নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলামী ছাত্রশিবিরের প্রোগ্রাম চলছে, আমি যে এলাকায় আছি এই এলাকায়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মোড়কে বিভিন্ন মেসেজ দেবার চেষ্টা চলছে আলতো করে, দর্শকদের ফিডব্যাকও দেয়া হচ্ছে, ইসলামিক শাসনতন্ত্রের দিকে যেতে চাইছে তারা। সরকার পতনের ঝাঝ এখনো কাটেনি, রঙ্গলীলা চলছে পুরোদমে যা কবিতা, নাটক, গান ও ভাষণে বুঝা যাচ্ছে।তবে আশেপাশে ব্যবসা চলছে ভালোমত, বিভিন্ন খাবারের দোকান এবং উপড়ে পড়া মানুষের ভীড়। এটা ফ্রী প্রোগ্রাম তাই হয়তো ; যাদের টাকা আছে তারা হয়তো আর্মি স্টেডিয়ামে আতিফ আসলামের গান শুনতে গিয়েছে, যারা যেতে পারেনি তারা অন্য কাজে বের হয়ে জ্যামে ভোগান্তিতে পড়েছে।
৩/৪ টা বইয়ের স্টলে সব ধর্মীয় বই ছিলো, মোটামুটি ভিড় ছিলো। পরিচিত বই সব তাই সবাই নেড়ে চেড়ে দেখছে, ডিসকাউন্ট হিসাবের চেষ্টা করছে। আমার পরিচিত একজন, অল্প দামে একটা বই কিনলো " দৈনন্দিন জীবনের সব দোয়ার বই ' ঘুমাতে যাওয়ার দোয়া,ঘুম না আসলে আসার দোয়া, বাথরুমে যাবার দোয়া ; উনি খুব খুশি,বালিশের পাশে দোয়ার বই থাকবে ও তুর্কি সিরিজ দেখবে,ঈমান সমুন্নত থাকবে।
আমার পরিচিত কয়েকজন ছাত্রশিবিরে ছিলো, তার মধ্যে একজন অনেকবছর আগে হরতাল স্বার্থক করতে গিয়ে নিহত হয়ে শহীদ হয়ে গিয়েছিলো,এখন যারা আছে তাদের আচরণে অনেক পরিবর্তন এসেছে সরকার পতনের পর।মিষ্টিও খেয়েছি, দেখে মনে হয় বুক ভরে নিশ্বাস নেয়া যাচ্ছে এখন।আগে শিবিরে সাথী হবার জন্য কিশোরআলো নামের একটা ম্যাগাজিন দেয়া হতো, এখন ওরা নতুন কোনো পদ্ধতি অবলম্বন করে কিনা কে জানে ; বই স্টলে কিশোর আলোও দেখেছি আজ।অনেক প্রচলিত কথা চালু আছে যে, শিবিরের পোলাপানগুলো নাকি অনেক মেধাবী হয়, অনেক ফিল্টার করে ওরা দলের সাথী বানায়। তবে এটা ঠিক আমি পেছনের বেন্চের পোলাপানদের তেমন দেখেনি এই দলে।
০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২০
শূন্য সারমর্ম বলেছেন:
ভবিষৎে হোক, তবে এদের পারফরমেন্সে ভবিষৎ কেমন দাড়ায় তা দেখা উচিত।
২| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:২২
আদিত্য ০১ বলেছেন: তারা রগ কাটা ও ইট দিয়ে মাথা থেতলে দেওয়ার পরিবর্তে এখন কোন উপায় বেছে নিবে? বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকার সময় ছাত্রদলের সাথে শিবিরের দখল নেওয়ার ক্যাচাল লেগেই থাকতো, কোপাকোপি আর রগ কাটা। তখন ছাত্রলীগ আউট ছিলো, এখনও আউট। বামেরা এমনি এমনি মাইর খাইতো। শিবিরে বা জামাতে মেরিটে উপচে পড়াতে তাদের এবারের উপায় ঠিক বুঝা যাচ্ছে না, এবার রগ কাটা ও ইট দিয়ে মাথা থেতলানো বা রাম দা দিয়ে কোপানো আদলে কোনটা আসে দেখার অপেক্ষায়
০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২২
শূন্য সারমর্ম বলেছেন:
মেধাবীরা এবার সায়েন্স টেকনোলজী ব্যবহার করে জাতিতে চমকে দিবে।
৩| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৫৩
অধীতি বলেছেন: যে যার মত করুক গে। জনগন এখনো অসচেতন। আওয়ামীলীগ যদি নির্বাচনের আগের দিন সবাইকে হাজার করে দেয়, অনেক ভোট পাবে। এই হলো ভোটারদের অবস্থা। মানুষকে সচেতন করলে তখন মানুষ তার যোগ্য নেতা খুঁজে নিতে পারবে।
০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২৩
শূন্য সারমর্ম বলেছেন:
ব্লগারগোষ্ঠী সচেতন তাতেই কম কিসে!
