নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যু যন্ত্রণার সাথে মিশে যাওয়া অগণিত পাপের স্পন্দন, বেওয়ারিশ লাশে নখ বসানো শকুনের লালসার ব্যাপ্তি অনেককাছ থেকেও শোনা যাবে না। আন্তনগর লাশঘরের মৃত লাশ কামনার শিকার হবে,গুমোট গন্ধ বাতাস ভারী করবে। টাকা নামক দেবতার আত্নচিৎকারে বধির হয়ে মানুষ প্রতিনিয়ত প্রলাপ বকে,আত্না শুষে নেয়। মানুষের ভিতরের অমানুষ কখনো মরে না্, বেঁচে উঠে ডোপামিনের লোভে;কারণ ডোপামিন মানুষের দাসত্বের আলটিমেট প্রপার্টি।এই পরিত্যক্ত নগরীর আজন্ম ভাগাড়ের গন্ধে মানুষ কখনো মরে না, মানুষ পৃথিবীতে হারতে আসেনি,হারাতে এসেছে।
২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১২
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি তো পলিটিক্যাল এনালিস্ট হয়ে যাচ্ছেন।
২| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু এখন করণীয় কি? কি করার আছে?
২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৪
শূন্য সারমর্ম বলেছেন:
মানুষ মানুষকে আইডোলজীর চাপায় ধ্বংস করে দিবে, তারপর পৃথিবী প্রাণভরে নিশ্বাস নিবে।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫৪
জুল ভার্ন বলেছেন: হারজিৎ নয়, পৃথিবী হোক স্ব-সম্মানে পারস্পরিক সহাবস্থান।
২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২০
শূন্য সারমর্ম বলেছেন:
আমি, আপনি জীবিত অবস্থায় যা দেখে যাবো ঐটাই পৃথিবীর সম্মানের রুপ।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:৪৯
চারাগাছ বলেছেন:
আইডোলজী নিয়ে খুব চিন্তিত!
৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৩
শূন্য সারমর্ম বলেছেন:
নাহ চিন্তা করে কি হবে, চারাগাছের আইডোলজি বড় হয়েছে নাকি।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০০
রাজীব নুর বলেছেন: মানুষের দুটা সত্তা। বিভিন্ন পরিবেশে সত্তা গুলো দেখা যায়। মানুষ তার নিজের ভেতর থাকা ভালো বা মন্দ দিক লুকিয়ে রাখতে পারে না।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০১
শূন্য সারমর্ম বলেছেন:
মন্দ দিকটা দিয়েই বিশ্ব চলে।
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২৬
সৈয়দ কুতুব বলেছেন: অবেক কঠিন কথা!