল্লাহ না চাইলে মানুষ চিন্তাও করতে পারে না।

এটা পবিত্র কোরআন শরীফের একটি আয়াতে উল্লেখ করা হয়েছে।

২২ শে মার্চ, ২০২৪ রাত ১২:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:


আল্লাহ যা চায়, তা মানুষের ভাবনায় ধরা পড়ে; তারপর প্রয়োগে ধরা পড়ে।

১২| ২২ শে মার্চ, ২০২৪ রাত ৩:৩৩

নামস্কাল বলেছেন: নিজের চিন্তায় চলতে চাইলে কাছের মানুষরা দূরে সরিয়ে দেয়,অসহায় লাগে।

২২ শে মার্চ, ২০২৪ সকাল ১১:১০

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার জীবনে মনে হয় এমন স্টোরী আছে।

১৩| ২২ শে মার্চ, ২০২৪ ভোর ৬:০৭

কাছের-মানুষ বলেছেন: আমরা সবাই কারো না কারো দ্বারা কম বেশী প্রভাবিত। এটা অনেক সময় ইতিবাচক এবং নেতিবাচক দুই হতে পারি!

২২ শে মার্চ, ২০২৪ সকাল ১১:১০

শূন্য সারমর্ম বলেছেন:


জ্বী,প্রভাবিত তো বটেই।

১৪| ২২ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: অপরের চিন্তা গ্রহণ কতে যাচাই করে নেওয়া উচিত।

২২ শে মার্চ, ২০২৪ সকাল ১১:০৯

শূন্য সারমর্ম বলেছেন:


গ্রহণ করে যাচাই নয়,যাচাই করে গ্রহৃন করা উচিত।

১৫| ২২ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২২ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১০

শূন্য সারমর্ম বলেছেন:


হাজিরা কাউন্ট হলো।

১৬| ০৫ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:৩৯

খায়রুল আহসান বলেছেন: চিন্তারই বিষয় বটে!
ক্রিটিক্যালি চিন্তা করার শিক্ষাটা ছোটবেলা থেকে পরিবার থেকেই দেয়া উচিত। আমাদের মাঝে এ অভ্যেসটা গড়ে তোলার প্রবণতা নেই, নগণ্য সংখ্যক পরিবার ছাড়া। অথচ বিদেশে এটাই প্রচলিত প্রথা।
যে কোন সমস্যার সমাধান নিজে নিজে খুঁজে বের করতে পারলে সেটা আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। যারা দৈনিক চব্বিশ ঘণ্টার মধ্যে অন্ততঃ আধ ঘণ্টাও নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে ভাবার জন্য বরাদ্দ রাখে, তারা সহজে অন্যের চিন্তা দ্বারা প্রভাবিত হয় না।

০৫ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:৫১

শূন্য সারমর্ম বলেছেন:


এদেশে এসব চর্চা চলবে, অন্যের ভাবনাই মূল ভরসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.