৪| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৫৮
আদিত্য ০১ বলেছেন: অধীতি বলেছেন: যে যার মত করুক গে। জনগন এখনো অসচেতন
২০০১-এ তারেকমিয়া দিছিলো ৫০০ করে,সেই নির্বাচনে আমাদের এলাকার অনেক গরীব পেয়েছিলো ভোটের আগের রাতে, সেই ঘটনার নিজের চোখে দেখা, ভোটের আগে এমন অনেক কিছুই ভোটের ঘড়ির কাটা ঘুরায়ে দেয়
০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২৪
শূন্য সারমর্ম বলেছেন:
তারেক এখন ঘুমায় না লন্ডনে, শুধু ভিডিও কলেই থাকে বাংলাদেশে।
৫| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১:৪৮
লুধুয়া বলেছেন: ভালো রাস্ট্র হোতে গেলে ধর্ম নিরপেক্ষতা নিয়ে চলতে হবে. মোলবাদ দেশ কে ধংসকরবে
০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২৪
শূন্য সারমর্ম বলেছেন:
মৌলবাদ প্রতিষ্ঠিত হয়নি এখনো।
৬| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ২:৩৪
জেনারেশন৭১ বলেছেন:
এক দেশে ২ স্বাধীন জাতির বসবাস: কেহ ১৯৭১ সালে স্বাধীন হয়েছে, কেহ ২০২৪ সালে স্বাধীন হয়েছে; আর কেহ বাকী নেই তো!
০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২৫
শূন্য সারমর্ম বলেছেন:
এক মাংস নিয়ে দুই কুকুরের টানাটানি।
৭| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ২:৪২
জেনারেশন৭১ বলেছেন:
কোমলমতিরা আমাদের জাতির সংস্কৃতি বদলায়ে দিবে।
০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২৬
শূন্য সারমর্ম বলেছেন:
কি কি বড় পরিবর্তন আসতে পারে?
৮| ০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:২০
নান্দাইলের ইউনুছ বলেছেন:
এরা শহীদ হৈলে কান্দে ক্যান?
শহীদ হৈলে তো বিনা হিসাবে জান্নাত আর ৭২ হুর!
তাইলে এতো কান্না কেন?
০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২৬
শূন্য সারমর্ম বলেছেন:
হুর কি নান্দাইলের দরকার নেই।
৯| ০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:১৪
শেরজা তপন বলেছেন: আমরা মত প্রকাশ ধর্ম, পোশাক এর স্বাধীনতা নিয়ে সোচ্চার কিন্তু আদর্শ অনুসরণ করার স্বাধীনতা চাই না কিংবা পাই না। শিবির কি একাই সন্ত্রাস করে? জামাত-শিবিরের ব্যাপারে এত চুলকানি কেন কিছু মানুষের আমি বুঝিনা। আওয়ামীলীগের অনুসারীদের আচরণে স্পষ্ট প্রকাশ পায়, জামাত শিবির হইলে তাদের হত্যা করা জায়েজ!!!!!
দেশভাগের সময় তো আমাদের মুসলমান দেশ হিসেবে অদ্ভুতভাবে ( দু হাজার কিলোমিটার দুরের অন্যভাষি অন্য সংস্কৃতির এক দেশের সাথে জুড়ে দেয়া হয়েছিল) ভাগ করা হয়েছিল নাকি? তাহলে এখানে মুসলিম শাসন প্রতিষ্ঠা হলে সমস্যা কি?
