নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
***
ছবিগুলো গত বছরের এমন সময়ে তোলা,এবছর আমি ঐ জায়গা থেকে ২৫০ কিলো দূরে আছি;তোলার মত কিছু নেই।
২৪ সাল শেষ, আপনি কি পেলেন ; জাতিগত ভাবে আমরা বিপ্লবীদের হাতে নতুন দেশ পেয়েছি, যদিও লেনিন, ফিদেল,চে থেকে কোনো বিবৃতি আসেনি কারণ উনারা বেঁচে নেই।নতুন দেশ চলছে, কোথাও সমস্যা হচ্ছে? ইউনুস টুপি পড়া শিখেছে,ছাত্রসমাজের জীবনের মিনিং বদলে গেছে, বিপ্লবী সমন্বয়ক হতে চায় অনেকেই, বই,খাতা কলম কেজি দরে বেঁচলেও সমস্যা নেই।
কারও হয়তো কাছের মানুষ মারা গেছে,কেউ হয়তো নতুন সন্তান জন্ম দিয়েছে,কেউ হয়তো জীবনের মানে খুজে পেয়েছে নতুন ভাবে অভিজ্ঞতা থেকে নতুন শিক্ষা পেয়ে, বয়সের ভ্যারিয়েশন অনুযায়ী কেউ কেউ প্রহর গুনছে কবে যে মারা যাবো, কেউ হয়তো বেকারত্বের শক্ত শেকল থেকে বের হতে পারেনি।আজ বিভাগীয় শহরগুলোতে মুরগীপোড়ো,আতশবাজি ও মাদকের আয়োজন চলছে।কারণ,মানুষ নাকি বদলে যেতে চায়, অতীত মাড়িয়ে।
ব্লগের ক্যাচাল কম কম লাগছে, ওয়াসওয়াসা দেয়া নিক বন্ধী অবস্থায় থেকে পুরোদমে চলছে, উনি আবার ফিনিক্স পাখির মত জন্ম নিয়েছেন।এটা ভালো দিক। কেউ বিদায় নিয়েছে,কেউ অভিমান করেছে,ফিরেছে ; তবুও চলছে। এ বছর তিনজন ব্লগারের সাথে দেখা হয়েছে, কাছাকাছি থেকে ভালো লেগেছে। তবে দুঃখের বিষয়, স্মৃতিকাতর স্বপ্নবাজ সৌরভ তার আজীবনের অভিভাবক হারিয়েছেন, উনারর স্মৃতিপাতায় কাতরতা এক মাত্রা বাড়িয়ে দিলো গত হয়ে যাওয়া বছর।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২৫
শূন্য সারমর্ম বলেছেন:
বছর শেষের ইমোশনে আটকে আছে সবাই,আপনি বাদে!
২| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২০
মোহামমদ কামরুজজামান বলেছেন: আসুন সকল প্রকার ক্যাচাল ভুলে , কি পেলাম-কি হারালাম তা বিবেচনায় না নিয়ে নতুন বছর শুরু - নতুন আশা নিয়ে। নতুন ভাবে।
শুভ নববর্ষ ২০২৫
৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২৬
শূন্য সারমর্ম বলেছেন:
কে কোথায় আসবে? বলবেন তো।
শুভ নববর্ষ ২০২৫
৩| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সবাই সুন্দরভাবে আগত বছরে ব্লগিং করুক এই কামনা করি
৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৯
শূন্য সারমর্ম বলেছেন:
শুভ ২০২৫।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৫
শাহ আজিজ বলেছেন: বিকেল সোয়া চারটায় রাস্তায় বেরিয়ে সূর্যের দিকে তাকালাম । খুব উজ্জ্বল ছিল সূর্য । কুয়াশা পড়ছে বিকেলেই । তারপর ঠাণ্ডা হাওয়া অতঃপর পলায়ন । ভাল আছি এবং অপেক্ষায় রাত ১২ টার জন্য । শুভ নববর্ষ ।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৪
শূন্য সারমর্ম বলেছেন:
শীত নিয়ে আপনার অনেক ইমোশন। শুভ ২০২৫।
৫| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর লেখা!
শুভ কামনা।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৪
শূন্য সারমর্ম বলেছেন:
শুভ ২০২৫,শুভকামনা।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০০
আমি সাজিদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা। শুভকামনা।
০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৪
শূন্য সারমর্ম বলেছেন:
শুভ ২০২৫
৭| ০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা।
০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৪
শূন্য সারমর্ম বলেছেন:
শুভ ২০২৫
৮| ০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমাকে দিয়েই বছরের লেখা শেষ করলেন।
আজ নতুন বছর। সবকিছু ধোঁয়াটে লাগছে। ঘোর কাটেনি।
০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪২
শূন্য সারমর্ম বলেছেন:
ভালো থাকবেন।
৯| ০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৪
রাজীব নুর বলেছেন: গতকাল যে একজন মহান ব্লগারের কন্যার জন্মদিন গেলো সেবিষয়ে তো কিচ্ছু বললেন না!!
০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪২
শূন্য সারমর্ম বলেছেন:
কার? আপনার কন্যার? মাথায় ছিলো না এটা।
১০| ০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগিং চলুক তুমুলভাবে।
০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ৯:২৫
শূন্য সারমর্ম বলেছেন:
ব্লগ থাকলে ব্লগিং চলবে।
১১| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৬
শাহ আজিজ বলেছেন: যাদের হাতে কিছু সময় আছে তারা লিখবেন সে কোন বিষয় হোকনা কেন ।
০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ৯:২৬
শূন্য সারমর্ম বলেছেন:
হ্যা, অবশ্যই।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১৮
সৈয়দ কুতুব বলেছেন: আজকে দেখি সবাই লিখছে অথচ আমি লিখার কিছুই খুজে পাচ্ছি না।