পুর্বসূরিদের ভুলের কারণে দুটো দেশ যে আমাদের শত্রু হল আর লক্ষ লক্ষ মানুষ জান দিল, ধর্ষিত হল- এর দায় নিবে কে?
এর জন্য ভারতবর্ষের তৎকালীন নেতাদের বিচার হতে হবে ( এটা একটা উদাহরণ) তাদের সবার ক্যারিকেচার টাইপের মুর্তি বানিয়ে জুতার মালা পড়িয়ে দাড় করাতে হবে আর সবাই সর্বোচ্চ অসন্মান করবে। ওই বেজন্মারাই আজকে এই অবস্থার জন্য দায়ী। এদের জন্য ভারত বর্ষের কয়েক কোটি মানুষ বাস্তুভিটা হারা হয়েছে- আর সবাই সবার রক্ত পিপাসু হয়েছে।
০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৯
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি কোন দল হয়ে কি প্রতিষ্ঠা করতে আগ্রহী?
১০| ০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৮
বাকপ্রবাস বলেছেন: শিবির হল দুষ্টুদের ঠিক করার জন্য। কিন্তু শিবির এর সিলেভাস হল দলদাস হবার সিলেভাস। সেখানে সৃজনশীলতা নাই। যেমন ধরুণ সাপ্তাহিক বই পড়ার কথা বলা আছে, আপনি আমার ইচ্ছেমত বই পড়লেন, সেটা কাজে দেবেনা, তাদের সিলেভাসের বাইরের বই পড়া হলে সেটার মুল্যায়ন নাই। এটা এক ক্ষুদ্র উদাহরণ কিন্তু ইম্পেক্ট বড়। শিবির তার সিলেভাসের বাইরে যেতে পারেনাই তায় সেখান থেকে আমরা বড় নেতা পাইনা, সাংবাদিক পাইনা, সাহিত্যক পাইনা, গীতিকার পাইনা, সুরকার পাইনা, ইন্ফুয়েন্সার পাইনা, ইউটিউবার পাইনা।
এই না পাওয়াটা পুরণ করছে অন্যরা, তাদের অদৃশ্য নেতা হয়ে যাচ্ছে পিনাকী, ইলিয়াসরা, কারণ তাদের কথা মনমত হচ্ছে। এই মনমত কথা তাদের সিনিয়র ও নেতারা বলতে পারছেনা, কারণ সৃজনশীলতা নাই দলে। আছে দলান্ধ হবার তরিকা।
০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫০
শূন্য সারমর্ম বলেছেন:
ঘোষিত লস প্রজেক্ট।
১১| ০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: যারা সৎ তারাই এগিয়ে যাক, এই প্রত্যাশাই করি। সেটা শিবির হোক বা অন্য কোন দল হোক।
০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৩
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার কাছে সৎের ডেফিনিশনটা কি
১২| ০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৪
ধুলো মেঘ বলেছেন: পিছনের বেঞ্চের পোলাপাইনের এই দলে খাওয়া নাই। এই দল করতে হইলে দিনে কয় ঘন্টা পাঠ্যপুস্তক আর কয় ঘন্টা অন্য বই পড়া হইল, তার হিসাব দিতে হয়। যারা এত পড়াশোনা করে, তাদের বায়াক বেঞ্চার হওয়ার সুযোগ কই?
০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫১
শূন্য সারমর্ম বলেছেন:
জ্ঞানীরা এই দলে ঢুকে মুর্খ হয়।
১৩| ০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২৫
নতুন বলেছেন: লীগ, দল ডাইরেক্ট একশন চায়। সময় নস্ট করার সময় নাই।
জামাত/শিবির স্লপয়জন দিয়ে জাতীকে পরিবর্তনের মিশন নিয়ে কাজ করছে।
ইতিমধ্যে অনেকটাই সার্থক এই দলগুলি। বর্তমানে পথে ঘাটে বোরকা পরা নারীই বেশি চোখে পরে। সংস্কৃতি চর্চা নিরুতসাহিত করা হচ্ছে সমাজে। বির্ধমীদের সাথে বন্ধুত্ব করা যাবেনা এই প্রচারনা প্রচারের লেখা, ভিডিওর অভাব নাই।
জামাতের আমির নারীদের পোষাকে বাধ্য করবেনা। কিন্তু সমাজে পুরুষদের এমন ভাবে মোটিভেট করবে যে শাড়ী পড়াকেও ভালো চোখে দেখবে না সমাজের মানুষ।
০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫২
শূন্য সারমর্ম বলেছেন:
সংস্কৃতি বদলাবে, নিজের টুটি নিজেই চেপে রাখতে হবে।
১৪| ০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫৮
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: মেধাবীরা এবার সায়েন্স টেকনোলজী ব্যবহার করে জাতিতে চমকে দিবে।
এইবার রগ কাটা বা ইট দিয়ে থ্যাতলানো বাদ দিয়ে এইবার সায়েন্স টেকনোলজী ব্যবহার করে ৭.৬২ মি.মি গুলি দিয়ে অলর্যাডি স্নাইপিং করা শুরু করেছে, এর পরে হয়ত ভারি স্নাইপার আনবে আরও অত্যাধুনিক অস্ত্র দিয়ে বিরোধী রাজনৈতিকদের মারবে...
০১ লা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৯
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি গোয়েন্দাদের মত নজর রাখেন।
১৫| ০১ লা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৮
আদিত্য ০১ বলেছেন: জামাত ক্ষমতায় গেলে, ১৯৭১ মুক্তিযুদ্ধের ইতিহাস পুরুটাই মুছে ফেলবে এইটা শিউর থাকেন, বাঙ্গালী সংস্কৃত বলতে কিছুই থাকবে না, এক কথায় ১৯৭১ এর আগে পাকিদের যে মিশন ছিলো, জামাত ১৮৭১ এ গণহত্যা, ধর্ষন, জালাও পোড়াও করে সেই মিশনে অংশগ্রহণ করেছিলো, তারা সবাই ১৯৭১-এ ফেল করেছিলো, তারা ২০২৪ থেকে সফল হল, আরও হতে দিবে সেই আন্দোলনকারী ছাত্ররা
০১ লা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২০
শূন্য সারমর্ম বলেছেন:
এত আগে প্রেডিক্ট করছেন কেন, দেখুন কীভাবে কোন কৌশলে ক্ষমতায় আসে।
১৬| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫১
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: এত আগে প্রেডিক্ট করছেন কেন, দেখুন কীভাবে কোন কৌশলে ক্ষমতায় আসে।
তাদের কৌশল আপনি আমি জানি, কিন্তু কেউ বলবেনা, আগেও তাদের যে কৌশল এখনও সেইটাই, ইসলামকে নিয়ে তারা ব্যবসা ভালো করে সুকৌশলে করে
০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩৫
শূন্য সারমর্ম বলেছেন:
লিখুন, সচেতন করুন।
১৭| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১০
সাড়ে চুয়াত্তর বলেছেন: বর্তমান প্রেক্ষাপটে ছাত্রলীগ বা ছাত্রদলের চেয়ে শিবির ভালো। অনেক তো দেখলাম। যত দোষ শিবিরের। বাকিদের একদল চেতনা ব্যবসায়ী আরেক দল হল ঈদের পরে আন্দোলনকারী।
জামাত, শিবিরের উচিত দেশবাসীর কাছে ১৯৭১ সালের কাজের জন্য খালেস দিলে মাফ চাওয়া। এই একটা দাগ ছাড়া জামাত, শিবিরের বিরুদ্ধে বড় কোন অভিযোগ পাওয়া যায় না। এদের নেতাদেরও শাস্তি হয়েছে। একটা জাতি আর কতকাল বিভক্ত হয়ে থাকবে। হয় এদের মাফ করে দেয়া হউক নইলে ধরে ধরে ফাঁসি দেয়া হউক।
১৮| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩৬
শূন্য সারমর্ম বলেছেন:
প্রেক্ষাপট আপনার ভালো মাপার মানদন্ড।
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:১১
সৈয়দ কুতুব বলেছেন: বর্তমানে শিবির কে কাউন্টার দেয়ার মতো কোন ইসলামিক দল অথবা গণতান্ত্রিক দল নেই। ভবিষ্যতে হয়তো হবে।